মাত্র ৭.৫০ লক্ষ টাকায় মিলছে জমি! দেশের এই শহরে স্বপ্ন পূরণের পথে ক্রেতারা
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
Residential land and Plots in Patna: আমাদের পরিচিত এমন অনেকেই রয়েছেন যাঁরা পটনায় নিজেদের বসবাসের উপযোগী ছোট্ট একটুকরো জমির ওপর বাড়ি করতে চান। তবে এবারে আর চিন্তা নেই। সাধ্যের মধ্যেই পটনার মতো বড় শহরে জলের দরে মিলছে জমি।
পটনা: মাত্র ৭.৫০ লক্ষ টাকাতেই এবারে বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হতে চলেছে। বিহারের বিভিন্ন জেলা থেকে আগত এবং রাজধানীতে বসবাসকারী বেশিরভাগ মানুষই স্বপ্ন দেখেন পটনায় বসবাসের উপযুক্ত একটি ছোট বাড়ি কিনবেন। রাজধানীতে স্থায়ী ভাবে বসবাসের স্বপ্ন দেখলেও অনেকেই সাধ্যের মধ্যে তা কুলোয় না। আমাদের পরিচিত এমন অনেকেই রয়েছেন যাঁরা পটনায় নিজেদের বসবাসের উপযোগী ছোট্ট একটুকরো জমির ওপর বাড়ি করতে চান। তবে এবারে আর চিন্তা নেই। সাধ্যের মধ্যেই পটনার মতো বড় শহরে জলের দরে মিলছে জমি।
কাঁকরবাগ, কান্তি ফ্যাক্টরি রোডের মহাত্মা গান্ধি নগরের মা গীতা কমপ্লেক্সে অবস্থিত রাধিকা প্রপার্টি ডিলারের মালিক সঞ্জয় কুমার জানিয়েছেন যে, বিহতা-সরমেরা রোডের আশপাশে জমির প্রাথমিক দাম প্রতি কাঠা ৭.৫ লক্ষ টাকা। অন্য দিকে, ক্রেতারা নিজেদের সাধ্য মতো মাত্র অর্ধেক কাঠাও কিনতে পারেন, যার দাম ৩ লক্ষ ৭৫ হাজার টাকা। সঞ্জয় কুমার আরও জানিয়েছেন যে, এই জমি ৬০০, ১২০০ এবং ১৫০০ বর্গফুটের আকারেও পাওয়া যায়। আসলে এখানে বর্তমানে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলছে।
advertisement
advertisement
পাশাপাশি এখান থেকে ১.২৫ কিলোমিটার দূরে মেট্রো স্টেশনের কাজও চলছে। বিহতা-সরমেরা থেকে একেবারে কাছেই রয়েছে চার লেনের দৈর্ঘ্য যুক্ত ১.৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে। ফলে এই এলাকায় জমির দাম ভবিষ্যতে বাড়তে চলেছে। ওই এলাকা থেকে নব নির্মিত আইএসবিটির দূরত্বও মাত্র ১৫ কিলোমিটার। আগ্রহীরা এই এলাকার প্রপার্টি ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
advertisement
থাকছে ইএমআই-এর সুবিধা!
রাধিকা প্রপার্টি ডিলারের ম্যানেজার পীযূষ জানিয়েছেন যে, যে সকল গ্রাহকরা কম বাজেটে প্লট কিনতে চান তাঁরা সহজেই ইএমআইয়ের সাহায্য নিতে পারেন। ক্রেতাদের অর্ধেক কাঠা জমি কিনতে প্রায় ৩.৭৫ লক্ষ টাকা ব্যয় করতে হবে। এর জন্য ক্রেতারা ১২ মাসের একটি ইএমআইয়ের সুবিধেও পাবেন, যার মধ্যে তাঁদের প্রতি মাসে মাত্র ৩১ বা ৩২ হাজার টাকা দিতে হবে। প্রপার্টি ডিলারের ম্যানেজার পীযূষের কথা কথা অনুযায়ী জমির নথিপত্র থেকে শুরু করে রেজিস্ট্রেশন সমস্ত কাজ তাঁরাই সম্পন্ন করবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 8:06 AM IST