রবিবার ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ (Photo- News18) ত্রিভূজাকৃতি চারতলা এই নতুন সংসদ ভবনের মোট বিল্ট আপ এরিয়া ৬৪,৫০০ বর্গ মিটার৷ এই ভবনের তিনটি প্রবেশদ্বার রয়েছে- জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্ম দ্বার৷ রবিবার সকালে যজ্ঞ এবং বিভিন্ন ধর্ম মতে রীতি আচার পালনের পর নতুন সংসদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার দাবি করেন, নতুন এই সংসদ ভবন প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে৷ কুড়িটি বিরোধী দল নতুন এই সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করলেও অন্তত তিরিশটি রাজনৈতিক দল রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে৷ জানা গিয়েছে, সকাল সাতটা থেকেই নতুন সংসদ ভবনের দ্বারোদঘাটনের জন্য যজ্ঞ শুরু হয়ে যাবে৷ এর পর পুরোহিতরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে বহু চর্চিত সেঙ্গল তুলে দেবেন৷ নতুন সংসদ ভবনের অধ্যক্ষের বসার জায়গার পাশে এই সেঙ্গলটি বসানো হবে৷ প্রাক্তন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের মতো বিশিষ্ট অতিথিরা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷ ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য নতুন এই ভবনে এই রাজকীয় কনস্টিটিউশন হল থাকছে৷ এ ছাড়াও সংসদের সদস্যদের জন্য লাউন্জ, লাইব্রেরি, বিভিন্ন কমিটির ঘর, খাওয়া দাওয়ার জায়গা এবং সুবিস্তৃত পার্কিং স্পেস রয়েছে৷ সংসদ ভবনের অন্দরসজ্জায় ভারতের তিনটি জাতীয় প্রতীক পদ্ম, ময়ূর এবং বট গাছকে ফুটিয়ে তোলা হয়েছে৷