Tihal Jail: বন্দি রয়েছেন অনুব্রত, সুকন্যা! সেই তিহাড় জেলেই সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড, রক্তারক্তি

Last Updated:

ঘটনাচক্রে এই মুহূর্তে তিহাড় জেলেই বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল সহ গরু পাচার মামলায় ধৃত একাধিক অ

তিহাড় জেলের ভিতরে একমাসে দ্বিতীয় খুন৷
তিহাড় জেলের ভিতরে একমাসে দ্বিতীয় খুন৷
দিল্লি: তিহাড় জেলের ভিতরেই বন্দি খুন৷ বিপক্ষ শিবিরের হামলায় মৃত্যু হল গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়ার৷ আজ সকালেই এই খুনের কাণ্ড ঘটেছে৷
তিহাড় জেলের মতো কড়া নিরাপত্তায় মোড়া জেলের ভিতরে কী করে একজন বন্দিকে অন্য গোষ্ঠীর বন্দিরা লোহার রড দিয়ে পিটিয়ে খুন করল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷
ঘটনাচক্রে এই মুহূর্তে তিহাড় জেলেই বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল সহ গরু পাচার মামলায় ধৃত একাধিক অভিযুক্ত৷ তিহাড় জেলেই রয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও৷
advertisement
advertisement
তিল্লু তাজপুরিয়া ওরফে সুনীল মান নামে এই গ্যাংস্টার এবং তার দলবলের বিরুদ্ধে ২০২১ সালে রোহিনির একটি আদালতে হামলার অভিযোগ ছিল৷ শ্যুটআউটের সেই ঘটনায় জিতেন্দ্র গোগী নামে এক গ্যাংস্টারের মৃত্যু হয়৷ পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল দুই হামলাকারীরও৷
advertisement
জানা গিয়েছে, এ দিন জেলের ভিতরে তিল্লুর উপরে হামলা চালায় যোগেশ টুন্ডা নামে অন্য এক গ্যাংস্টারের সঙ্গীরা৷ জানা গিয়েছে, যোগেশ টুন্ডা, দীপক তিতার, রিয়াজ খান এবং রাজেশ নামে চার বন্দি এ দিন প্রথমে দোতলায় নিজেদের ওয়ার্ডের লোহার গ্রিল ভাঙে৷ তিল্লুকে একতলার একটি ওয়ার্ডে রাখা হয়েছিল৷ বিছানার চাদর ব্যবহার করে নীচের তলায় নেমে আসে অভিযুক্তরা৷ এর পর গ্রিল ভাঙা লোহার রড দিয়েই তিল্লুকে পিটিয়ে হত্যা করে তারা৷
advertisement
এই ঘটনায় রোহিত নামে আরও এক বন্দি আহত হন৷ যদিও তিনি এখন বিপন্মুক্ত৷ তিল্লুর উপরে হামলা চালিয়ে জিতেন্দ্র গোগীকে হত্যার বদলা নেওয়া হল বলেই মনে করা হচ্ছে৷ কারণ তিল্লুই ফোনে জিতেন্দ্রকে খুনের নির্দেশ দিয়েছিল বলে জানিয়েছিল পুলিশ৷ তিল্লু এবং জিতেন্দ্রর মধ্যে দীর্ঘদিনের সংঘাত ছিল৷ তার জেরেই জিতেন্দ্রকে সরিয়ে দিয়েছিল তিল্লু৷ এবার তারই প্রতিশোধ নিল জিতেন্দ্র ঘনিষ্ঠরা৷
advertisement
গত একমাসে তিহাড় জেলের ভিতরে এই নিয়ে দ্বিতীয়বার কোনও বন্দির উপরে হামলা এবং খুনের ঘটনা ঘটল৷ গতমাসেই তিহাড় জেলের ভিতরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ এক অনুগামীকে হত্যা করেছিল প্রতিপক্ষ শিবিরের সদস্যরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tihal Jail: বন্দি রয়েছেন অনুব্রত, সুকন্যা! সেই তিহাড় জেলেই সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড, রক্তারক্তি
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement