Indian Railways: সুরক্ষিত ট্রেন পরিচালনের জন্য রেলওয়ে কর্মীদের ভার্চুয়াল রিয়ালিটি ও মিক্সড রিয়ালিটি প্রশিক্ষণ, চালু মডিউল
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এখনও পর্যন্ত মোট ২০২০ জন প্রশিক্ষার্থী তথা ৫১৬ জন স্টেশন ম্যানেজার, ৩৭২ জন ট্রেন ম্যানেজার, ৫৫৫ লোকো পাইলট, ৫৫০ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং পি. ওয়ের ২৭ জন জুনিয়র ইঞ্জিনিয়ার/সিনিয়র সেকশন ইঞ্জি্নিয়ারকে এই ভিআর ও এমআর মডিউলে সাফল্যের সাথে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
নয়াদিল্লি: সুরক্ষা সম্পর্কিত দিকগুলিতে রেলওয়ে কর্মীদের জ্ঞানবৃদ্ধির লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে মাল্টি-ডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইনস্টিটিউট (এমডিজেডটিআই), আলিপুরদুয়ারে এক উদ্ধাবনী ভার্চুয়াল রিয়ালিটি ও মিক্সড রিয়ালিটি (ভিআর অ্যান্ড এমআর) প্রশিক্ষণ মডিউল চালু করা হয়েছে। ট্রেন পরিচালনের ক্ষেত্রে জড়িত সমস্ত রানিং ও সেফটি স্টাফদের জন্য এই ডিজিটাল হাবটি ভারতীয় রেলওয়ে মডিউলের সফ্ট স্কিল ট্রেনিঙের জন্য তৈরি করা হয়েছে।
প্রশিক্ষার্থীরা হেডসেট ও জয়স্টিক ব্যবহারের সাথে সংশ্লিষ্ট কর্ম প্রকৃতির উপর এক বিস্তৃত টিউটোরিয়াল গাইডেন্সের সুবিধা লাভ করবেন। এর পূর্বে, দুটি পর্যায় অর্থাৎ থিওরিটিক্যাল ও প্র্যাক্টিক্যাল ক্ষেত্রে প্রশিক্ষণ চালু করা হয়েছিল, যেখানে ক্লাসরুম নির্দেশনাবলি ও প্র্যাক্টিক্যাল সেশন পরিচালনা করা হতো।
তবে, আধুনিক প্রযুক্তি এবং ভিআর ও এমআর ট্রেনিং মডিউল চালু করার ফলে রিয়াল টাইম অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে। এই উন্নত মডিউলটি রিয়াল টাইম পরিস্থিতিতে স্ট্যান্ডার্ড প্যারামিটারগুলিতে অ্যাক্সেস উন্নত করার ক্ষেত্রে সাহায্য করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা! ১৪ বছরের ছাত্রের হামলায় গুলিবিদ্ধ ৪ পড়ুয়া
এখনও পর্যন্ত মোট ২০২০ জন প্রশিক্ষার্থী তথা ৫১৬ জন স্টেশন ম্যানেজার, ৩৭২ জন ট্রেন ম্যানেজার, ৫৫৫ লোকো পাইলট, ৫৫০ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং পি. ওয়ের ২৭ জন জুনিয়র ইঞ্জিনিয়ার/সিনিয়র সেকশন ইঞ্জি্নিয়ারকে এই ভিআর ও এমআর মডিউলে সাফল্যের সাথে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
advertisement
উন্নত প্রশিক্ষণ অনুশীলনের জন্য ভার্চুয়াল রিয়ালিটি ও মিক্সড রিয়ালিটির ব্যবহার প্রশিক্ষার্থীদের নির্দিষ্ট সূচি সম্পর্কে জ্ঞান অর্জনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে। এই উদ্ভাবনীমূলক প্রশিক্ষণ পদ্ধতি চালু করার ফলে ফ্রন্টলাইন স্টাফদের কার্যকারিতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে সুরক্ষা ও পরিচালনামূলক উৎকৃষ্টতার উপরেও গুরুত্ব আরোপ করা হবে।দেশের ৮৬ হাজার চালককে থ্রি-ডি সিমুলেশন রুমে বসিয়ে ট্রেন চালানোর শিক্ষা দেওয়ার পরিকল্পনা ভারতীয় রেলের৷
advertisement
অধিকাংশ ট্রেনচালকই এতদিন অভিজ্ঞ কোনও চালকের পাশে থেকে ট্রেন চালানোর অভিজ্ঞতা অর্জন করতেন৷ এ বার তার আগে ‘ভার্চুয়াল রিয়্যালিটি’র মাধ্যমে বিষয়টা দেখে নেবেন তাঁরা৷সামনের স্ক্রিনে দ্রুত পিছন দিকে ছুটে চলেছে গাছপালা, বাড়িঘর৷ স্পিডোমিটারে চোখ রাখলেই নজরে আসবে ট্রেনের ক্রমশ বাড়তে থাকা গতি৷ হঠাত্ই লাল হয়ে গেল সামনের সিগন্যাল৷
আরও পড়ুন: এবার নেতাজির পথে আন্দোলনের ডাক শুভেন্দুর, কোন পদ্ধতি পরিবর্তনের পক্ষে সওয়াল বিরোধী দলনেতার?
তড়িঘড়ি ব্রেকে পা পড়তেই লাইনের সঙ্গে চাকার ঘর্ষণের তীব্র, তীক্ষ্ণ শব্দ প্রবল ভাবে দুলে উঠল চালকের কামরা৷ বাস্তব হলে যা যা হতে পারত, তার সবটাই হল এখানেও৷ দেশে ৬৬ হাজার কিলোমিটার রেলপথে প্রতিদিন ১২ হাজারেরও বেশি ডিজেল ও ইএমইউ ট্রেন চলে৷ ভারতীয় রেলে চালকের সংখ্যা ৮৬ হাজার৷
advertisement
চালকদের বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিতে সিমুলেশন, ডিজিটাল এবং থ্রি-ডি প্রযুক্তির যে কোনও বিকল্প হয় না, তা অনেক দিন আগেই বুঝেছে রেলবোর্ড৷ তাই প্রথম দফায় কয়েকটি রেলওয়ে জোনে এই পদ্ধতিতে প্রশিক্ষণ শুরুও হয়েছে৷ এ বার প্রতি রেলওয়ে জোনেই যাতে এমন পদ্ধতিতে ট্রেন চালানো শেখেন ভবিষ্যত্ চালকরা, তার জন্য উদ্যোগী হয়েছে রেল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
September 05, 2024 10:15 AM IST