আধার কার্ড হারিয়ে ফেলেছেন ? জেনে নিন কীভাবে পাবেন নতুন কার্ড

Last Updated:

আধার চুরি বা হারিয়ে গেলে বড় বিপদ ৷ এরকম কোনও ঘটনা ঘটলে আর চিন্তা করবেন না ৷ এবার অত্যন্ত সহজেই নতুন করে আধার কার্ড বানিয়ে নেওয়া যাবে।

#নয়াদিল্লি: রান্নার গ্যাস, এলপিজি-র পর একের পর এক সরকারি ক্ষেত্রে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে আধার কার্ডকে ৷ প্যান কার্ড, আয়কর দাখিল, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল পরিষেবা, কেরোসিন ভতুর্কি থেকে পেনশন প্রতি ক্ষেত্রেই বাধ্যতামূলক আধার কার্ড ৷ ১২টি অনন্য নম্বরই হতে চলেছে আপনার একমাত্র পরিচয়পত্র ৷ আর আপনি হয়তো হারিয়ে বসেছেন সেটাই ৷ এবার কি?
এই মুহূর্তে প্রায় সমস্ত ক্ষেত্রেই আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য ৷ সব জায়গায় আধার কার্ড লাগে আজকাল ৷ ফলে বেশিরভাগ মানুষই সবসময় আধার সঙ্গে নিয়েই চলাফেরা করেন ৷ আর এর জেরে তা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও বেড়ে গিয়েছে ৷ তা আধার চুরি বা হারিয়ে গেলে বড় বিপদ ৷ এরকম কোনও ঘটনা ঘটলে আর চিন্তা করবেন না ৷ এবার অত্যন্ত সহজেই নতুন করে আধার কার্ড বানিয়ে নেওয়া যাবে। শুধু তাই নয় ৷ এর জন্য কোথাও ছোটাছুটি করতে হবে না বাড়ি বসেই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন ৷ এর জন্য লাগবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর ৷
advertisement
আধার নম্বর মনে না থাকলে UIDAI ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে সমস্ত তথ্য মোবাইলে পাঠানোর জন্য আবেদন জানাতে পারবেন ৷ www.uidai.gov.in সাইটে ক্লিক করে কীভাবে হারানো আধার কার্ড পেতে আবেদন জানাবেন।
advertisement
অনলাইনে ডুপ্লিকেট আধার কার্ড পাওয়ার জন্য সঠিক মোবাইল নম্বর ও ইমেল আইডি দিতে হবে ৷ যদি আধার এনরোলমেন্ট নম্বর মনে না থাকে তাহলে ইমেল আইডি ও ফোন নম্বর থাকা অত্যন্ত জরুরি ৷ কারণ সেখানেই ওটিপি পাঠানো হবে ৷
advertisement
ডুপ্লিকেট আধার কার্ডের জন্য www.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷ এখানে গিয়ে Retrieve UID অপশনে গিয়ে ক্লিক করুন ৷ এরপর অন্য একটি পেজ খুলে যাবে ৷
নতুন পেজে নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিতে হবে ৷ জানাতে হবে আপনি আধার এনরোলমেন্ট নম্বর চান নাকি আধার নম্বর চান ৷ এরপর ‘Send one time password' এ ক্লিক করুন ৷ আপনার মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে ৷ সাইটে ওটিপি নম্বর দিতে হবে ৷
advertisement
ওটিপি ভেরিফাই করার পর আপনার ইমেল বা মোবাইল নম্বরে আধার নম্বর পাঠিয়ে দেওয়া হবে ৷
এই নম্বর দিয়ে আপনার আধার কার্ডের ইকপি ডাউনলোড করে নিতে পারবেন ৷ ডাউনলোড অপশনে ক্লিক করতেই আরও একটি পেজ খুলে যাবে ৷ সেখানে নিজের নাম, ঠিকানা, আধার নম্বর দিতে হবে ৷ এরপর Get one time password এ ক্লিক করুন ৷ আপনার রেজিষ্ট্রার মোবাইল নম্বরেওটিপি চলে আসবে ৷ OTP দিতেই আপনার কম্পিউটারে আধার কার্ডের ইকপি ডাউনলোড হয়ে যাবে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আধার কার্ড হারিয়ে ফেলেছেন ? জেনে নিন কীভাবে পাবেন নতুন কার্ড
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement