করোনা ঠেকাতে ১৪৪ ধারা আরও ব্যাপক আকার নিতে পারে, ইঙ্গিত দিলেন গেহলট

Last Updated:

সূত্রের খবর অনুযায়ী, করোনা সংক্রমণ যে ভাবে দিন দিন বেড়ে চলেছে তার জেরে অক্সিজেন ও ভেন্টিলেটার্স যুক্ত বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

#জয়পুর: করোনা সংক্রমণের জেরে রাজস্থানের ১১ জেলায় জারি রয়েছে ১৪৪ ধারা ৷ করোনা পরিস্থিতি খতিয়ে দেখে আরও বেশ কয়েকটি জেলায় জারি করা হতে পারে ১৪৪ ধারা ৷ করোনা পরিস্থিতি নিয়ে হওয়া বৈঠকে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ১১ জেলায় ১৪৪ ধারা আরও কড়া ভাবে পালন করার নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, দরকার পড়লে অন্য জেলাতেও এই ধারা জারি করতে পিছপা হবে না তার সরকার ৷
সূত্রের খবর অনুযায়ী, করোনা সংক্রমণ যে ভাবে দিন দিন বেড়ে চলেছে তার জেরে অক্সিজেন ও ভেন্টিলেটার্স যুক্ত বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কোভিড ১৯ সংক্রমণ যে হারে বাড়ছে সেই দিকে নজর রেখে বেডের সংখ্যা যেন দ্রুত বাড়ানো হয় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য মানুষ যোধপুর, কোটা, বিকানের, উদয়পুর ও আজমের এসে থাকেন ৷ এর জেরে এই সমস্ত জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা মজবুত করার পাশাপাশি অক্সিজেন, আইসিইউ ও ভেন্টিলেটার্সের ১০০০ অতিরিক্ত বেড বাড়ানো হয়েছে ৷
advertisement
পাশাপাশি মাস্কের প্রয়োজনীয়তা, সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং যেখানে সেখানে থুথু না ফেলার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে, জানিয়েছে সে রাজ্যের প্রশাসন ৷
advertisement
রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে যে সেপ্টেম্বর মাসে রাজ্যে মৃত্যুর হার ০.৯ শতাংশের কম রয়েছে ৷ অগাস্ট মাসে মৃত্যুর হার ১ শতাংশের কম ছিল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করোনা ঠেকাতে ১৪৪ ধারা আরও ব্যাপক আকার নিতে পারে, ইঙ্গিত দিলেন গেহলট
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement