Gold theft from locker: স্টেট ব্যাঙ্কের লকার থেকে উধাও দেড় কোটি টাকার গয়না! তদন্তে নেমে অন্য সূত্র পেল পুুলিশ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’র লখনউয়ের কপূরথলা শাখার একটি লকার থেকে প্রায় ১.৫ কোটি টাকার গয়না নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় লকারের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’র লখনউয়ের কপূরথলা শাখার একটি লকার থেকে প্রায় ১.৫ কোটি টাকার গয়না নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় লকারের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে।
লকারের মালিক ববিতা সিনহা অজানা ব্যাঙ্ক কর্মচারীদের বিরুদ্ধে আলিগঞ্জ থানায় FIR করেছেন। তিনি জানিয়েছেন, তিনি ওই লকারে প্রায় ১.৫ কোটি টাকার গয়না রেখেছিলেন।
advertisement
লকার চেক করার সময়, ববিতা দেখেন লকারে গয়না নেই। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ জানিয়েছে, ববিতার স্বামী, ব্যবসায়ী রাজেশ সিনহা কিছুদিন আগে মারা গিয়েছেন। তিনি নাকি স্বর্ণ ঋণ নিয়েছিলেন। তদন্তকারীরা দেখছেন, গয়না এই কারণে লকার থেকে বার করা হয়েছিল কিনা।
advertisement
ববিতা সিনহা জানিয়েছেন, তার স্বামী গোল্ড লোন নিয়েছিলেন কিনা, সেই বিষয়ে তার কোনও তথ্য নেই। তিনি বলেন, “শেষবার যখন গয়না লকারে রাখা হয়েছিল, তখন সব ঠিকঠাক ছিল”। মহিলার অভিযোগের ভিত্তিতে অজানা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আলিগঞ্জের ইনস্পেক্টর বলেন, “প্রাথমিক তদন্তে লকারে কোনও টেম্পারিংয়ের চিহ্ন পাওয়া যায়নি”।
advertisement
CIBIL রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে
পুলিশ জানিয়েছে, রাজেশ সিনহা সিবিল রেকর্ডে গোল্ড লোনের লেনদেনের তথ্য আছে। এখন কর্তৃপক্ষ যাচাই করছে, ওই গয়না জামানত হিসেবে ব্যবহার হয়েছিল কিনা।
এটাই প্রথম নয়, লখনউতে ব্যাংক লকার থেকে গয়না নিখোঁজ হওয়ার ঘটনা আগেও ঘটেছে। এর আগে ব্যাঙ্ক অফ বরোদার কোনেশ্বর শাখার একটি লকার থেকে প্রায় ১ কোটি টাকার গয়না নিখোঁজ হয়েছিল বলে খবর। এবার এখানে গয়না নিখোঁজ হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 3:51 PM IST










