করোনা ঠেকাতে ১৪৪ ধারা আরও ব্যাপক আকার নিতে পারে, ইঙ্গিত দিলেন গেহলট

Last Updated:

সূত্রের খবর অনুযায়ী, করোনা সংক্রমণ যে ভাবে দিন দিন বেড়ে চলেছে তার জেরে অক্সিজেন ও ভেন্টিলেটার্স যুক্ত বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

#জয়পুর: করোনা সংক্রমণের জেরে রাজস্থানের ১১ জেলায় জারি রয়েছে ১৪৪ ধারা ৷ করোনা পরিস্থিতি খতিয়ে দেখে আরও বেশ কয়েকটি জেলায় জারি করা হতে পারে ১৪৪ ধারা ৷ করোনা পরিস্থিতি নিয়ে হওয়া বৈঠকে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ১১ জেলায় ১৪৪ ধারা আরও কড়া ভাবে পালন করার নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, দরকার পড়লে অন্য জেলাতেও এই ধারা জারি করতে পিছপা হবে না তার সরকার ৷
সূত্রের খবর অনুযায়ী, করোনা সংক্রমণ যে ভাবে দিন দিন বেড়ে চলেছে তার জেরে অক্সিজেন ও ভেন্টিলেটার্স যুক্ত বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কোভিড ১৯ সংক্রমণ যে হারে বাড়ছে সেই দিকে নজর রেখে বেডের সংখ্যা যেন দ্রুত বাড়ানো হয় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য মানুষ যোধপুর, কোটা, বিকানের, উদয়পুর ও আজমের এসে থাকেন ৷ এর জেরে এই সমস্ত জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা মজবুত করার পাশাপাশি অক্সিজেন, আইসিইউ ও ভেন্টিলেটার্সের ১০০০ অতিরিক্ত বেড বাড়ানো হয়েছে ৷
advertisement
পাশাপাশি মাস্কের প্রয়োজনীয়তা, সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং যেখানে সেখানে থুথু না ফেলার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে, জানিয়েছে সে রাজ্যের প্রশাসন ৷
advertisement
রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে যে সেপ্টেম্বর মাসে রাজ্যে মৃত্যুর হার ০.৯ শতাংশের কম রয়েছে ৷ অগাস্ট মাসে মৃত্যুর হার ১ শতাংশের কম ছিল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করোনা ঠেকাতে ১৪৪ ধারা আরও ব্যাপক আকার নিতে পারে, ইঙ্গিত দিলেন গেহলট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement