আধার কার্ড হারিয়ে ফেলেছেন ? জেনে নিন কীভাবে পাবেন নতুন কার্ড

Last Updated:

আধার চুরি বা হারিয়ে গেলে বড় বিপদ ৷ এরকম কোনও ঘটনা ঘটলে আর চিন্তা করবেন না ৷ এবার অত্যন্ত সহজেই নতুন করে আধার কার্ড বানিয়ে নেওয়া যাবে।

#নয়াদিল্লি: রান্নার গ্যাস, এলপিজি-র পর একের পর এক সরকারি ক্ষেত্রে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে আধার কার্ডকে ৷ প্যান কার্ড, আয়কর দাখিল, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল পরিষেবা, কেরোসিন ভতুর্কি থেকে পেনশন প্রতি ক্ষেত্রেই বাধ্যতামূলক আধার কার্ড ৷ ১২টি অনন্য নম্বরই হতে চলেছে আপনার একমাত্র পরিচয়পত্র ৷ আর আপনি হয়তো হারিয়ে বসেছেন সেটাই ৷ এবার কি?
এই মুহূর্তে প্রায় সমস্ত ক্ষেত্রেই আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য ৷ সব জায়গায় আধার কার্ড লাগে আজকাল ৷ ফলে বেশিরভাগ মানুষই সবসময় আধার সঙ্গে নিয়েই চলাফেরা করেন ৷ আর এর জেরে তা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও বেড়ে গিয়েছে ৷ তা আধার চুরি বা হারিয়ে গেলে বড় বিপদ ৷ এরকম কোনও ঘটনা ঘটলে আর চিন্তা করবেন না ৷ এবার অত্যন্ত সহজেই নতুন করে আধার কার্ড বানিয়ে নেওয়া যাবে। শুধু তাই নয় ৷ এর জন্য কোথাও ছোটাছুটি করতে হবে না বাড়ি বসেই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন ৷ এর জন্য লাগবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর ৷
advertisement
আধার নম্বর মনে না থাকলে UIDAI ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে সমস্ত তথ্য মোবাইলে পাঠানোর জন্য আবেদন জানাতে পারবেন ৷ www.uidai.gov.in সাইটে ক্লিক করে কীভাবে হারানো আধার কার্ড পেতে আবেদন জানাবেন।
advertisement
অনলাইনে ডুপ্লিকেট আধার কার্ড পাওয়ার জন্য সঠিক মোবাইল নম্বর ও ইমেল আইডি দিতে হবে ৷ যদি আধার এনরোলমেন্ট নম্বর মনে না থাকে তাহলে ইমেল আইডি ও ফোন নম্বর থাকা অত্যন্ত জরুরি ৷ কারণ সেখানেই ওটিপি পাঠানো হবে ৷
advertisement
ডুপ্লিকেট আধার কার্ডের জন্য www.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷ এখানে গিয়ে Retrieve UID অপশনে গিয়ে ক্লিক করুন ৷ এরপর অন্য একটি পেজ খুলে যাবে ৷
নতুন পেজে নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিতে হবে ৷ জানাতে হবে আপনি আধার এনরোলমেন্ট নম্বর চান নাকি আধার নম্বর চান ৷ এরপর ‘Send one time password' এ ক্লিক করুন ৷ আপনার মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে ৷ সাইটে ওটিপি নম্বর দিতে হবে ৷
advertisement
ওটিপি ভেরিফাই করার পর আপনার ইমেল বা মোবাইল নম্বরে আধার নম্বর পাঠিয়ে দেওয়া হবে ৷
এই নম্বর দিয়ে আপনার আধার কার্ডের ইকপি ডাউনলোড করে নিতে পারবেন ৷ ডাউনলোড অপশনে ক্লিক করতেই আরও একটি পেজ খুলে যাবে ৷ সেখানে নিজের নাম, ঠিকানা, আধার নম্বর দিতে হবে ৷ এরপর Get one time password এ ক্লিক করুন ৷ আপনার রেজিষ্ট্রার মোবাইল নম্বরেওটিপি চলে আসবে ৷ OTP দিতেই আপনার কম্পিউটারে আধার কার্ডের ইকপি ডাউনলোড হয়ে যাবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আধার কার্ড হারিয়ে ফেলেছেন ? জেনে নিন কীভাবে পাবেন নতুন কার্ড
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement