বরের উচ্চতা ৩৪ ইঞ্চি , কনে ৩৩ ইঞ্চির, বিয়ে দেখতে ভিড় জমল শহরে

Last Updated:

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় রুপোলি পর্দায় একটি ছবি বানিয়ে ছিলেন ৷ যার নাম ‘ছোটোদের ছবি’ ৷

#গোরখপুর: পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় রুপোলি পর্দায় একটি ছবি বানিয়ে ছিলেন ৷ যার নাম ‘ছোটোদের ছবি’ ৷ দুই বামন মানুষের সম্পর্ক, প্রেম নিয়ে তৈরি হয়েছিল এই ছবি ৷ তবে সেই ছবি শেষাংশে সম্পর্ককে পরিণতি দেননি পরিচালক কৌশিক ৷ সে তো নয়, রিলের কথা ৷ তবে এবার দুই বামন মানুষের প্রেম কিন্তু পরিণতি পেল বিয়েতে ৷ রিলে নয় বরং রিয়েলে ৷ আর তাঁদের এই বিয়ে দেখতে গোটা শহর একত্র হয়ে শুভেচ্ছাও জানাল ৷ ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের গোরখপুরের খজনি জেলার বিষ্ণুপুর গ্রামে ৷ যেখানে বরের উচ্চতা ৩৪ ইঞ্চি তো, কনে ৩৩ ইঞ্চির ৷
বিষ্ণুপুর গ্রামের বিশ্বনাথ পাঠকের পরিবারে প্রায় ৪২ বছর বাদে জন্ম নিল এক পুত্র সন্তান ৷ মা বাবা স্বাদ করে নাম রাখলেন, সুনীল ৷ তবে একটু বড় হতেই সুনীলের মা-বাবা লক্ষ্য করলেন, দৈর্ঘ্যে ছোটই রয়েছেন সুনীল ৷ উচ্চতা ৩৪ ইঞ্চির থেকে আর বাড়ে না ৷
Untitled-design-9-4
advertisement
advertisement
অন্যদিকে, ৩৬ বছর পরে উষা দেবী জন্ম দেন এক কন্যার, নাম রাখেন সারিকা ৷ সারিকা বড় হতেই একই সমস্যা৷ বয়স বাড়লেও, উচ্চতা রয়ে যায় ৩৩ ইঞ্চি !
সারিকা ও সুনীল দু’জনেই অপেক্ষায় ছিলেন এই শুভদিনের ৷ যে স্বপ্ন দেখেছিলেন বিয়ে হওয়ার তা অবশেষে পূর্ণ হল৷ সাত পাকে বাঁধা পড়ল সুনীল ও সারিকা ৷ সংসার পেল এই বামন দম্পতি ৷ সারিকা-সুনীলের বিয়ে দেখতে গোটা গ্রাম এসেছিল বিয়ের আসরে ৷ শুভেচ্ছা জানিয়েছে সবাই ৷ সারিকা আর সুনীলের মুখে খুশির হাসি ৷ স্বপ্নে সুন্দর সংসারের ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বরের উচ্চতা ৩৪ ইঞ্চি , কনে ৩৩ ইঞ্চির, বিয়ে দেখতে ভিড় জমল শহরে
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement