India: দেশের এই গ্রামের ঘরে-ঘরে যমজ সন্তান, শুনে অবাক হচ্ছেন? ঘটনা জানলে চোখ কপালে উঠবে
- Published by:Suman Biswas
Last Updated:
India: গ্রামের অবাক করা তথ্য হল, মাত্র দুই হাজার পরিবারের মধ্যে যমজের সংখ্যা ৪৫০ জোড়া!
advertisement
জেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে প্রায় বিচ্ছিন্ন এক গ্রাম কোদিনহি। গ্রামের তিন পাশেই জল। মাত্র একদিকে ভূমি, যেখান দিয়ে নিকটবর্তী তিরুরাঙ্গাদি শহরের সাথে গ্রামের মানুষের যোগাযোগ। এই গ্রামে সবমিলিয়ে দুই হাজারের কিছু বেশি পরিবারের বসবাস, জনসংখ্যার মোট হিসেবে ১১ হাজারের মতো, যাদের ৮৫ ভাগই মুসলিম সম্প্রদায়ভুক্ত।
advertisement
advertisement
অথচ আগে এই গ্রামে যমজ সন্তান জন্মের হার স্বাভাবিকই ছিল। এবং বর্তমানে এই গ্রামে যমজ সন্তান জন্মের হার আগের চেয়েও বেড়েছে। ভারতে জাতীয়ভাবে যমজ সন্তান জন্মের গড় হার প্রতি হাজারে মাত্র ৪ জন, সারা পৃথিবীতে যা প্রতি হাজারে ৬ জন। কিন্তু কোদিনহি গ্রামে প্রতি হাজারে প্রায় ৪৫ জন যমজ সন্তানের জন্ম হয়ে থাকে, যা বৈশ্বিক গড়ের আট গুণের কাছাকাছি।
advertisement
advertisement
advertisement