Agnipath recruitment scheme: ভারতীয় সশস্ত্র বাহিনী যুবশক্তিতে পূর্ণ হবে, অগ্নিপথ নিয়ে বললেন রাজনাথ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Agnipath recruitment scheme: কী রয়েছে এই প্রকল্পে। বলা হয়েছে, এই বিশেষ প্রকল্পে ১৭.৫ বছর থেকে ২১ বছর পর্যন্ত এই প্রকল্পে দেশের যুবসমাজ অংশ নিতে পারবে।
#নয়াদিল্লি: সেনাবাহিনীতে আরও বেশি করে দেশের যুব সম্প্রদায়ের অংশগ্রহণ-সহ একাধিক বিষয় তুলে ধরে অগ্নিপথ নিয়োগ প্রকল্পের কথা ঘোষণা করল কেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতের ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্সের লেফ্টেন্যান্ট জেনারেল অনিল পুরী-দের উপস্থিতিতে এই নিয়োগ প্রকল্পের বিস্তারিত ঘোষণা করা হল মঙ্গলবার। প্রতিরক্ষামন্ত্রী বললেন, "বিভিন্ন দিক খতিয়ে দেখে, নানা বিষয় পর্যালোচনা করে এই নিয়োগ প্রকল্পের বিষয়টি স্থির করা হয়েছে। কী ভাবে বাছাই করা হবে, সেটাও ঠিক করা হয়েছে।"
Model is based on all-India merit-based selection process. We are looking at the best to serve the armed forces between the ages of 17.5 to 21 years. Once selected, agniveers will serve for 4 years with us: Lt Gen Anil Puri, Additional Secretary, Dept of Military Affairs pic.twitter.com/dLVjPucZSa
— ANI (@ANI) June 14, 2022
advertisement
advertisement
কী রয়েছে এই প্রকল্পে। বলা হয়েছে, এই বিশেষ প্রকল্পে ১৭.৫ বছর থেকে ২১ বছর পর্যন্ত এই প্রকল্পে দেশের যুবসমাজ অংশ নিতে পারবে। শিক্ষাগত যোগ্যাতা লাগবে দশম অথবা দ্বাদশ পাশ। এঁরা সকলেই সেবা নিধি প্যাকেজের আওতায় পড়বেন। সেক্ষেত্রে বেতন কত হবে, চার বছর পর, যখন এই সেনাবাহিনীতে কাজ করা হয়ে যাবে, তখন তাঁরা কী আর্থিক সুবিধা পাবেন, সেগুলিও বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
advertisement
#WATCH | "We've not tried to copy others. Jo nakal karke apni akal badhane ki koshish karte hain unki shakal bigad jaati hai. We've studied (models of) other countries but decisions have been taken in the interest of this nation's youth," says Defence Minister on #Agnipath scheme pic.twitter.com/1AuTf3yuuL
— ANI (@ANI) June 14, 2022
advertisement
প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশের যুবসমাজ এই সশস্ত্র বাহিনীকে নিজের স্বপ্ন হিসাবে দেখেন। তাঁরা এই উর্দির মাহাত্ম্য বুঝতে পারেন। এই নিয়োগ প্রকল্প কার্যকর করার কারণ, দেশের সেনাবাহিনীকে আরও যুবশক্তিতে ভরপুর করে তুলবে। তিনি আরও বলেছেন, এর ফলে বিপুল পরিমাণ চাকরির ক্ষেত্র তৈরি হবে, পাশাপাশি সরাসরি সেনাবাহিনীর সঙ্গে কাজের সুযোগ পাবেন এই অগ্নিবীররা।
advertisement
এই বিষয়ে লেফ্টেন্যান্ট জেনারেল অনিল পুরী বলেছেন, যুব সম্প্রদায় তাঁদের 'জোশ, জাজবা ও জুনুন'-এর জন্য পরিচালিত। তাঁরা যদি সঠিক মানের নেতৃত্বের দ্বারা পরিচালিত হয়, তা হলে তাঁরা অনেক বেশি পরিমাণে ঝুঁকি নিতে পারবেন। তিনি জানিয়েছেন, সারা দেশ জুড়ে এই নির্বাচন প্রক্রিয়ায় নিয়োগ করা হবে। আমরা সেরা যুবসম্প্রদায়ের অংশগ্রহণ চাইছি, যাঁদের বয়স ১৭.৫ থেকে ২১--এর মধ্যে। এক বার নির্বাচিত হলে তাঁরা চার বছরের জন্য সশস্ত্র বাহিনীতে কাজ করবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 14, 2022 4:02 PM IST










