Maha Kumbh 2025: শুধু কুম্ভমেলা নয়, একই খরচে ৫ দিনের যাত্রায় ঘুরে আসতে পারেন এই সব তীর্থস্থান, রইল বিস্তারিত

Last Updated:
Maha Kumbh 2025: কলকাতা থেকে কুম্ভ মেলার দূরত্ব সড়কপথে প্রায় ৮০০ কিমির কাছাকাছি এবং রেল পথে যেতে সময় লাগে প্রায় ১৩ ঘণ্টাও কাছাকাছি। এত দূরত্বে গিয়ে কেবল একটিমাত্র জায়গা পরিদর্শন না করে পাশাপাশি করে নিন আরও দুটি তীর্থ।
1/6
*গোটা ভারতবাসীর মনে এখন একটাই ইচ্ছে। প্রয়াগরাজের কুম্ভ মেলায় গিয়ে পূণ্য স্নান করার। রেলপথ হোক কিংবা সড়কপথ প্রয়াগরাজের কুম্ভমেলায় যাওয়ার পরিকল্পনা থাকলে ঘুরে আসতে পারেন এই সমস্ত জায়গাগুলিও। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।
*গোটা ভারতবাসীর মনে এখন একটাই ইচ্ছে। প্রয়াগরাজের কুম্ভ মেলায় গিয়ে পূণ্য স্নান করার। রেলপথ হোক কিংবা সড়কপথ প্রয়াগরাজের কুম্ভমেলায় যাওয়ার পরিকল্পনা থাকলে ঘুরে আসতে পারেন এই সমস্ত জায়গাগুলিও। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।
advertisement
2/6
*কলকাতা থেকে কুম্ভমেলার দূরত্ব সড়কপথে প্রায় ৮০০ কিমির কাছাকাছি এবং রেল পথে যেতে সময় লাগে প্রায় ১৩ ঘণ্টাও কাছাকাছি। এত দূরত্বে গিয়ে কেবল একটিমাত্র জায়গা পরিদর্শন না করে পাশাপাশি করে নিন আরও দুটি তীর্থ।
*কলকাতা থেকে কুম্ভমেলার দূরত্ব সড়কপথে প্রায় ৮০০ কিমির কাছাকাছি এবং রেল পথে যেতে সময় লাগে প্রায় ১৩ ঘণ্টাও কাছাকাছি। এত দূরত্বে গিয়ে কেবল একটিমাত্র জায়গা পরিদর্শন না করে পাশাপাশি করে নিন আরও দুটি তীর্থ।
advertisement
3/6
*প্রয়াগরাজে গঙ্গাস্নান করে চলে আসুন অযোধ্যা ধামের রাম মন্দির দর্শন করতে। রেলপথে দূরত্ব চার ঘণ্টার কাছাকাছি এবং সড়কপথে রাম মন্দিরে দূরত্ব ১৬৫ কিমির কাছাকাছি।
*প্রয়াগরাজে গঙ্গাস্নান করে চলে আসুন অযোধ্যা ধামের রাম মন্দির দর্শন করতে। রেলপথে দূরত্ব চার ঘণ্টার কাছাকাছি এবং সড়কপথে রাম মন্দিরে দূরত্ব ১৬৫ কিমির কাছাকাছি।
advertisement
4/6
*রাম মন্দির দর্শন হয়ে গেলে সোজা চলে আসুন কাশী বিশ্বনাথ ধাম বেনারসে। সড়কপথে দূরত্ব ২২০ কিলোমিটারের কাছাকাছি এবং রেলপথে এই দূরত্ব পাঁচ ঘণ্টার কাছাকাছি।
*রাম মন্দির দর্শন হয়ে গেলে সোজা চলে আসুন কাশী বিশ্বনাথ ধাম বেনারসে। সড়কপথে দূরত্ব ২২০ কিলোমিটারের কাছাকাছি এবং রেলপথে এই দূরত্ব পাঁচ ঘণ্টার কাছাকাছি।
advertisement
5/6
*রাম মন্দির এবং কুম্ভ মেলা দুইস্থানেই পূণ্যার্থীদের ভিড় থাকবে তুলনামূলক বেশি। সেই কারণেই ভোরবেলা কুম্ভ মেলায় পূণ্য স্নান করে সোজা বেরিয়ে পড়ুন রাম মন্দিরের উদ্দেশ্যে।
*রাম মন্দির এবং কুম্ভ মেলা দুইস্থানেই পূণ্যার্থীদের ভিড় থাকবে তুলনামূলক বেশি। সেই কারণেই ভোরবেলা কুম্ভ মেলায় পূণ্য স্নান করে সোজা বেরিয়ে পড়ুন রাম মন্দিরের উদ্দেশ্যে।
advertisement
6/6
*রাম মন্দির দর্শন হয়ে গেলে সেখান থেকে ওই দিনই চলে আসুন বেনারসে কাশী বিশ্বনাথ ধামে। সেখানে তুলনামূলক তীর্থযাত্রীদের ভিড় কম হবে এবং পাবেন রাত্রিবাসের সুবিধাও।
*রাম মন্দির দর্শন হয়ে গেলে সেখান থেকে ওই দিনই চলে আসুন বেনারসে কাশী বিশ্বনাথ ধামে। সেখানে তুলনামূলক তীর্থযাত্রীদের ভিড় কম হবে এবং পাবেন রাত্রিবাসের সুবিধাও।
advertisement
advertisement
advertisement