Gold Mine: মাটি খুঁড়তেই মিলল দেশের সবথেকে বড় সোনার খনি! পশ্চিমবঙ্গের কাছেই এই ঘটনা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Gold Mine: কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকারের খনিজ মন্ত্রী সংসদে তথ্য দিয়েছিলেন যে জামুই জেলার সোনো ব্লকের কারামাটিয়া জমিতে দেশের ৪৪ শতাংশ সোনার মজুদ রয়েছে
জামুই: বিহারের দুই জেলায় বিশাল সোনার মজুদ পাওয়ার খবর আসছে। জানা গিয়েছে, দেশের সোনার মজুদের ৪৪ শতাংশ বিহারের জামুই জেলায় রয়েছে। এরই পাশ্ববর্তী জেলা বাঁকার কাতোরিয়া এলাকায় মাটির ভিতরে সোনার উপস্থিতি নিয়ে পরীক্ষা করার জন্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দল সমীক্ষার কাজ শুরু করেছে।
কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকারের খনিজ মন্ত্রী সংসদে তথ্য দিয়েছিলেন যে জামুই জেলার সোনো ব্লকের কারামাটিয়া জমিতে দেশের ৪৪ শতাংশ সোনার মজুদ রয়েছে। জানা গেছে, জামুই জেলার সোনো ব্লক এলাকায় কারমাটিয়ায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরিচালিত সমীক্ষার পর জানা গেছে, দেশের সবচেয়ে বড় সোনার মজুদ পাওয়া গেছে এখানে।
advertisement
ভারতের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, জামুই জেলা খনিজ সমৃদ্ধ। আকরিক সহ প্রায় ২২২.৮৮ মিলিয়ন টন সোনার মজুদ রয়েছে। জিওলজিক্যাল সার্ভে এবং ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন ছাড়াও বিহারের রাজ্য খনি ও ভূতত্ত্ব বিভাগ জামুইতে সোনার পরিমাণ অনুসন্ধানের জন্য সমীক্ষা চালাচ্ছে।
advertisement
গত বছর কেন্দ্রীয় খনি মন্ত্রী প্রহ্লাদ জোশীও লোকসভায় এই তথ্য দিয়েছিলেন যে ভারতের সোনার মজুদের মধ্যে বিহারেরই সবচেয়ে বেশি অংশ রয়েছে। লিখিত উত্তরে বলা হয়েছিল, বিহারে ২২২.৮৮৫ মিলিয়ন টন সোনার ধাতু রয়েছে। যা দেশের মোট সোনার মজুদের প্রায় ৪৪ শতাংশ। জামুইয়ের সোনো ব্লক এলাকার করমাটিয়ায় সোনার মজুদ নিয়ে জিএসআই একাধিক সমীক্ষা চালিয়েছে।
advertisement
রিপোর্ট অনুযায়ী, এই এলাকা থেকে ধাতু খনন সংক্রান্ত বিষয় G-4 স্তরের লাইসেন্স নিলামে দেওয়া হতে পারে। এক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, জামুইয়ের পর এখন বাঁকায় সোনার সমীক্ষা শুরু হওয়ার পরে কারামাটিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যেও উচ্ছ্বাস রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 5:50 PM IST
