Local Train: সিট দখল নিয়ে চড়, থাপ্পড়, চুলোচুলি! লোকাল ট্রেনে মহিলা কামরায় তুলকালাম, দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভিডিও-তে দেখা যাচ্ছে, মূলত দু' জন মহিলা যাত্রীর মধ্যেই গন্ডগোল বাঁধে৷ পরস্পরকে এলোপাথাড়ি ভাবে চড় মারতে থাকেন তাঁরা৷
#মুম্বাই: লোকাল ট্রেনে বসার জায়গা নিয়ে গন্ডগোল নতুন কিছু নয়৷ কলকাতা হোক বা মুম্বাই, এই সমস্যা সর্বত্রই রয়েছে৷ সম্প্রতি মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনের মহিলা কামরার ভিতরে সিট দখলকে কেন্দ্র করেই ঘটে যায় তুলকালাম কাণ্ড৷
সিটে বসাকে কেন্দ্র করে মহিলা যাত্রীদের মধ্যে রীতিমতো মারামারি বেঁধে যায়৷ যা তুলকালাম আকার নেয়৷ চড়, থাপ্পড় থেকে শুরু করে চুল ধরে টানাটানি, বাদ যায়নি কিছুই৷ সেই ঘটনার ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
রুদ্রমূর্তি ধারণ করা ওই মহিলা যাত্রীদের শান্ত করতে গিয়ে রেল পুলিশের এক মহিলা কনস্টেবলও আহত হন৷ ঘটনায় মুম্বাইয়ের ভাসি জিআরপি থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে৷
advertisement
advertisement
Fight between two female passengers over a seat in Mumbai Local Train. #MumbaiLocal #Fight #ViralVideo #Mumbai pic.twitter.com/A7GiedIUvJ
— AH Siddiqui (@anwar0262) October 6, 2022
advertisement
ভিডিও-তে দেখা যাচ্ছে, মূলত দু' জন মহিলা যাত্রীর মধ্যেই গন্ডগোল বাঁধে৷ পরস্পরকে এলোপাথাড়ি ভাবে চড় মারতে থাকেন তাঁরা৷ বাদ যায়নি চুল ধরে টানাটানিও৷ দু' জনেই বেপরোয়া ভাবে পরস্পরকে আক্রমণ করতে থাকেন৷ বাকি যাত্রীরাও এই গন্ডগোল নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন৷ বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে মারামারি৷ এই ভিডিও ট্যুইটারে পোস্ট করে একজন দাবি করেছেন, মহিলা পুলিশকর্মী ছাড়াও আরও দু' জন যাত্রী এই মারামারির জেরে আহত হয়েছেন৷
advertisement
সম্প্রতি দিল্লি মেট্রোতেও এমনই একটি ঘটনা সামনে এসেছিল৷ সেখানেও সিটে বসাকে কেন্দ্র করে দুই মহিলা যাত্রী হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন৷ আবার দিল্লি মেট্রোতেই এক যুগলকে মারামারিতে জড়িয়ে পড়তে দেখা যায়৷ সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল৷ ভিডিও-তে দেখা গিয়েছিল, টি শার্টের দাম নিয়ে এক যুবক এবং তাঁর সঙ্গী যুবতী প্রথমে বচসায় জড়িয়ে পড়েন৷ পরে দু' জনেই পরস্পরকে চড় মারতে শুরু করে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2022 6:32 PM IST