Local Train: সিট দখল নিয়ে চড়, থাপ্পড়, চুলোচুলি! লোকাল ট্রেনে মহিলা কামরায় তুলকালাম, দেখুন ভিডিও

Last Updated:

ভিডিও-তে দেখা যাচ্ছে, মূলত দু' জন মহিলা যাত্রীর মধ্যেই গন্ডগোল বাঁধে৷ পরস্পরকে এলোপাথাড়ি ভাবে চড় মারতে থাকেন তাঁরা৷

এ ভাবেই পরস্পরকে আক্রমণ করেন দুই মহিলা যাত্রী৷
এ ভাবেই পরস্পরকে আক্রমণ করেন দুই মহিলা যাত্রী৷
#মুম্বাই: লোকাল ট্রেনে বসার জায়গা নিয়ে গন্ডগোল নতুন কিছু নয়৷ কলকাতা হোক বা মুম্বাই, এই সমস্যা সর্বত্রই রয়েছে৷ সম্প্রতি মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনের মহিলা কামরার ভিতরে সিট দখলকে কেন্দ্র করেই ঘটে যায় তুলকালাম কাণ্ড৷
সিটে বসাকে কেন্দ্র করে মহিলা যাত্রীদের মধ্যে রীতিমতো মারামারি বেঁধে যায়৷ যা তুলকালাম আকার নেয়৷ চড়, থাপ্পড় থেকে শুরু করে চুল ধরে টানাটানি, বাদ যায়নি কিছুই৷ সেই ঘটনার ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
রুদ্রমূর্তি ধারণ করা ওই মহিলা যাত্রীদের শান্ত করতে গিয়ে রেল পুলিশের এক মহিলা কনস্টেবলও আহত হন৷ ঘটনায় মুম্বাইয়ের ভাসি জিআরপি থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে৷
advertisement
advertisement
advertisement
ভিডিও-তে দেখা যাচ্ছে, মূলত দু' জন মহিলা যাত্রীর মধ্যেই গন্ডগোল বাঁধে৷ পরস্পরকে এলোপাথাড়ি ভাবে চড় মারতে থাকেন তাঁরা৷ বাদ যায়নি চুল ধরে টানাটানিও৷ দু' জনেই বেপরোয়া ভাবে পরস্পরকে আক্রমণ করতে থাকেন৷ বাকি যাত্রীরাও এই গন্ডগোল নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন৷ বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে মারামারি৷ এই ভিডিও ট্যুইটারে পোস্ট করে একজন দাবি করেছেন, মহিলা পুলিশকর্মী ছাড়াও আরও দু' জন যাত্রী এই মারামারির জেরে আহত হয়েছেন৷
advertisement
সম্প্রতি দিল্লি মেট্রোতেও এমনই একটি ঘটনা সামনে এসেছিল৷ সেখানেও সিটে বসাকে কেন্দ্র করে দুই মহিলা যাত্রী হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন৷ আবার দিল্লি মেট্রোতেই এক যুগলকে মারামারিতে জড়িয়ে পড়তে দেখা যায়৷ সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল৷ ভিডিও-তে দেখা গিয়েছিল, টি শার্টের দাম নিয়ে এক যুবক এবং তাঁর সঙ্গী যুবতী প্রথমে বচসায় জড়িয়ে পড়েন৷ পরে দু' জনেই পরস্পরকে চড় মারতে শুরু করে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Local Train: সিট দখল নিয়ে চড়, থাপ্পড়, চুলোচুলি! লোকাল ট্রেনে মহিলা কামরায় তুলকালাম, দেখুন ভিডিও
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement