মোষের পর এবার গরুকে ধাক্কা! ফের দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Vande Bhatat Express: মোষের সঙ্গে ধাক্কায় 'নাক' ভেঙেছিল বন্দে ভারত এক্সপ্রেসের।
#মুম্বই: মুম্বই-গান্ধী নগর বন্দে ভারত এক্সপ্রেস দু'দিনে পর দুবার দুর্ঘটনার কবলে পড়ল।
দুদিনই দুটি প্রাণীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার একটি মোষকে ধাক্কা মেরে তুবড়ে যায় ট্রেনের সামনের অংশ। শুক্রবার ফের একটি গরুকে ধাক্কা মারে বন্দে ভারত।
আরও পড়ুন- Local Train: সিট দখল নিয়ে চড়, থাপ্পড়, চুলোচুলি! লোকাল ট্রেনে মহিলা কামরায় তুলকালাম, দেখুন ভিডিও
advertisement
বৃহস্পতিবার মোষ মারার পর শুক্রবার আবারও রেলওয়ে ট্র্যাকে ঘুরে বেড়ানো গরুর সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। সংঘর্ষে ট্রেনের সামনের অংশ ফের ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুদিনের দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচলও ব্যাহত হয়নি। আগের ট্রেনের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটি সারিয়ে তোলা হয়েছে। শুক্রবার কোচিং কেয়ার সেন্টার মুম্বাইয়ে মেরামত করা হয়েছিল সেটি।
advertisement
পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার বিকেল ৩.৪৪ মিনিটে ঘটনাটি ঘটে। ট্রেনটি গান্ধী নগর থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। সেই সময় ভাদোদরা ডিভিশনের আনন্দের সামনে একটি গরু চলে আসে ট্রেনের সামনে। সেটি চালকের কোচের সামনে ছিটকে পড়ে। দুর্ঘটনার কারণে প্রায় ১০ মিনিট ট্রেন থামিয়ে ইঞ্জিন চেক করা হয়।সব কিছু ঠিক করার পর আবার ট্রেন চালানো হয়।
advertisement
উল্লেখ্য, একদিন আগে বৃহস্পতিবার মুম্বই ও গান্ধী নগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের সামনে এসে পড়েছিল তিন থেকে চারটি মহিষ। ঘটনাটি ঘটেছে গৈরতপুর এবং ভাটভা স্টেশনের মধ্যে। রাত ১১.১৮ মিনিটে। এর জেরে প্রায় ৮ মিনিট ট্রেন থামানোর পর আবার চালানো হয়। গান্ধী নগর স্টেশনের ট্রেন সময়মতো পৌঁছে যায়। মোষ সামনে চলে আসার কারণে চালকের কোচের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
আরও পড়ুন- Dussehra: রাবণের শ্বশুরবাড়ি কোথায় জানেন? এখানে বধ নয়, হয় রাবণ পুজো ও শোক পালন!
শুক্রবার মুম্বাইয়ে কোচিং কেয়ার সেন্টারকে নতুন করে সাজানো হয়েছে ওই ট্রেনটি। এর পর আবারও ঘটল একই ঘটনা। রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই রুটের গ্রামের মানুষের কাছে রেললাইনের কাছে পশু না ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানানো হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2022 11:13 PM IST