লক্ষ্য ২০২৪! শুরু হচ্ছে বিজেপির দুদিনের মন্থন বৈঠক, ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- Published by:Rachana Majumder
- Written by:Rajib Chakraborty
Last Updated:
আগামী বছর জি-২০ শীর্ষ সম্মেলন হওয়ার কথা ভারতে।
#নয়াদিল্লি: ২০২৪-কে সামনে রেখে আগামিকাল থেকে শুরু হচ্ছে বিজেপির দুদিনের মন্থন বৈঠক। দিল্লিতে বিজেপি সদর দফতরে হবে বৈঠক। বৈঠকের একটি পর্বে ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত থাকবেন সমস্ত কেন্দ্রীয় নেতা, পদাধিকারী এবং রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন)। জনকল্যাণকারী কেন্দ্রীয় প্রকল্পগুলি প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কারা সফল এবং কারা ব্যর্থ হয়েছেন, তা পর্যালোচনা করা হবে।
আগামী এক বছর ধরে জি-২০ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা কেন্দ্রীয় সরকারের সফলতার প্রচার কীভাবে হবে, তার রূপরেখা তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে চারদিনের সফরে দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি ২০ বৈঠকে যোগ দিতে সোমবার রাজধানী যাচ্ছেন তিনি। সফরে আলাদা করে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। যদিও এখনও পর্যন্ত তেমন কোনও বৈঠকের সময় নির্ধারণ হয়নি।
advertisement
আরও পড়ুন: 'একবার ঠকেছি, আর নয়', অভিষেকের উদ্দেশ্যে দিলীপের বার্তা, 'অনেক দেরি হয়ে গেছে'!
আগামী বছর জি-২০ শীর্ষ সম্মেলন হওয়ার কথা ভারতে। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সভাপতিত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শীর্ষ সম্মেলনের আগে দেশজুড়ে জি-২০র একাধিক কর্মসূচি হওয়ার কথা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2022 9:09 PM IST