সামান্য স্বস্তি, ৬দিন পর আজ অপরিবর্তিত থাকল জ্বালানির দাম

Last Updated:
#নয়াদিল্লি: গত কয়েকদিন ধরেই রীতিমত ঊর্ধ্বমুখী ছিল জ্বালানির দাম । প্রায় প্রতিদিনই রেকর্ড ছুঁয়েছে পেট্রোল-ডিজেলের দাম । এরই মধ্যে সামান্য স্বস্তির খবর । পেট্রোপণ্যের দাম না কমলেও বুধবারে আর নতুন করে বাড়েনি দাম । গতকালও মুম্বই-এ লিটার প্রতি পেট্রোলের দাম ছিল প্রায় ৮৮ টাকা ২৬ পয়সা, রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৮০ টাকা ৮৭ পয়সা । মঙ্গলবার মুম্বই ও দিল্লিতে ডিজেলের দাম ছিল যথাক্রমে ৭৭টাকা ৪৭ পয়সা ও ৭২ টাকা ৯৭ পয়সা । সোমবারেও চড়েছিল জ্বালানির দাম । তাই বুধবারে দাম অপরিবর্তিত থাকায় সামান্য হলেও স্বস্তি পাওয়া গিয়েছে ।
প্রসঙ্গত, অগস্টের মাঝখান থেকেই পেট্রোপণ্যের দামের পারদ চড়ছিল । পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি প্রায় ৩ টাকা ৯৭ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে প্রায় ৪টাকা ২১ পয়সা। ক্রমবর্ধমান এই মূল্যবৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারে টাকার দামের পতনকেই দায়ী করা হয়েছে । আজও টাকার দামের রেকর্ড পতন হয়ে দাঁড়িয়েছে ৭২.৮৮ ।
advertisement
আরও পড়ুন: প্রতিদিনই ভাঙছে রেকর্ড, আজ টাকার দামে আরও পতন
সোমবারেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল । পেট্রোপণ্যের দামে সরকারি শুল্ক হ্রাস করার দাবিও জানিয়েছিল তাঁরা যদিও কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে এই মুহূর্তে শুল্ক কমানো সম্ভব নয় । পেট্রোপণ্যের প্রকৃত মূল্যের উপর কেন্দ্র ও রাজ্যের শুল্ক চাপিয়েই চূড়ান্ত দাম নির্ধারণ করা হয় । তেল কোম্পানীগুলির মতে নিষ্কাশনের পরে পেট্রোলের দাম থাকে লিটার প্রতি ৪০ টাকা ও ডিজেলের দাম থাকে ৪৩টাকা প্রতি লিটার । এই মুহূর্তে কেন্দ্র প্রতি লিটার পেট্রোলের উপর ১৯ টাকা ৪৮ পয়সা ও ডিজেলের উপর ১৫টাকা ৩৩ পয়সা কর নিয়ে থাকে । এর উপর যোগ হয় VAT।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
সামান্য স্বস্তি, ৬দিন পর আজ অপরিবর্তিত থাকল জ্বালানির দাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement