Rahul Gandhi in Lok Sabha: "একটা ধনীদের ভারত, একটা গরীবদের" লোকসভায় বিজেপিকে আক্রমণ করে তোপের মুখে রাহুল গান্ধি
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi attacks BJP: রাহুল বলেন, “দু’টি ভারতবর্ষ রয়েছে - একটি ধনীদের জন্য, একটি দরিদ্রদের জন্য এবং দুইয়ের মধ্যে ব্যবধান ক্রমেই প্রশস্ত হচ্ছে।”
#নয়াদিল্লি: এ দেশের মধ্যেই রয়েছে দু’টি ভারতবর্ষ! একটি ধনীদের ভারত, আরেকটি গরীবদের। বুধবার কেন্দ্রের সরকারকে এভাবেই আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাহুল গান্ধির (Congress leader Rahul Gandhi) অভিযোগ, দু’টি ভারত, একটি ধনীদের জন্য এবং একটি গরীবের জন্য, তৈরি হয়েছে এবং তাদের মধ্যে ব্যবধান ক্রমেই প্রসারিত হচ্ছে। রাষ্ট্রপতির ভাষণের পরে বিতর্কের সময় লোকসভায় (Rahul Gandhi in Lok Sabha) বিরোধী পক্ষ থেকে প্রথমে বক্তব্য রাখেন রাহুল (Rahul Gandhi)। তিনি জানান, সংসদের যৌথ অধিবেশনে (Rahul Gandhi in Lok Sabha) ভাষণটি দেশের মূল চ্যালেঞ্জগুলিকে স্পর্শও করেনি এবং কৌশলগত দূরদর্শিতার পরিবর্তে এখানে প্রাধান্য পেয়েছে ‘আমলাতান্ত্রিক ধারণা’।
রাষ্ট্রপতির ভাষণে বেকারত্বের কোনও উল্লেখ করা হয়নি বলেই দাবি করেছেন কংগ্রেস নেতা (Rahul Gandhi in Lok Sabha)। রাহুল বলেন, “দু’টি ভারতবর্ষ রয়েছে - একটি ধনীদের জন্য, একটি দরিদ্রদের জন্য - এবং দুইয়ের মধ্যে ব্যবধান ক্রমেই প্রশস্ত হচ্ছে।” এই দুই ভারত গড়ে ওঠার পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দায়ী করেছেন তিনি। ক্ষমতাসীন সরকারের তৈরি করা দু’টি ভারতকে একত্রিত করার জন্য কাজ শুরু করার আহ্বানও জানিয়েছেন রাহুল।
advertisement
advertisement
রাহুল গান্ধির দাবি, ভারতের ৪০ শতাংশ সম্পদ বাছাই করা কয়েকজনের কাছে চলে গেছে। বর্তমানে, ৮৪ শতাংশ ভারতীয়ের উপার্জন কমে গেছে। দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে জনগণকে, জানান রাহুল গান্ধি।
‘মেক ইন ইন্ডিয়া’ ঘটতেই পারে না কারণ এ দেশে অসংগঠিত ক্ষেত্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, অভিযোগ করেন রাহুল গান্ধি।
advertisement
বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং পেগাসাস স্পাইওয়্যারকে “রাজ্যগুলির কণ্ঠস্বর ধ্বংস করার যন্ত্র” হিসাবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, এমন অভিযোগও করেছেন রাহুল। এমন সব মন্তব্যের জন্য বিজেপির তীব্র সমালোচনার মুখে পড়েন রাহুল গান্ধি। বিজেপির কটাক্ষ, ‘বিভ্রান্ত, বুদ্ধিহীন নেতা’ রাহুল। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেন, “রাহুল গান্ধি একজন বিভ্রান্ত, বিবেকহীন নেতা। তিনি বলেন, ভারত নাকি কোনও দেশ নয়। তিনি বলেন, চিনের দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার। আপনি কি এখানে চিনকে সমর্থন করতে এসেছেন? তিব্বত সমস্যা শুধুমাত্র কংগ্রেসের কারণেই তো ঘটেছে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 10:11 PM IST