Agnipath recruitment scheme: ভারতীয় সশস্ত্র বাহিনী যুবশক্তিতে পূর্ণ হবে, অগ্নিপথ নিয়ে বললেন রাজনাথ

Last Updated:

Agnipath recruitment scheme: কী রয়েছে এই প্রকল্পে। বলা হয়েছে, এই বিশেষ প্রকল্পে ১৭.৫ বছর থেকে ২১ বছর পর্যন্ত এই প্রকল্পে দেশের যুবসমাজ অংশ নিতে পারবে।

সাংবাদিক বৈঠকে রাজনাথ সিং ও অনিল পুরী
সাংবাদিক বৈঠকে রাজনাথ সিং ও অনিল পুরী
#নয়াদিল্লি: সেনাবাহিনীতে আরও বেশি করে দেশের যুব সম্প্রদায়ের অংশগ্রহণ-সহ একাধিক বিষয় তুলে ধরে অগ্নিপথ নিয়োগ প্রকল্পের কথা ঘোষণা করল কেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতের ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্সের লেফ্টেন্যান্ট জেনারেল অনিল পুরী-দের উপস্থিতিতে এই নিয়োগ প্রকল্পের বিস্তারিত ঘোষণা করা হল মঙ্গলবার। প্রতিরক্ষামন্ত্রী বললেন, "বিভিন্ন দিক খতিয়ে দেখে, নানা বিষয় পর্যালোচনা করে এই নিয়োগ প্রকল্পের বিষয়টি স্থির করা হয়েছে। কী ভাবে বাছাই করা হবে, সেটাও ঠিক করা হয়েছে।"
advertisement
advertisement
কী রয়েছে এই প্রকল্পে। বলা হয়েছে, এই বিশেষ প্রকল্পে ১৭.৫ বছর থেকে ২১ বছর পর্যন্ত এই প্রকল্পে দেশের যুবসমাজ অংশ নিতে পারবে। শিক্ষাগত যোগ্যাতা লাগবে দশম অথবা দ্বাদশ পাশ। এঁরা সকলেই সেবা নিধি প্যাকেজের আওতায় পড়বেন। সেক্ষেত্রে বেতন কত হবে, চার বছর পর, যখন এই সেনাবাহিনীতে কাজ করা হয়ে যাবে, তখন তাঁরা কী আর্থিক সুবিধা পাবেন, সেগুলিও বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
advertisement
advertisement
প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশের যুবসমাজ এই সশস্ত্র বাহিনীকে নিজের স্বপ্ন হিসাবে দেখেন। তাঁরা এই উর্দির মাহাত্ম্য বুঝতে পারেন। এই নিয়োগ প্রকল্প কার্যকর করার কারণ, দেশের সেনাবাহিনীকে আরও যুবশক্তিতে ভরপুর করে তুলবে। তিনি আরও বলেছেন, এর ফলে বিপুল পরিমাণ চাকরির ক্ষেত্র তৈরি হবে, পাশাপাশি সরাসরি সেনাবাহিনীর সঙ্গে কাজের সুযোগ পাবেন এই অগ্নিবীররা।
advertisement
এই বিষয়ে লেফ্টেন্যান্ট জেনারেল অনিল পুরী বলেছেন, যুব সম্প্রদায় তাঁদের 'জোশ, জাজবা ও জুনুন'-এর জন্য পরিচালিত। তাঁরা যদি সঠিক মানের নেতৃত্বের দ্বারা পরিচালিত হয়, তা হলে তাঁরা অনেক বেশি পরিমাণে ঝুঁকি নিতে পারবেন। তিনি জানিয়েছেন, সারা দেশ জুড়ে এই নির্বাচন প্রক্রিয়ায় নিয়োগ করা হবে। আমরা সেরা যুবসম্প্রদায়ের অংশগ্রহণ চাইছি, যাঁদের বয়স ১৭.৫ থেকে ২১--এর মধ্যে। এক বার নির্বাচিত হলে তাঁরা চার বছরের জন্য সশস্ত্র বাহিনীতে কাজ করবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Agnipath recruitment scheme: ভারতীয় সশস্ত্র বাহিনী যুবশক্তিতে পূর্ণ হবে, অগ্নিপথ নিয়ে বললেন রাজনাথ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement