পালানিসামিকে আজই মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে ডাকতে পারেন রাজ্যপাল

Last Updated:

বেশ কয়েকদিন ধরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে শশীকলা ও পনীরসেলভমের মধ্যে চলছিল দড়ি টানাটানি ৷

#চেন্নাই: বেশ কয়েকদিন ধরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে শশীকলা ও পনীরসেলভমের মধ্যে চলছিল দড়ি টানাটানি ৷ আদালতের রায়ে পনীর শিবির খুশিতে মাতলেও পনীরের পথে কাঁটা হয়ে উঠলেন পালানিসামি ৷ পনীরসেলভমের মুখ্যমন্ত্রিত্বে নয়া চ্যালেঞ্জ ৷ দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করে ঘোষণা করা হয় এআইএডিএমকে-র প্রধান হচ্ছেন এডাপাড্ডি কে পালানিসামি।  শশী-ঘনিষ্ঠ এই নেতাকেই মুখ্যমন্ত্রীর গদিতে বসাতে চাইছে শাসক দল ৷
সু্পিম রায়ের পর থেকেই কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে ৷ কে হবে তামিনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী ? এবার তার অবসান ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ সূত্রের খবর আজই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন পালানিসামি ৷
বুধবারই রাজ্যপালের দেখা করেছেন পালানিসামি ও পনীরসেলভেম ৷ দু’জনেই রাজ্যপালের সঙ্গে বৈঠক করে জানিয়েছেন যে তাদেরকে সরকার গঠন করার জন্য ডাকা উচিৎ ৷ একদিকে পালানিসামি জানিয়েছেন, ১২৪জন বিধায়কের সমর্থন রয়েছে তার দিকে ৷ সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন থাকায় তাকেই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রাজ্যপাল আমন্ত্রণ জানাতে পারেন ৷ অন্যদিকে, পনীরসেলভেম জানিয়েছেন তার দিতে ৮ বিধায়কের সমর্থন রয়েছে ৷ পাশাপাশি শশীকলার বিরুদ্ধে বেশ কয়েকজন বিধায়ককে অপহরণ করে গোল্ডেন বে রিসর্টে আটকে রাখার অভিযোগ জানিয়েছেন তিনি ৷ আটক বিধায়করা তাকেই সমর্থন জানাচ্ছেন ৷ প্রথমে তাদের মুক্তি করে পরে পনীরসেলভেমকেই মুখ্যমন্ত্রী করা উচিৎ ৷
advertisement
advertisement
এর আগে সু্পিম কোর্টের রায় না বেরনোর পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্যই করেননি রাজ্যপাল ৷ এখন সকলের নজরে তার দিকে ৷ কী পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যপাল সেই অপেক্ষায় তামিলনাড়ু ৷ তবে বিধায়কদের সমর্থন পালানিসামির দিকে থাকায় তাকেই সম্ভবত মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে ডাকবেন রাজ্যপাল ৷ সূত্রের খবর আজই শপথ নিতে পারেন পালানিসামি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পালানিসামিকে আজই মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে ডাকতে পারেন রাজ্যপাল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement