Pune GBT scare: পঙ্গু হয়ে যায় মানুষ, পুণেতে হঠাৎ বিরল স্নায়ুরোগে আক্রান্ত পর পর ৫৯ জন! তদন্তের নির্দেশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আক্রান্তদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ২১ জন মহিলা৷ তাঁদের মধ্যে ১২ জনকে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়েছে৷
পুণে: একজন, দু জন নয়৷ অল্প সময়ের ব্যবধানে বিরল স্নানুরোগে আক্রান্ত হলেন পুণের ৫৯ জন বাসিন্দা৷ তাঁদের মধ্যে আবার ১২ জনকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে৷
জটিল এই স্নায়ুরোগের নাম সিন্ড্রোম বা জিবিএস৷ বিরল এই রোগে আক্রান্ত হলে হাঁটাচলা তো বটেই, এমন কি খাওয়া দাওয়ার ক্ষমতা হারাতে পারেন মানুষ৷ ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আচমকা পুণের এতজন বাসিন্দা কেন পর পর এই বিরল এবং জটিল স্নায়ুরোগে আক্রান্ত হচ্ছেন, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর৷
advertisement
advertisement
রাজ্যের স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায়, ‘বুধবার জিবিএস রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯৷ আক্রান্তদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ২১ জন মহিলা৷ তাঁদের মধ্যে ১২ জনকে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়েছে৷’
ওই আধিকারিক আরও জানিয়েছেন, মূলত শিশু এবং কম বয়সিরাই এই রোগে আক্রান্ত হন৷ তবে এই রোগ মহামারি বা অতিমারিতে পরিণত হওয়ার আশঙ্কা নেই৷ যথাযথ চিকিৎসায় জিবিএস-এ আক্রান্ত অধিকাংশ রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন৷ চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত ব্যাক্টেরিয়া অথবা ভাইরাল ইনফেকশন থেকেই জিবিএস-এ আক্রান্ত হন মানুষ৷ এই রোগে আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে৷
advertisement
জিবিএস এমন একটি বিরল স্নায়ু রোগ, যাতে আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা স্নায়ুগুলিকে আক্রমণ করে৷ যার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে, অবশ হতে শুরু করে হাত-পা, যা শেষ পর্যন্ত মানুষকে পঙ্গুত্বের দিকেই ঠেলে দেয়৷ জিবিএস শুধু একটি বিরল রোগ নয়, এই রোগে আক্রান্ত হওয়ার প্রকৃত কারণও এখনও অজানা৷ এই রোগে আক্রান্ত হলে সাধারণত মানুষের পায়ের পাতা থেকে সমস্যা শুরু হয়৷ ধীরে ধীরে যা শরীরের উপর দিকে উঠে পা, হাত, মুখ এবং নিশ্বাস প্রশ্বাস নেওয়ার সহায়ক মাংসপেশীগুলিকে অকেজো করতে শুরু করে৷ যার ফলে সিঁড়ি দিয়ে ওঠানামা তো বটেই, এমন কি হাঁটাচলা করতে গিয়েও সমস্যার সম্মুখীন হতে হয়৷
advertisement
এই সমস্যাগুলির পাশাপাশি এই রোগে আক্রান্ত হলে দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, খাবার গিলতে সমস্যা, কথা বলা, খাবার চিবনোয় সমস্যা দেখা দিতে পারে৷ রাতের দিকে হাতে, পায়ে কাঁটায় বিদ্ধ হওয়ার মতো তীব্র যন্ত্রণাও অনুভূত হয়৷ অস্বাভাবিক হ্রদস্পন্দন অথবা রক্তচাপ, হজমে সমস্যাও দেখা দেয়৷ এই রোগের এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও চিকিৎসা নেই৷ নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট-এর ফল দেখে চিকিৎসক নির্ণয় করেন কেউ জিবিএস-এ আক্রান্ত কি না৷ এই রোগের চিকিৎসাও মূলত থেরাপি নির্ভর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2025 2:43 AM IST