গরু পাচারকাণ্ডে তদন্তে অসহযোগিতা, টানা জেরার পর সিবিআই-এর বন্দি সেহগলকে গ্রেফতার করল ইডি

Last Updated:

ইডি-র দাবি, জেরায় আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন সেহগল

#কলকাতা: তদন্তে অসহযোগিতার অভিযোগ, আসানসোল জেলে চার ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর গরু পাচারকাণ্ডে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সেহগল হোসেনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র দাবি, জেরায় আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন সেহগল। আসানসোল থেকেই দিল্লির আধিকারিকদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। দিল্লির সবুজ সঙ্কেত পাওয়ার পরই সেহগলকে গ্রেফতারির সিদ্ধান্ত নেওয়া হয়। নিজেদের হেফাজতে নিয়ে সেহগলকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
গরু পাচার মামলায় ইতিমধ্যেই সিবিআই গ্রেফতার করেছিল সেহগলকে, আদালতের নির্দেশে আসানসোল জেলে ছিলেন তিনি। শুক্রবার, এই মামলায় ইডির মামলার প্রেক্ষিতে জেলে গিয়ে তাঁকে জেরা করে ইডি, দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে খবর, আসানসোলের অবসরকালীন বেঞ্চে সেহগলকে তোলা হবে।
advertisement
advertisement
অন্যদিকে, গরু পাচারকাণ্ডে চতুর্থ চার্জশিট জমা পড়ল আসানসোল আদালতে। সিবিআই সূত্রের খবর, ৩৫ পাতার এই চার্জশিটে অনুব্রত মণ্ডলকে এই দুর্নীতিকাণ্ডের মূল পৃষ্ঠপোষক বলে চিহ্নিত করা হয়েছে। তদন্তে বীরভূমে বিভিন্ন ব্যাঙ্কের নথি, জমি ও চালকলের কাগজপত্র খতিয়ে দেখে সেগুলি অনুব্রত মণ্ডলের সম্পত্তি বলে জানতে পেরেছে সিবিআই। তৃণমূল নেতার প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনের বিরুদ্ধে যে যে ধারায় মামলা করা হয়েছিল, সেই ধারাগুলোই অনুব্রত মণ্ডলের নামে চার্জশিটে উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
চার্জশিটে উল্লেখ রয়েছে অনুব্রতর বিপুল সম্পত্তির। তালিকায় রয়েছে ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, ৫৩টি দলিল। পাশাপাশি প্রায় ২৫টি বেনামি দলিলের কথা উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, এই বিপুল সম্পত্তি রয়েছে অনুব্রতের পরিবারের। চার্জশিটে তিনটি চালকলের কথা বলা হয়েছে। চালকলগুলির নামে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও তুলে ধরা হয়েছে। কলকাতা ও বীরভূমে অনুব্রতের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও কন্যা সুকন্যা মণ্ডলের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গরু পাচারকাণ্ডে তদন্তে অসহযোগিতা, টানা জেরার পর সিবিআই-এর বন্দি সেহগলকে গ্রেফতার করল ইডি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement