Gen Bipin Rawat's death:জেনারেল বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন বাংলার সাংসদরা

Last Updated:

প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতকে শেষশ্রদ্ধা জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার, মৌসম বেনজির নূর, দোলা সেন এবং সুস্মিতা দেব। কামরাজ মার্গের বাসভবনে প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে শেষশ্রদ্ধা জানান রাজ্য বিজেপি সাংসদরাও।

#নয়াদিল্লি: বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হল পূর্ণ সামরিক মর্যাদায়। আজ নয়াদিল্লির দিল্লি ক্যান্টমেন্টে প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফের শেষকৃত্য হয়। শাসকবিরোধী রাজনৈতিক মতভেদ ভুলে প্রত্যেকেই প্রয়াত বিপিন রাওয়াতকে শেষশ্রদ্ধা জানান। তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার সদস্য মৌসম বেনজির নূর, দোলা সেন, সুস্মিতা দেব এবং জহর সরকার। কামরাজ মার্গের বাসভবনে প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে শেষশ্রদ্ধা জানান রাজ্য বিজেপি সাংসদরা। তাঁদের মধ্যে রয়েছেন  সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, রাজু বিস্তাস লকেট চট্টোপাধ্যায়।
বুধবার তামিলনাড়ুর ওয়েলিংটন যাওয়ার পথে চপার দুর্ঘটনায় মৃত্যু হন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৩ সেনা জওয়ানের। যদিও বিপিন রাওয়াতের মৃত্যুর খবর আসে সন্ধ্যায়। পরদিন সংসদে বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, পূর্ণ সামরিক মর্যাদায় প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে এবং বাকি নিহত জওয়ানদের শেষকৃত্যও যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করা হবে ।  চপারে থাকা জওয়ানদের মধ্যে একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী জানান, বায়ুসেনা, সেনাবাহিনী এবং নৌসেনা, তিন বাহিনী সম্মিলিতভাবে তদন্ত করবে। সেই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, বুধবারই ওয়েলিংটন পৌঁছেছেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং, তদন্ত শুরু হয়েছে। এদিকে, বৃহস্পতিবার সংসদে বিরোধীদের শোকজ্ঞাপন করতে না দেওয়ায় রাজ্যসভা থেকে ওয়াক আউট করে তৃণমূল। চিফ অফ ডিফেন্স স্টাফের প্রয়াণ নিয়ে সমস্ত দলনেতাকে বলতে দেওয়ার আর্জি জানান রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। যদিও সেই প্রস্তাব খারিজ করে দেন চেয়ারম্যান। সংসদের বাইরে সংবাদমাধ্যমে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, "সাসপেন্ড হওয়া সাংসদরা এক মিনিট নীরবতা পালন করেছেন, এবং আজ প্রতিবাদ, বিক্ষোভের দিন নয়। সংসদে কোনও বিশৃঙ্খলা হয়নি। আমরা চেয়েছিলাম, সমস্ত দলকেই শোকপ্রকাশ এবং সমবেদনা জানানোর সুযোগ দেওয়া হোক, যাতে সঠিক বার্তা যায় দেশবাসীর কাছে। যদিও আমাদের কথা শোনা হয়নি।"
advertisement
RAJIB CHAKRABORTY
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gen Bipin Rawat's death:জেনারেল বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন বাংলার সাংসদরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement