মাত্র ১ টাকার পারিশ্রমিকে কুলভূষণ যাদবের মামলা লড়েছেন দেশের সব থেকে দামি আইনজীবী

Last Updated:

দেশের সব থেকে দামি উকিলের তালিকায় রয়েছেন

#নয়াদিল্লি: আন্তর্জাতিক আদালতে ভারতের বড় জয় ৷ কুলভূষণ মামলায় বহু প্রতীক্ষিত জয় পেয়েছে ভারত ৷ বুধবার আন্তর্জাতিক ন্যায় আদালতে ১৫.১ ভোট পেয়ে জয়ী হয়েছেন ৷ একই সঙ্গে পাকিস্তানকে নির্দেস দেওয়া হয়েছে কুলভূষণের মৃত্যুদণ্ডের রায়কে পুর্বিবেচনা করতে ৷ একই সঙ্গে ভারতের আইনি সাহায্য পাবেন কুলভূষণ ৷ ভারতের আইনজীবীকেও দেখা করতে দিতে হবে কুলভূষণের সঙ্গে ৷
২০১৭ সালে সন্ত্রাস ও গুপ্তচরবৃত্তির অভিযোগ পাকিস্তানের সেনা আদালত কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দিয়েছিল ৷ এরপরেই কড়া প্রতিক্রিয়া আসে ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক ন্যায় আদালতে আবেদন করা হয়েছে ৷ এই মামলার শেষ শুনানি হয়েছিল এই বছরেরই ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি ৷
তবে কুলভূষণ যাদবের হয়ে এই মামলা লড়েছিলেন হরিশ সাল্ভে ৷ সুপ্রিম কোর্টের সলিসিটার ছিলেন ৷ ২০১৫ সালে হিট অ্যান্ড রান কেসে সলমন খানের সাজা হওয়ার পরেই এই দুঁদে আইনজীবী জামিন দিয়েছিলেন ৷ এরপর থেকেই সোশ্যাল সাইটে ট্রেন্ড হয়েছিলেন তিনি ৷
advertisement
advertisement
২২ জুন ১৯৫৫ সালে মহারাষ্ট্রে জন্মেছিলেন ছেলেবেলা কেটেছিল নাগপুরে ৷ তাঁর দাদা বিখ্যাত ক্রিমিনাল লইয়ার ছিলেন ৷ বাবা এনকেপি সাল্ভে ভারতীয় ক্রিকেট বোর্ডের অধ্যক্ষ ছিলেন ৷ ১৯৭৬ সালে জনপ্রিয় অ্যাডভোকেট সোরাবজির কাছে প্র্যাকটিস শুরু করেছিলেন ৷
সাল্ভে পিয়ানো বাজাতে, গাড়ি চালাতে, বই পড়তে ভালবাসেন ৷ প্রযুক্তির সঙ্গেও বিশেষ তাঁর টান রয়েছে ৷ দেশের সব থেকে দামি উকিলের তালিকায় রয়েছেন ৷ এক একটি মামলায় সর্বাধিক কম ৪.৫ লক্ষ টাকা পারিশ্রমিক দাবি করেন প্রত্যেকে সেই জায়গায় সাল্ভে ৩০ লক্ষ টাকা রোজগার করেন ৷
advertisement
সুপ্রিম কোর্টে ভোডাফোন ট্যাক্স মামলা, রিলায়েন্স গ্যাস মামলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় পাবলিক প্রসিকিউটারে হয়ে মামলা লড়েছেন ৷
আজ তাঁরই মামলায় দক্ষতায় ফের বিদেশের মাঠে দেশের বড় জয় হয়েছে ৷ এই মামলা লড়তে মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মাত্র ১ টাকার পারিশ্রমিকে কুলভূষণ যাদবের মামলা লড়েছেন দেশের সব থেকে দামি আইনজীবী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement