Partha Chatterjee: শারীরিক অবস্থা আশঙ্কাজনক! তড়িঘড়ি কার্ডিওলজি ICCU-এ স্থানান্তর, হৃদযন্ত্রে সমস্যা পার্থর
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তড়িঘড়ি কার্ডিওলজি ICCU-এ স্থানান্তর করা হল তাঁকে।
কলকাতাঃ পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তড়িঘড়ি কার্ডিওলজি ICCU-এ স্থানান্তর করা হল তাঁকে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ২০ জানুয়ারি পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এসএসকেএম হাসপাতালের ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মেডিক্যাল বোর্ডের বৈঠকে পার্থর স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়। প্রাক্তন মন্ত্রীর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই বেশি। পটাশিয়াম এবং সোডিয়ামের মাত্রা ওঠানামা করছে, হিমোগ্লোবিনের পরিমাণ কম রয়েছে। পাশাপাশি, দুপুর থেকেই বুকে যন্ত্রণা হচ্ছিল। এরপর ইসিজি করা হয়, রিপোর্ট দেখে বিকালের পরে তাঁকে কার্ডিওলজি আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়।
advertisement
আরও পড়ুনঃ শুধু কুম্ভমেলা নয়, একই খরচে ৫ দিনের যাত্রায় ঘুরে আসতে পারেন এই সব তীর্থস্থান, রইল বিস্তারিত
হাসপাতালের জরুরি বিভাগের অবজার্ভেশন ওয়ার্ডে ৪৮ ঘণ্টার বেশি ভর্তি ছিলেন পার্থ। সেখানে আজ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। দেখা যায়, হৃদযন্ত্রে জটিলতা রয়েছে। সেই জটিলতা আরও বেড়েছে। তারপরেই কার্জিওলজির ICCU-তে স্থানান্তরিত করে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপাতত পার্থর শারীরিক অবস্থা স্থিতিশীল।
advertisement
advertisement
জানা গিয়েছে, সম্প্রতি জেলে প্য়ানিক অ্য়াটাক হয় পার্থর। পার্থকে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞরা পরীক্ষা করেন। তারপরেও বুকে ব্য়থা না কমায় জেল কর্তৃপক্ষের তরফে তাঁর চিকিৎসার জন্য় SSKM-এ চিঠি দিয়ে মেডিক্য়াল টিম গঠন করার কথা বলা হয়। এরপর হাসপাতালে ভর্তি হন পার্থ। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হন পার্থ। সেই থেকে একটানা জেলবন্দি। এরপর ইডির মামলায় ২০ জানুয়ারি জামিন পান তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2025 10:42 PM IST








