হোম /খবর /দেশ /
এক পয়সার দুর্নীতিতেও জড়িত থাকলে ফাঁসিতে ঝোলান, কেন্দ্রকে চ্যালেঞ্জ কেজরির

Arvind Kejriwal: এক পয়সার দুর্নীতিতেও জড়িত থাকলে ফাঁসিতে ঝোলান, কেন্দ্রকে চ্যালেঞ্জ কেজরির

Arvind Kejriwal

Arvind Kejriwal

Arvind Kejriwal: মোদি সরকারের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে তাঁর মন্তব্য, যা করার আছে তাড়াতাড়ি করুন। কিন্তু দয়া করে তদন্তের নামে এই নিত্যদিনের নাটক বন্ধ করুন।

  • Share this:

লুধিয়ানা, পঞ্জাব: এক পয়সার দুর্নীতিতেও জড়িত থাকার অভিযোগ থাকলে নির্দ্বিধায় ফাঁসিতে ঝোলান। শুক্রবার পঞ্জাবের লুধিয়ানর এক সভায় নাম না করে এভাবেই কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে তাঁর মন্তব্য, যা করার আছে তাড়াতাড়ি করুন। কিন্তু দয়া করে তদন্তের নামে এই নিত্যদিনের নাটক বন্ধ করুন।

পঞ্জাবে আম আদমি পার্টি সরকারের পরিচালনায় ৮০টি আম আদমি ক্লিনিকের উদ্বোধন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। ওই উপলক্ষ্যে এক সভায় তিনি বলেন, “যেদিন আমাকে এক পয়সার দুর্নীতিতেও জড়িত থাকতে দেখবেন সেদিন প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে দিন। কিন্তু, শত চেষ্টা করেও মানুষের উন্নয়নের জন্য আমার কাজ আটকাতে পারবেন না।” এই নিয়ে পঞ্জাবে মোট ৫৮০টি আম আদমি ক্লিনিক তৈরি করা হল আপ সরকারের জমানায়।

আরও পড়ুন: চার্লসের অভিষেকে মাথায় কোহিনূরের মুকুট পরবেন না নতুন রানি! বিতর্কের জের?

কেন্দ্র ও রাজ্যের বিজেপি পরিচালিত সরকারকে কটাক্ষ করে কেজরিওয়াল-এর বত্তব্য, “আম আদমি পার্টির সরকার পাঞ্জাবের মতো সীমান্তবর্তী রাজ্য সামলাচ্ছে। কিন্তু, ওরা মণিপুরকেও নিয়ন্ত্রণ করতে পারছে না।’’ জঙ্গি কার্যকলাপের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতারও হওয়া অমৃতপাল সিংয়ের বিষয়টি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলানোর জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশকে অভিনন্দন জানান কেজরিওয়াল।”

আম আদমি পার্টি পরিচালিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাজের ভূয়সী প্রশংসা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যে শিল্পক্ষেত্রে ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ এনেছেন ভগবন্ত মান। আপ সুপ্রিমোর বক্তব্য, “পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ এনেছেন। এর জন্য তাঁকে অভিনন্দন জানাই।”

Published by:Swaksharsen Gupta
First published:

Tags: AAP, Arvind Kejriwal, BJP, PM Modi