Coromandel express accident: তড়িদাহত হয়েও মৃত্যু বহু যাত্রীর, জিআরপি FIR-এ সরাসরি আঙুল রেলের গাফিলতির দিকে

Last Updated:
ভয়াবহ দুর্ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য৷ ছবি- পিটিআই
ভয়াবহ দুর্ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য৷ ছবি- পিটিআই
বালাসোর: একদিকে মালগাড়ি, মাঝখানে করমণ্ডল এক্সপ্রেস, সঙ্গে আবার উল্টো দিক থেকে আসা বেঙ্গালুরু- হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস। তিনটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের অভিঘাতেই ২৮৮ জনের মৃত্যু হয়েছে৷
অন্তত এমনটাই জানা গিয়েছিল এতদিন পর্যন্ত৷ কিন্তু বুধবার সামনে আসা এক সরকারি নথিই বলছে, শুধুমাত্র ভয়াবহ সংঘর্ষের অভিঘাতে পাওয়া আঘাত নয়, করমণ্ডল এবং যশবন্তপুর এক্সপ্রেসের বহু যাত্রীই তড়িদাহত হয়ে প্রাণ হারিয়েছেন৷ এই তথ্যই প্রমাণ করছে, কতটা নিষ্ঠুর ভাবে প্রাণ হারিয়েছেন দুই এক্সপ্রেস ট্রেনের অসংখ্য যাত্রী৷
advertisement
advertisement
ভয়াবহ এই দুর্ঘটনার পরই বালাসোর জিআরপি-র এসআই পুপু নায়েক একটি অভিযোগ পত্র দায়ের করেন৷ সেখানে তিনি উল্লেখ করেছেন, দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মীদের নিয়ে বাহানাগা বাজার স্টেশনে পৌঁছন তিনি৷ সেখানেই তিনি দেখেন, কী ভয়াবহ অবস্থায় ছড়িয়ে ছিঁটিয়ে রয়েছে দুটি যাত্রীবাহী ট্রেন এবং মালগাড়ির একের পর এক কামরা৷
ওই অভিযোগপত্রেই জিআরপি-র এসআই পুপু নায়েক দাবি করেছেন, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন দুমড়ে মুচড়ে যাওয়া এবং লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়া বগিগুলির মধ্যে আটকে থেকে অসংখ্য কয়েকশো মানুষ আহত এবং মৃত অবস্থায় পড়েছিলেন৷ ওই এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে দাঁড়িয়ে থাকা মালগাড়ির উপরে উঠে গিয়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস৷ আর তার জেরেই ছিঁড়ে পড়ে বিদ্যুৎবাহী ওভারহেড তার৷ সেই বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসেও বহু যাত্রী প্রাণ হারান বলে অভিযোগপত্রে দাবি করেছেন রেল পুলিশের ওই আধিকারিক৷
advertisement
একই সঙ্গে, এই বিপর্যয় এবং তার জেরে কয়েকশো মানুষের আঘাত ও প্রাণহানির জন্য রেলের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন ওই জিআরপি অফিসার৷ তবে নির্দিষ্ট ভাবে কারা এই দুর্ঘটনার জন্য দায়ী, তা তদন্তেই উঠে আসবে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে৷
পিটিআই-এর একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছে, ওড়িশার এই ট্রেন দুর্ঘটনায় তড়িদাহত হয়ে অন্তত চল্লিশ জন যাত্রীর মৃত্যু হয়েছে৷
advertisement
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তের শুরু থেকেই মানুষের হাত দিয়ে হওয়া কোনও ভুলের দিকে ইঙ্গিত করা হচ্ছে৷ কারণ যেভাবে রেল লাইন বদলের পয়েন্টে ভুল থাকার জন্য মেন লাইন ছেড়ে করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়ে, তা কোনও মানুষের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল ছাড়া সম্ভব নয় বলেই প্রাথমিক ভাবে মনে করছে রেল মন্ত্রক৷ রেল মন্ত্রীর কথাতেও সেই ইঙ্গিত মিলেছে৷ মূলত সেই কারণেই রেলওয়ে সেফটি কমিশনার ছাড়াও এই দুর্ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে বাহানগর বাজার স্টেশনে পৌঁছে তদন্তও শুরু করে দিয়েছে সিবিআই৷
advertisement
বালাসোর জিআরপি-র এসআই পুপু নায়েকের দায়ের করা অভিযোগেও সেই রেল কর্মীদের গাফিলতির দিকেই ইঙ্গিত করা হয়েছে৷ পাশাপাশি, তড়িদাহত হয়েও যে বেশ কিছু মানুষের ওই দিন মৃত্যু হয়, সেই তথ্যও সামনে এল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel express accident: তড়িদাহত হয়েও মৃত্যু বহু যাত্রীর, জিআরপি FIR-এ সরাসরি আঙুল রেলের গাফিলতির দিকে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement