এই উপায়ে নিজের স্মার্টফোনের মাধ্যমেই জমাতে পারেন লাখ লাখ টাকা

Last Updated:
ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ে বড়সড় অ্যামাউন্ট, বিলাস বহুল একাধিক বাড়ি, গ্যারাজে জাগুয়ার, BMW, ল্যাম্বরগিনি ৷ শুধু মাত্র নিজের স্মার্টফোন ব্যবহার করেই পূর্ণ করতে পারেন নিজের এই স্বপ্ন ৷
1/7
বড়লোক হওয়ার স্বপ্ন কে না দেখে! ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ে বড়সড় অ্যামাউন্ট, বিলাস বহুল একাধিক বাড়ি, গ্যারাজে জাগুয়ার, BMW, ল্যাম্বরগিনি ৷ শুধু মাত্র নিজের স্মার্টফোন ব্যবহার করেই পূর্ণ করতে পারেন নিজের এই স্বপ্ন ৷ এবং কিছু সঠিক পরিকল্পনা মেনে চললে পূর্ণ হতে পারে আপনার স্বপ্নও ৷ এমনিতে তো বড়লোক হওয়ার আইডিয়া ছোট থেকে বড় সবাই আপনাকে দিতে থাকবে, কিন্তু তার জন্য যে কোনও তুকতাক বা সংস্কার নয়, কাজে আসবে সঠিক পরিকল্পনা ৷ ধনসম্পত্তি করতে হলে দরকার বিশেষজ্ঞের সুস্পষ্ট পরামর্শ ৷
বড়লোক হওয়ার স্বপ্ন কে না দেখে! ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ে বড়সড় অ্যামাউন্ট, বিলাস বহুল একাধিক বাড়ি, গ্যারাজে জাগুয়ার, BMW, ল্যাম্বরগিনি ৷ শুধু মাত্র নিজের স্মার্টফোন ব্যবহার করেই পূর্ণ করতে পারেন নিজের এই স্বপ্ন ৷ এবং কিছু সঠিক পরিকল্পনা মেনে চললে পূর্ণ হতে পারে আপনার স্বপ্নও ৷ এমনিতে তো বড়লোক হওয়ার আইডিয়া ছোট থেকে বড় সবাই আপনাকে দিতে থাকবে, কিন্তু তার জন্য যে কোনও তুকতাক বা সংস্কার নয়, কাজে আসবে সঠিক পরিকল্পনা ৷ ধনসম্পত্তি করতে হলে দরকার বিশেষজ্ঞের সুস্পষ্ট পরামর্শ ৷
advertisement
2/7
সবার আগে বদলাতে হবে চিন্তাধারা ৷ অ্যাকাউন্টে জমার পরিমাণ হাজার, হাজার থেকে লাখ, লাখ থেকে কোটির ঘরে পৌঁছনোর জন্য ৷ জীবনে আনতে হবে সঞ্চয়ের অভ্যেস ৷ সঙ্গে নিতে হবে টেকনোলজির সাহায্য ৷ আপনাকে এই ব্যপারে সহায়তা করবে আপনার স্মার্টফোন ৷ মোবাইলে ডাউনলোড করে নেওয়া সহজ কিছু অ্যাপের মাধ্যমেই ঝুলিতে বাড়বে সঞ্চয়ের পরিমাণ ৷ কমবে খরচ ৷ পাবেন প্রচুর ডিসকাউন্ট ৷ আসুন জেনে নিন, কোন অ্যাপের সাহায্যে আপনিও হতে পারেন ধনবান ৷
সবার আগে বদলাতে হবে চিন্তাধারা ৷ অ্যাকাউন্টে জমার পরিমাণ হাজার, হাজার থেকে লাখ, লাখ থেকে কোটির ঘরে পৌঁছনোর জন্য ৷ জীবনে আনতে হবে সঞ্চয়ের অভ্যেস ৷ সঙ্গে নিতে হবে টেকনোলজির সাহায্য ৷ আপনাকে এই ব্যপারে সহায়তা করবে আপনার স্মার্টফোন ৷ মোবাইলে ডাউনলোড করে নেওয়া সহজ কিছু অ্যাপের মাধ্যমেই ঝুলিতে বাড়বে সঞ্চয়ের পরিমাণ ৷ কমবে খরচ ৷ পাবেন প্রচুর ডিসকাউন্ট ৷ আসুন জেনে নিন, কোন অ্যাপের সাহায্যে আপনিও হতে পারেন ধনবান ৷
advertisement
3/7
আপনার স্মার্টফোন কমিয়ে দিতে পারে ব্যয় ৷ এই ট্রিক্স অনুসরণ করলে কমবে আপনার বহু খরচ ৷ এর জন্য সবার আগে মোবাইলে ডাউনলোড করে নিন এই GoPaisa App-টি ৷ এই অ্যাপ অনলাইন শপিংয়ে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ দেয় ৷ আমাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, জ্যাবং, পেটিএম-এর মতো সাড়ে চারশোরও বেশি অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটার সময় অতিরিক্ত ছাড়ের সুযোগ মেলে এই অ্যাপে ৷ এর জন্য পছন্দসই জিনিস অর্ডার করার সময় ক্লিক করতে হবে "Get Cashback" অপশনে ৷ এই ক্যাশব্যাক অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেওয়া যায় ৷ ফলে প্রতিটি কেনাকাটাতেই এভাবে বাঁচাতে পারেন প্রচুর টাকা ৷ এই অ্যাপের দৌলতে প্রায় হাফ দামেই সম্পন্ন করতে পারেন আপনার প্রতিদিনের কেনাকাটা ৷
আপনার স্মার্টফোন কমিয়ে দিতে পারে ব্যয় ৷ এই ট্রিক্স অনুসরণ করলে কমবে আপনার বহু খরচ ৷ এর জন্য সবার আগে মোবাইলে ডাউনলোড করে নিন এই GoPaisa App-টি ৷ এই অ্যাপ অনলাইন শপিংয়ে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ দেয় ৷ আমাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, জ্যাবং, পেটিএম-এর মতো সাড়ে চারশোরও বেশি অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটার সময় অতিরিক্ত ছাড়ের সুযোগ মেলে এই অ্যাপে ৷ এর জন্য পছন্দসই জিনিস অর্ডার করার সময় ক্লিক করতে হবে "Get Cashback" অপশনে ৷ এই ক্যাশব্যাক অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেওয়া যায় ৷ ফলে প্রতিটি কেনাকাটাতেই এভাবে বাঁচাতে পারেন প্রচুর টাকা ৷ এই অ্যাপের দৌলতে প্রায় হাফ দামেই সম্পন্ন করতে পারেন আপনার প্রতিদিনের কেনাকাটা ৷
advertisement
4/7
আরেকটি কাজের অ্যাপ হল MySmartPrice app ৷ এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন একটি প্রোডাক্ট সবথেকে কম দামে কোথায় পাবেন ৷ সস্তায় যে কোনও জিনিস কিনতে চাইলে এই অ্যাপের জুড়ি নেই ৷ প্রায় একশোর থেকেও বেশি অনলাইন প্ল্যাটফর্মের তুল্যমূল্য দাম বিচার করে MySmartPrice app জানায় কোথায় সবচেয়ে সস্তায় আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটি পাবেন ৷ এমনকি আপনার দরকারি কোনও প্রোডাক্টের দাম হঠাৎ করে কমলেও এই অ্যাপ ইউজারের কাছে নোটিফিকেশন পাঠায় ৷
আরেকটি কাজের অ্যাপ হল MySmartPrice app ৷ এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন একটি প্রোডাক্ট সবথেকে কম দামে কোথায় পাবেন ৷ সস্তায় যে কোনও জিনিস কিনতে চাইলে এই অ্যাপের জুড়ি নেই ৷ প্রায় একশোর থেকেও বেশি অনলাইন প্ল্যাটফর্মের তুল্যমূল্য দাম বিচার করে MySmartPrice app জানায় কোথায় সবচেয়ে সস্তায় আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটি পাবেন ৷ এমনকি আপনার দরকারি কোনও প্রোডাক্টের দাম হঠাৎ করে কমলেও এই অ্যাপ ইউজারের কাছে নোটিফিকেশন পাঠায় ৷
advertisement
5/7
সঞ্চয় করার জন্য প্রথমে দরকার খরচের উপর নিয়ন্ত্রণ ৷ এমনকি আপনার প্রতিদিনের ব্যয়ের উপর সবসময়ের মনিটারিং ৷ এতে আপনাকে সহায়তা করতে পারে MoneyView app ৷ এই অ্যাপ আপনাকে আয় অনুযায়ী সংসারের বাজেট তৈরি করতে এবং সঞ্চয়ে সাহায্য করে ৷ অনলাইন খরচের বিশ্লেষণ করে daily/weekly/monthly গ্রাফ বানিয়ে বুঝতে সাহায্য করে কোথায় কত অতিরিক্ত খরচ করেন আপনি ৷ খরচ কমিয়ে সঞ্চয়ের রাস্তা দেখায় এই অ্যাপ ৷ শুধু তাই নয় কোথায় বিনিয়োগ করে আপনি নিজের পয়সা বাড়াতে পারেন তাও জানায় এই অ্যাপ ৷
সঞ্চয় করার জন্য প্রথমে দরকার খরচের উপর নিয়ন্ত্রণ ৷ এমনকি আপনার প্রতিদিনের ব্যয়ের উপর সবসময়ের মনিটারিং ৷ এতে আপনাকে সহায়তা করতে পারে MoneyView app ৷ এই অ্যাপ আপনাকে আয় অনুযায়ী সংসারের বাজেট তৈরি করতে এবং সঞ্চয়ে সাহায্য করে ৷ অনলাইন খরচের বিশ্লেষণ করে daily/weekly/monthly গ্রাফ বানিয়ে বুঝতে সাহায্য করে কোথায় কত অতিরিক্ত খরচ করেন আপনি ৷ খরচ কমিয়ে সঞ্চয়ের রাস্তা দেখায় এই অ্যাপ ৷ শুধু তাই নয় কোথায় বিনিয়োগ করে আপনি নিজের পয়সা বাড়াতে পারেন তাও জানায় এই অ্যাপ ৷
advertisement
6/7
SaveAbhi app-এটি ভারতের প্রথম এমন অ্যাপ যা মিউচুয়াল ফান্ড বিনিয়োগে সহায়তা করে ৷ এই অ্যাপের মাধ্যমে আপনি সরাসরি আপনার উদ্বৃত্ত অর্থ বিনিয়োগ করতে পারেন মিউচুয়াল ফান্ডে ৷ কেনাকাটা হোক বা প্রতিদিনের খরচ, আপনার আয়ের থেকে ৫০০ টাকার বেশি জমলেই আপনাআপনি এই অ্যাপের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে জমা পড়ে যায় ৷ জমা, খরচ এবং আয়ের হিসেব করে এই অ্যাপ বাজেট ব্যবহারকারীর বাজেট প্ল্যানও তৈরি করে দেয় ৷
SaveAbhi app-এটি ভারতের প্রথম এমন অ্যাপ যা মিউচুয়াল ফান্ড বিনিয়োগে সহায়তা করে ৷ এই অ্যাপের মাধ্যমে আপনি সরাসরি আপনার উদ্বৃত্ত অর্থ বিনিয়োগ করতে পারেন মিউচুয়াল ফান্ডে ৷ কেনাকাটা হোক বা প্রতিদিনের খরচ, আপনার আয়ের থেকে ৫০০ টাকার বেশি জমলেই আপনাআপনি এই অ্যাপের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে জমা পড়ে যায় ৷ জমা, খরচ এবং আয়ের হিসেব করে এই অ্যাপ বাজেট ব্যবহারকারীর বাজেট প্ল্যানও তৈরি করে দেয় ৷
advertisement
7/7
CouponDunia app- জামাকাপড় হোক বা চাল-ডাল, ই-কর্মাস প্ল্যাটফর্মে সবধরনের কেনাকাটায় এক্সক্লুসিভ ডিসকাউন্ট কোড, ফ্রি কুপন, অফারের খোঁজ দেয় এই অ্যাপ ৷ প্রতিটি শপিংয়ে ক্যাশব্যাক এবং রিওয়ার্ড পয়েন্ট মেলে CouponDunia app-এ ৷ এর থেকে যে ক্যাশব্যাক অ্যামাউন্ট পাওয়া যায় তা জমা করা যায় ব্যাঙ্কের অ্যাকাউন্ট অথবা ই ওয়ালেটে ৷
CouponDunia app- জামাকাপড় হোক বা চাল-ডাল, ই-কর্মাস প্ল্যাটফর্মে সবধরনের কেনাকাটায় এক্সক্লুসিভ ডিসকাউন্ট কোড, ফ্রি কুপন, অফারের খোঁজ দেয় এই অ্যাপ ৷ প্রতিটি শপিংয়ে ক্যাশব্যাক এবং রিওয়ার্ড পয়েন্ট মেলে CouponDunia app-এ ৷ এর থেকে যে ক্যাশব্যাক অ্যামাউন্ট পাওয়া যায় তা জমা করা যায় ব্যাঙ্কের অ্যাকাউন্ট অথবা ই ওয়ালেটে ৷
advertisement
advertisement
advertisement