Haryana Model Murder: শ্যুটিংয়ে বেরিয়ে নিখোঁজ, শেষ বার বোনকে ভিডিও কল করে বাঁচানোর আর্তি! হরিয়ানায় মডেলের নৃশংস পরিণতি

Last Updated:

একটি খালের মধ্যে থেকে শীতল নামে ওই মডেলের দেহ উদ্ধার করে পুলিশ৷ তাঁর হাত এবং বুকের ট্যাটু দেখেই শীতলকে শনাক্ত করে পুলিশ৷

শনিবার থেকে নিখোঁজ ছিলেন শীতল৷ ছবি- সমাজমাধ্যম থেকে
শনিবার থেকে নিখোঁজ ছিলেন শীতল৷ ছবি- সমাজমাধ্যম থেকে
হরিয়ানার সোনিপথে উদ্ধার হল এক তরুণী মডেলের গলাকাটা দেহ৷ জানা গিয়েছে, মৃত ওই মডেলের নাম শীতল৷ তিনি হরিয়ানার মিউজিক ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ছিলেন৷
পুলিশ জানিয়েছে, কী কারণে ২৪ বছর বয়সি ওই মডেলকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়৷ নৃশংস ভাবে হত্যার পর সোনিপথের একটি খালে ওই মডেলের দেহ ফেলে দেওয়া হয়৷ কে বা কারা এই খুনের সঙ্গে যুক্ত, তা তদন্ত করে দেখছে পুলিশ৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানার পানিপথে নিজের বোনের সঙ্গে থাকতেন শীতল৷ গত ১৪ জুন আহর গ্রামে একটি মিউজিক অ্যালবাম শ্যুটিংয়ের কাজে গিয়েছিলেন শীতল৷ কিন্তু তিনি বাড়ি না ফেরায় পুলিশে অভিযোগ জানান শীতলের বোন৷ তদন্তে নেমে খান্ডা গ্রামে একটি খালের মধ্যে থেকে শীতল নামে ওই মডেলের দেহ উদ্ধার করে পুলিশ৷ তাঁর হাত এবং বুকের ট্যাটু দেখেই শীতলকে শনাক্ত করে পুলিশ৷
advertisement
advertisement
শীতলের বোন নেহার চাঞ্চল্যকর অভিযোগ, গত শনিবার বাড়ি থেকে বেরনোর পর শীতল তাঁকে একটি ভিডিও কল করেছিলেন৷ তখনই ভয়ার্ত অবস্থায় শীতল জানান যে তাঁর বয়ফ্রেন্ড তাঁর উপরে শারীরিক নির্যাতন করছেন এবং তাঁকে জোর করে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছেন৷ এর পরই সেই ভিডিও কল বিচ্ছিন্ন হয়ে যায়৷ এর পরে আর দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেননি শীতলের বোন৷
advertisement
দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ পাশাপাশি শীতল শেষ বার কাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন, আদৌ তিনি শ্যুটিংয়ের কাজে গিয়েছিলেন কি না এবং মৃত্যুর আগে কাদের সঙ্গে ছিলেন, সে সব তথ্যই জানার চেষ্টা করছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Haryana Model Murder: শ্যুটিংয়ে বেরিয়ে নিখোঁজ, শেষ বার বোনকে ভিডিও কল করে বাঁচানোর আর্তি! হরিয়ানায় মডেলের নৃশংস পরিণতি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement