Haryana Assembly Polls: মুখ্যমন্ত্রী সাইনি’কে নিয়ে বড় চমক! হরিয়াণা বিধানসভা নির্বাচনে ৬৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
হরিয়াণা বিজেপির প্রাক্তন সভাপতি ওমপ্রকাশ ধনখড়, বর্তমানে যিনি দলের জাতীয় সম্পাদক, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বদলী থেকে৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়াণার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ঘনিষ্ঠ জগমোহন আনন্দকে দেওয়া হয়েছে খট্টরের আসন কার্নাল৷ খট্টর সরে যাওয়ার পরে এই কেন্দ্র থেকেই জিতে বিধায়ক হয়েছিলেন হরিয়াণার বর্তমান মুখ্যমন্ত্রী সাইনি৷
হরিয়াণা: হাতে আর মাত্র এক মাস৷ আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে হরিয়াণার বিধানসভা নির্বাচন৷ আজ, ৫ সেপ্টেম্বর থেকে শুরু মনোনয়ন জমা দেওয়ার কাজ৷ ১২ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়ন৷ ১৩ সেপ্টেম্বর স্ক্রুটিনি৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর৷ ৫ অক্টোবর ভোটের পরে গণনা ৮-এ৷
এরই মধ্যে ৯০ আসনের হরিয়াণা বিধানসভা ৬৭টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে পদ্ম শিবির৷ গত বুধবার প্রকাশিত এই তালিকায় বেশ কিছু উল্লেখযোগ্য বদল চোখে পড়েছে৷ যার মধ্যে প্রধান হল, হরিয়াণার বর্তমান মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির কেন্দ্র পরিবর্তন৷ চব্বিশের বিধানসভা নির্বাচনে লাডওয়া কেন্দ্র থেকে লড়বেন তিনি৷ পাশাপাশি, হরিয়াণা মন্ত্রিসভার ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অনিল বিজ লড়বেন অম্বালা ক্যানটনমেন্ট কেন্দ্র থেকে৷
advertisement
অম্বালা ক্যানটনমেন্টের মেয়র শক্তিরানি শর্মা তথা নব্বইয়ের দশকে মডেল জেসিকা লালের খুনের মামলায় সাজাপ্রাপ্ত মনু শর্মার মা’কে টিকিট দেওয়া হয়েছে কালকা কেন্দ্র থেকে৷ সম্প্রতি তিনি নিজের স্বামীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হরিয়াণা জনচেতনা পার্টি থেকে পদত্যাগ করে বিজেপি’তে যোগ দিয়েছিলেন৷
advertisement
আরও পড়ুন: সুরক্ষিত ট্রেন পরিচালনের জন্য রেলওয়ে কর্মীদের ভার্চুয়াল রিয়ালিটি ও মিক্সড রিয়ালিটি প্রশিক্ষণ, চালু মডিউল
এছাড়া, হরিয়াণা বিধানসভার স্পিকার জ্ঞানচাঁদ গুপ্তাকে পঞ্চকুলা থেকে, প্রাক্তন স্পিকার কনওয়াড় পাল গুর্জরকে জগধ্রি এবং তেজপাল তানওয়াড়কে সোহনা থেকে টিকিট দেওয়া হয়েছে৷
advertisement
হরিয়াণা বিজেপির প্রাক্তন সভাপতি ওমপ্রকাশ ধনখড়, বর্তমানে যিনি দলের জাতীয় সম্পাদক, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বদলী থেকে৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়াণার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ঘনিষ্ঠ জগমোহন আনন্দকে দেওয়া হয়েছে খট্টরের আসন কার্নাল৷ খট্টর সরে যাওয়ার পরে এই কেন্দ্র থেকেই জিতে বিধায়ক হয়েছিলেন হরিয়াণার বর্তমান মুখ্যমন্ত্রী সাইনি৷
BJP releases its first list of 67 candidates for the upcoming Haryana Assembly elections.
CM Nayab Singh Saini to contest from Ladwa, Gian Chand Gupta from Panchkula, Anil Vij from Ambala Cantt., Kanwar Pal Gurjar from Jagadhri, Sunita Duggal from Ratia, Bhavya Bishnoi from… pic.twitter.com/iBvdwdabLX
— ANI (@ANI) September 4, 2024
advertisement
চলতি বছরের মার্চ মাসে মনোহরলাল খট্টরকে সরিয়ে সাইনিকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে মে মাসে খট্টরের ছেড়ে দেওয়া কার্নাল আসনে উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন সাইনি। তার আগে ২০১৪ সালের বিধানসভা ভোটে অম্বালার নরসিংহগঢ় থেকে জিতেছিলেন তিনি।
আরও পড়ুন: আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা! ১৪ বছরের ছাত্রের হামলায় গুলিবিদ্ধ ৪ পড়ুয়া
বিজেপি সূত্রের খবর, এবারের তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন বিজেপির ৯ বর্তমান বিধায়ক৷ এমনকি, এর মধ্যে একজন মন্ত্রীও রয়েছেন৷
advertisement
বিজেপি ছাড়াও এর মধ্যে হরিয়াণা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৯ জনের তালিকা ঘোষণা করেছে জননায়ক জনতা পার্টি (জেজেপি)৷ আজাদ সমাজ পার্টির সঙ্গে জোট করেছে এই দল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
September 05, 2024 11:51 AM IST