হোমিওপ্যাথি ওষুধে আরশোলার অঙ্গ, মদ! বিরাট পর্দাফাঁস করলেন লিভার বিশেষজ্ঞ
- Published by:Suman Majumder
Last Updated:
Homeopathy: একটি বহুল ব্যবহৃত হোমিওপ্যাথি ওষুধ নিয়ে প্রশ্ন উঠে গেল। মূলত বাচ্চাদের দেওয়া হয় এটি।
কলকাতা: হোমিওপ্যাথি ওষুধে রোগ সারে। অনেক জটিল রোগ সারে। এমন বিশ্বাস রয়েছে বহু মানুষের। অনেকেই দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি ওষুধে ভরসা রেখেছেন। কেউ কেউ জটিল রোগ থেকে মুক্তিও পেয়েছেন বলে দাবি করেন। তবে হোমিপ্যাথি বনাম অ্যালোপ্যাথির লড়াই বহুদিনের।
অ্যালোপ্যাথি চিকিৎসকরা দাবি করেন, হোমিওপ্যাথি আসলে মানুষকে বোকা বানানোর পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে রোগীর শরীরে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয় না বলেই দাবি করে এসেছেন বহু অ্যালোপ্যাথি চিকিৎসক। তবে এবার এক লিভার বিশেষজ্ঞ যা দাবি করলেন তাতে বড় বিতর্ক জন্ম নিল।
আরও পড়ুন- দেশের এই গ্রামের ঘরে-ঘরে যমজ সন্তান, শুনে অবাক হচ্ছেন? ঘটনা জানলে চোখ কপালে উঠবে
একটি বহুল ব্যবহৃত হোমিওপ্যাথি ওষুধ নিয়ে প্রশ্ন উঠে গেল। লিভার বিশেষজ্ঞ চিকিৎসক সিরিয়াক অ্যাবি ফিলিপস মূলত এই হোমিওপ্যাথি ওষুধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন। তিনি ব্যঙ্গ করতেও ছাড়লেন না। ফিলোকফ নামের একটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে যাবতীয় বিতর্ক।
advertisement
advertisement
শিশু কিশোরদের সর্দি কাশি হলে এই ওষুধ দেন হোমিওপ্যাথি চিকিৎসকরা। লিভার বিশেষজ্ঞ চিকিৎসক সিরিয়াক অ্যাবি ফিলিপস ওই ওষুধ তৈরিতে ব্যবহৃত উপাদান নিয়ে বড় পর্দাফাঁস করলেন। ওই ওষুধের উপকরণের একটি ছবি তুলে পোস্ট করে দিয়েছেন চিকিৎসক।
এসবিএল নামক এক সংস্থা ওই ওষুধের নির্মাতা। ওই ওষুধ তৈরির একটি উপাদান হল বি ওরিয়েন্টালিস। যা ব্লাটা ওরিয়েন্টালিস নামে পরিচিত। বলা হচ্ছে, এই উপাদান আসলে মরা আরশোলার অঙ্গ। তার সঙ্গে আদা ও মদ মিশিয়ে তৈরি করা হয় এই জনপ্রিয় হোমিওপ্যাথি ওষুধ!
advertisement
Ok, so Homeopaths prescribe this cough syrup very frequently for kids and adults alike, made by SBL.
— TheLiverDoc (@theliverdr) March 9, 2023
If you remember your biology classes well, you'll realize that this contains parts of dead cockroach (Blatta Orientalis)🪳 mixed with ginger and alcohol
Now Homeopaths would… https://t.co/xCtEBRgdh5 pic.twitter.com/2OyYtxHFbq
advertisement
আরও পড়ুন- হাসপাতালে ভর্তি না হলেও পাওয়া যাবে মেডিক্লেম-এর টাকা! ফোরাম-এর নির্দেশে হইচই
ওই চিকিৎসক যে ছবি শেয়ার করেছেন তার সঙ্গে ক্যাপশনে রীতিমতো ব্যঙ্গ করেছেন তিনি। ওই চিকিৎসকের এমন দাবি ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই হোমিওপ্যাথি চিকিৎসাকে ভাঁওতাবাজি বলে দাবি করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 2:43 PM IST