Coromandel express: যাত্রাপথে ফের বিপত্তি, ৬ শ্রমিকের মৃত্যু! বাহনাগা পৌঁছনোর আগেই থমকে গেল করমণ্ডল

Last Updated:

গত শুক্রবার ওড়িশার বাহনাগা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার পর আজ ফের শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল করমণ্ডল এক্সপ্রেস৷ দুপুরে নির্দিষ্ট সময়েই ছাড়ে ট্রেনটি৷

করমণ্ডলের যাত্রাপথে ফের বিপত্তি৷
করমণ্ডলের যাত্রাপথে ফের বিপত্তি৷
খড়্গপুর: সেই ওড়িশায় আবারও মর্মান্তিক রেল দুর্ঘটনা৷ এবার মালগাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হল ছ’জন শ্রমিকের৷ যার জেরে ফের একবার মাঝপথেই দীর্ঘক্ষণ আটকে থাকল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস৷
জানা গিয়েছে, এ দিন দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর কেওনঝড় রোড স্টেশনের কাছে৷ দুপুর বেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হতে দাঁড়িয়ে থাকা মালগাড়ির নীচে আশ্রয় নেন কয়েকজন শ্রমিক৷ কিন্তু প্রবল ঝড়ে আচমকাই মালগাড়িটি গড়িয়ে যেতে শুরু করে৷ তখনই তাঁর চাকার নীচে পিষ্ট হন ওই শ্রমিকরা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের৷ আহত হন ২ জন৷
advertisement
advertisement
এ দিকে গত শুক্রবার ওড়িশার বাহনাগা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার পর আজ ফের শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল করমণ্ডল এক্সপ্রেস৷ দুপুরে নির্দিষ্ট সময়েই ছাড়ে ট্রেনটি৷ কিন্তু জাজপুরে এই দুর্ঘটনার জেরে খড়্গপুর স্টেশনে দীর্ঘক্ষণ আটকে থাকে ট্রেনটি৷ নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ পরে খড়্গপুর থেকে রওনা হয় করমণ্ডল এক্সপ্রেস৷ ঘটনার জেরে প্রায় ৫০ মিনিট দেরিতে চলছে আপ করমণ্ডল এক্সপ্রেস৷
advertisement
গত শুক্রবার যে বাহানাগা স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল, সেখান দিয়েই আজ ট্রেনটির যাওয়ার কথা ছিল৷ দুর্ঘটনা স্থলের চারপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল আরপিএফ৷ কারণ দুর্ঘটনাস্থল দিয়ে ফের করমণ্ডলের যাত্রা ঘিরে আলাদা কৌতূহল ছিলই৷ যদিও জাজপুরে দুর্ঘটনার জেরে নির্দিষ্ট সময়ের অনেক পরেও বাহনাগায় পৌঁছতে পারেনি করমণ্ডল এক্সপ্রেস৷
advertisement
এ দিকে এ দিন হাওড়া থেকে ধানবাদগামী কোল্ড ফিল্ড এক্সপ্রেসেও এ দিন বিপত্তি দেখা দেয়৷ লিলুয়া স্টেশনের আগে বামনগাছিতে ইস্ট কোস্ট এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ছিঁড়ে যায়৷ ফলে দীর্ঘক্ষণ আটকে থাকে ট্রেনটি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel express: যাত্রাপথে ফের বিপত্তি, ৬ শ্রমিকের মৃত্যু! বাহনাগা পৌঁছনোর আগেই থমকে গেল করমণ্ডল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement