Tihal Jail: বন্দি রয়েছেন অনুব্রত, সুকন্যা! সেই তিহাড় জেলেই সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড, রক্তারক্তি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ঘটনাচক্রে এই মুহূর্তে তিহাড় জেলেই বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল সহ গরু পাচার মামলায় ধৃত একাধিক অ
দিল্লি: তিহাড় জেলের ভিতরেই বন্দি খুন৷ বিপক্ষ শিবিরের হামলায় মৃত্যু হল গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়ার৷ আজ সকালেই এই খুনের কাণ্ড ঘটেছে৷
তিহাড় জেলের মতো কড়া নিরাপত্তায় মোড়া জেলের ভিতরে কী করে একজন বন্দিকে অন্য গোষ্ঠীর বন্দিরা লোহার রড দিয়ে পিটিয়ে খুন করল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷
ঘটনাচক্রে এই মুহূর্তে তিহাড় জেলেই বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল সহ গরু পাচার মামলায় ধৃত একাধিক অভিযুক্ত৷ তিহাড় জেলেই রয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও৷
advertisement
advertisement
তিল্লু তাজপুরিয়া ওরফে সুনীল মান নামে এই গ্যাংস্টার এবং তার দলবলের বিরুদ্ধে ২০২১ সালে রোহিনির একটি আদালতে হামলার অভিযোগ ছিল৷ শ্যুটআউটের সেই ঘটনায় জিতেন্দ্র গোগী নামে এক গ্যাংস্টারের মৃত্যু হয়৷ পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল দুই হামলাকারীরও৷
advertisement
জানা গিয়েছে, এ দিন জেলের ভিতরে তিল্লুর উপরে হামলা চালায় যোগেশ টুন্ডা নামে অন্য এক গ্যাংস্টারের সঙ্গীরা৷ জানা গিয়েছে, যোগেশ টুন্ডা, দীপক তিতার, রিয়াজ খান এবং রাজেশ নামে চার বন্দি এ দিন প্রথমে দোতলায় নিজেদের ওয়ার্ডের লোহার গ্রিল ভাঙে৷ তিল্লুকে একতলার একটি ওয়ার্ডে রাখা হয়েছিল৷ বিছানার চাদর ব্যবহার করে নীচের তলায় নেমে আসে অভিযুক্তরা৷ এর পর গ্রিল ভাঙা লোহার রড দিয়েই তিল্লুকে পিটিয়ে হত্যা করে তারা৷
advertisement
এই ঘটনায় রোহিত নামে আরও এক বন্দি আহত হন৷ যদিও তিনি এখন বিপন্মুক্ত৷ তিল্লুর উপরে হামলা চালিয়ে জিতেন্দ্র গোগীকে হত্যার বদলা নেওয়া হল বলেই মনে করা হচ্ছে৷ কারণ তিল্লুই ফোনে জিতেন্দ্রকে খুনের নির্দেশ দিয়েছিল বলে জানিয়েছিল পুলিশ৷ তিল্লু এবং জিতেন্দ্রর মধ্যে দীর্ঘদিনের সংঘাত ছিল৷ তার জেরেই জিতেন্দ্রকে সরিয়ে দিয়েছিল তিল্লু৷ এবার তারই প্রতিশোধ নিল জিতেন্দ্র ঘনিষ্ঠরা৷
advertisement
গত একমাসে তিহাড় জেলের ভিতরে এই নিয়ে দ্বিতীয়বার কোনও বন্দির উপরে হামলা এবং খুনের ঘটনা ঘটল৷ গতমাসেই তিহাড় জেলের ভিতরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ এক অনুগামীকে হত্যা করেছিল প্রতিপক্ষ শিবিরের সদস্যরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 12:09 PM IST