Eid 2023: দেখা গেল চাঁদ, ভারতে খুশির ইদ পালিত হবে শনিবার

Last Updated:

Eid 2023: আগামীকাল অর্থাৎ ২২ এপ্রিল পালিত হবে ইদ (ইদ-উল-ফিতর)

২২ এপ্রিল পালিত হবে ইদ (PTI Photo)
২২ এপ্রিল পালিত হবে ইদ (PTI Photo)
নয়া দিল্লি: শুক্রবার সারাদেশে চাঁদ দেখা গেছে। আগামীকাল অর্থাৎ ২২ এপ্রিল পালিত হবে ইদ (ইদ-উল-ফিতর)। লখনউ ইদগাহ ইমাম মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি জানিয়েছেন, "শুক্রবার চাঁদ দেখা গেছে এবং আগামীকাল দেশে ইদ-উল-ফিতর উদযাপিত হবে।" শিয়া চাঁদ কমিটির সভাপতি সৈয়দ মাওলানা সাইফ আব্বাস নকভি জানিয়েছেন, "২১ এপ্রিল ইদের চাঁদ দেখা গেছে। ইদ পালিত হবে ২২ এপ্রিল।"
রমজানে রোজা রাখার পর মুসলম ধর্মালম্বীরা মাসের শেষে ইদ-উল-ফিতর পালন করেন। এই উপলক্ষে, বাড়িতে বিশেষ খাবার তৈরি করা হয় এবং একে অপরের বাড়িতে বেড়াতে যান। চাঁদ দেখাকে কেন্দ্র করে উৎযাপিত হয় ইদ-উল-ফিতর।
advertisement
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইদ-উল-ফিতরের জন্য নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। এই শুভ উপলক্ষে সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বাড়ানোর জন্য বার্তা দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ভবনের জারি করা একটি বিবৃতি অনুসারে, রাষ্ট্রপতি বলেছেন, “ইদ পবিত্র রমজান মাসের শেষের দিন। এই উৎসবে ভালবাসা ও স্নেহের অনুভূতি ছড়িয়ে দেয়। ইদ আমাদের সংহতি ও পারস্পরিক সম্প্রীতির বার্তা দেয়।"
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ভারত ও বাংলাদেশের অংশীদারিত্ব ভিত্তিক সম্পর্ককে রোল মডেলে রূপান্তরিত করার জন্য হাসিনার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী মোদি দেশের জনগণের পক্ষ থেকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী উভয় দেশ এবং সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করেছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Eid 2023: দেখা গেল চাঁদ, ভারতে খুশির ইদ পালিত হবে শনিবার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement