সামান্য স্বস্তি, ৬দিন পর আজ অপরিবর্তিত থাকল জ্বালানির দাম
Last Updated:
#নয়াদিল্লি: গত কয়েকদিন ধরেই রীতিমত ঊর্ধ্বমুখী ছিল জ্বালানির দাম । প্রায় প্রতিদিনই রেকর্ড ছুঁয়েছে পেট্রোল-ডিজেলের দাম । এরই মধ্যে সামান্য স্বস্তির খবর । পেট্রোপণ্যের দাম না কমলেও বুধবারে আর নতুন করে বাড়েনি দাম । গতকালও মুম্বই-এ লিটার প্রতি পেট্রোলের দাম ছিল প্রায় ৮৮ টাকা ২৬ পয়সা, রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৮০ টাকা ৮৭ পয়সা । মঙ্গলবার মুম্বই ও দিল্লিতে ডিজেলের দাম ছিল যথাক্রমে ৭৭টাকা ৪৭ পয়সা ও ৭২ টাকা ৯৭ পয়সা । সোমবারেও চড়েছিল জ্বালানির দাম । তাই বুধবারে দাম অপরিবর্তিত থাকায় সামান্য হলেও স্বস্তি পাওয়া গিয়েছে ।
প্রসঙ্গত, অগস্টের মাঝখান থেকেই পেট্রোপণ্যের দামের পারদ চড়ছিল । পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি প্রায় ৩ টাকা ৯৭ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে প্রায় ৪টাকা ২১ পয়সা। ক্রমবর্ধমান এই মূল্যবৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারে টাকার দামের পতনকেই দায়ী করা হয়েছে । আজও টাকার দামের রেকর্ড পতন হয়ে দাঁড়িয়েছে ৭২.৮৮ ।
advertisement
আরও পড়ুন: প্রতিদিনই ভাঙছে রেকর্ড, আজ টাকার দামে আরও পতন
সোমবারেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল । পেট্রোপণ্যের দামে সরকারি শুল্ক হ্রাস করার দাবিও জানিয়েছিল তাঁরা যদিও কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে এই মুহূর্তে শুল্ক কমানো সম্ভব নয় । পেট্রোপণ্যের প্রকৃত মূল্যের উপর কেন্দ্র ও রাজ্যের শুল্ক চাপিয়েই চূড়ান্ত দাম নির্ধারণ করা হয় । তেল কোম্পানীগুলির মতে নিষ্কাশনের পরে পেট্রোলের দাম থাকে লিটার প্রতি ৪০ টাকা ও ডিজেলের দাম থাকে ৪৩টাকা প্রতি লিটার । এই মুহূর্তে কেন্দ্র প্রতি লিটার পেট্রোলের উপর ১৯ টাকা ৪৮ পয়সা ও ডিজেলের উপর ১৫টাকা ৩৩ পয়সা কর নিয়ে থাকে । এর উপর যোগ হয় VAT।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2018 9:53 AM IST