চুল স্ট্রেট করার পরই বিপত্তি, সামলাতে না পেরে চরম পদক্ষেপ ছাত্রীর

Last Updated:
#মাইসুরু: চুল স্টাইলিংয়ের পরিণতি কখনও এমন হতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি বিবিএ পড়ুয়া নেহা গঙ্গাম্মার পরিবার ৷ চুল স্ট্রেট করানোর মাসুল নিজের প্রাণ দিয়ে মিটিয়েছেন নেহা ৷ মাইসুরুর বিবিএ পড়ুয়ার এমন পরিণতিতে হতভম্ব সকলে ৷
বহু দিন ধরে নেহার শখ ছিল এক ঢাল লম্বা স্ট্রেট চুলের ৷ সেই শখ পূরণ করতেই স্থানীয় পার্লার থেকে চুল স্ট্রেটনিং করিয়েছিলেন মাইসুরুর সেন্ট জোসেফ কলেজের এই পড়ুয়া ৷ কিন্তু শখ পূরণ করতে গিয়ে যে জীবনে এত বড় বিপত্তি নেমে আসবে তা বোধহয় ভাবতেই পারেননি নেহা ৷ চুল স্ট্রেট করার পর থেকেই মুঠো মুঠো চুল উঠতে থাকে তাঁর ৷ টাক পড়ে যাওয়ার আশঙ্কায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার রাস্তা বেছে নেয় এই মেধাবী ছাত্রী ৷ শনিবার স্থানীয় নদী থেকে উদ্ধার করা হয় নেহার মৃতদেহ ৷
advertisement
আত্মঘাতী নেহা গঙ্গাম্মা আত্মঘাতী নেহা গঙ্গাম্মা
advertisement
নেহার পরিবারের অভিযোগ, যে পার্লার থেকে স্ট্রেটনিং করিয়েছিলেন নেহা তাতেই কিছু ভুল ছিল ৷ তার পরিণতিতেই নেহার চুল পড়ে যেতে থাকে ৷ চুল পাতলা হয়ে যাওয়ায় ক্রমাগত অবসাদে ডুবে যাচ্ছিল সে ৷ একসময় কলেজ যাওয়া, ঘরের বাইরে বেরনো বন্ধ করে দেয় এই বিবিএ পড়ুয়া ৷ এরপর গত ২৮ অগাস্ট থেকে খোঁজ মিল ছিল না নেহার ৷ পরে তাঁর আত্মহত্যার খবর মেলে ৷
advertisement
আরও পড়ুন 
উচ্চমাধ্যমিক যোগ্যতায় প্রচুর শূন্যপদে সরকারি কর্মী নিয়োগ, বেতন ৬০ হাজার
স্থানীয় ওই বিউটি পার্লারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে নেহার পরিবার ৷ এত টাকা নেওয়ার পরেও সঠিক পরিষেবা না দেওয়ার কারণে পার্লারের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা ৷ ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ ৷
আরও পড়ুন 
বাংলা খবর/ খবর/দেশ/
চুল স্ট্রেট করার পরই বিপত্তি, সামলাতে না পেরে চরম পদক্ষেপ ছাত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement