Crime News: বান্ধবীর মায়ের সঙ্গেও সম্পর্ক? মগরাহাটে মিলল হরিদেবপুরের নিখোঁজ যুবকের দেহ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অয়নের মায়ের চাঞ্চল্যকর অভিযোগ, যে যুবতীর সঙ্গে অয়নের সম্পর্ক ছিল, তাঁর মা অয়নের প্রতি দুর্বল ছিল৷
#কলকাতা: দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়েছিল হরিদেবপুরের বাসিন্দা বছর একুশের যুবক৷ দু' দিন নিখোঁজ থাকার পর দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাট এলাকা থেকে যুবকের দেহ উদ্ধার করা হল৷ ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ৷
জানা গিয়েছে, অয়ন মণ্ডল নামে ওই যুবক অ্যাপ নির্ভর বাইক চালাতেন৷ দশমীর রাতে এক বন্ধু তাঁকে হরিদেবপুর এলাকাতেই অয়নের বান্ধবীর বাড়িতে পৌঁছে দেয়৷ সেখান থেকেই রাত তিনটে নাগাদ শেষ বার বাড়িতে ফোন করেন অয়ন৷ এর পর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷
advertisement
advertisement
এর পরই অয়নের পরিবারের তরফে হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়৷ হরিদেবপুর এলাকাতেই অয়ন শেষ টাওয়ার লোকেশন মেলে বলে খবর৷ অয়নের মায়ের চাঞ্চল্যকর অভিযোগ, যে যুবতীর সঙ্গে অয়নের সম্পর্ক ছিল, তাঁর মা অয়নকে ভালবাসত৷
ফলে সম্পর্কের টানাপোড়েন থেকেই অয়নকে খুন হতে হল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ৷ ওই যুবতীর বাবার আবার চাঞ্চল্যকর অভিযোগ, তাঁর মেয়ে এবং স্ত্রীকে ধর্ষণ করেছে অয়ন৷ অত্যাচারও চালাতো সে৷ এমন কি, অ্যাসিড ছোড়ারও হুমকি দিত অয়ন৷
advertisement
পুলিশ সূত্রে খবর, মগরহাটে পুলিশ ক্যাম্পের লাগোয়া জঙ্গল থেকেই অয়নের দেহ উদ্ধার করা হয়৷ দেহের সঙ্গে নিখোঁজ অয়নের মিল থাকায় খবর দেওয়া হয় অয়নের পরিবারকে৷ পরে অয়নের পরিবারের সদস্যরা গিয়ে দেহ সনাক্ত করেন৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অয়নকে খুনই করা হয়েছে৷ ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2022 5:35 PM IST