Coromandel express: যাত্রাপথে ফের বিপত্তি, ৬ শ্রমিকের মৃত্যু! বাহনাগা পৌঁছনোর আগেই থমকে গেল করমণ্ডল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
গত শুক্রবার ওড়িশার বাহনাগা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার পর আজ ফের শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল করমণ্ডল এক্সপ্রেস৷ দুপুরে নির্দিষ্ট সময়েই ছাড়ে ট্রেনটি৷
খড়্গপুর: সেই ওড়িশায় আবারও মর্মান্তিক রেল দুর্ঘটনা৷ এবার মালগাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হল ছ’জন শ্রমিকের৷ যার জেরে ফের একবার মাঝপথেই দীর্ঘক্ষণ আটকে থাকল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস৷
জানা গিয়েছে, এ দিন দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর কেওনঝড় রোড স্টেশনের কাছে৷ দুপুর বেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হতে দাঁড়িয়ে থাকা মালগাড়ির নীচে আশ্রয় নেন কয়েকজন শ্রমিক৷ কিন্তু প্রবল ঝড়ে আচমকাই মালগাড়িটি গড়িয়ে যেতে শুরু করে৷ তখনই তাঁর চাকার নীচে পিষ্ট হন ওই শ্রমিকরা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের৷ আহত হন ২ জন৷
advertisement
advertisement
এ দিকে গত শুক্রবার ওড়িশার বাহনাগা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার পর আজ ফের শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল করমণ্ডল এক্সপ্রেস৷ দুপুরে নির্দিষ্ট সময়েই ছাড়ে ট্রেনটি৷ কিন্তু জাজপুরে এই দুর্ঘটনার জেরে খড়্গপুর স্টেশনে দীর্ঘক্ষণ আটকে থাকে ট্রেনটি৷ নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ পরে খড়্গপুর থেকে রওনা হয় করমণ্ডল এক্সপ্রেস৷ ঘটনার জেরে প্রায় ৫০ মিনিট দেরিতে চলছে আপ করমণ্ডল এক্সপ্রেস৷
advertisement
গত শুক্রবার যে বাহানাগা স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল, সেখান দিয়েই আজ ট্রেনটির যাওয়ার কথা ছিল৷ দুর্ঘটনা স্থলের চারপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল আরপিএফ৷ কারণ দুর্ঘটনাস্থল দিয়ে ফের করমণ্ডলের যাত্রা ঘিরে আলাদা কৌতূহল ছিলই৷ যদিও জাজপুরে দুর্ঘটনার জেরে নির্দিষ্ট সময়ের অনেক পরেও বাহনাগায় পৌঁছতে পারেনি করমণ্ডল এক্সপ্রেস৷
advertisement
এ দিকে এ দিন হাওড়া থেকে ধানবাদগামী কোল্ড ফিল্ড এক্সপ্রেসেও এ দিন বিপত্তি দেখা দেয়৷ লিলুয়া স্টেশনের আগে বামনগাছিতে ইস্ট কোস্ট এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ছিঁড়ে যায়৷ ফলে দীর্ঘক্ষণ আটকে থাকে ট্রেনটি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2023 6:39 PM IST