Yogi Adityanath: গোরক্ষপুরে আমাকে প্রার্থী করায় প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ, বললেন যোগী আদিত্যনাথ

Last Updated:

Yogi Adityanath: চূড়ান্ত ঘোষণার আগে বারবার বিভিন্ন মহল থেকে উঠে আসত বিভিন্ন প্রশ্ন। কোথায় দাঁড়াবেন যোগী আদিত্যনাথ। এক বার উঠে আসে মথুরার নাম, এক বার অযোধ্যার নাম, যদিও শেষ পর্যন্ত গোরক্ষপুরেই প্রার্থী হন যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
#নয়াদিল্লি: গোরক্ষপুরে প্রার্থী হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করছেন তিনি। Network18-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বললেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমাকে গোরক্ষপুর থেকে লড়াই করার সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি তিনি বলেন, ভারতের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে, তাদের সঙ্গে আমার বা বিজেপির বন্ধুত্ব আছে, আর যাদের ভারতের সঙ্গে বিরোধিতা আছে, আমার তার সঙ্গে বিরোধিতা আছে।
চূড়ান্ত ঘোষণার আগে বারবার বিভিন্ন মহল থেকে উঠে আসত বিভিন্ন প্রশ্ন। কোথায় দাঁড়াবেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এক বার উঠে আসে মথুরার নাম, এক বার অযোধ্যার নাম, যদিও শেষ পর্যন্ত গোরক্ষপুরেই প্রার্থী হন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি গোরক্ষপুরে অপরিচিত নই। বিজেপি একটি গণতান্ত্রিক দল। বিজেপি দল হিসাবে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমাকে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করার জন্য ধন্যবাদ জানাই।"
advertisement
advertisement
পাশাপাশি, ভোটের ফলাফল, ওপিনিয়ন পোলের ফলাফল নিয়ে প্রশ্ন উঠলে যোগী আদিত্যনাথ বলেন, "উত্তরপ্রদেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা প্রদর্শন করেছেন। আমি আত্মবিশ্বাসী যে বিজেপি এ বারের নির্বাচনের ৩০০-এর বেশি আসনে জয় পাবে। ডবল ইঞ্জিনের সরকার এ বারও জয় পাবে, কারণ, সরকার উত্তরপ্রদেশের মানুষ, মহিলা, শিশু, সকলেই এই সরকারের দ্বারা লাভবান হয়েছেন। বিজেপির ডবল ইঞ্জিন সরকার এ বারও ৩০০-এর বেশি আসন পাবে। কোনও সন্দেহ নেই। বিজেপি ৮০ শতাংশ আসন পাবে, বাকিরা ২০ শতাংশ পাবে।"
advertisement
শুক্রবারই নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেন যোগী আদিত্যনাথ। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি ট্যুইট করে লেখেন, 'আপনাদের সকলকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে বিজেপি বিপুল জন বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষের আশীর্বাদে বিজেপি বিপুল আসন নিয়ে জিতবে।'
বাংলা খবর/ খবর/দেশ/
Yogi Adityanath: গোরক্ষপুরে আমাকে প্রার্থী করায় প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ, বললেন যোগী আদিত্যনাথ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement