নাছোড়বান্দা চর্বিকে বিদায় জানান পুজোর আগেই, দ্রুত ওজন কমাতে ডায়েটে দরকার এই ফলগুলির রস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Weight Loss : ফলের মিষ্টত্ব তো থাকেই ৷ তাই চেষ্টা করুন চিনি না দিতে ৷ বা খুব কম চিনি দিতে
মেটাবলিজমের হার যদি দ্রুত হয় তাহলে ওজন বাড়ানো তুলনায় ওজন কমানো অনেক বেশি কষ্টসাধ্য ৷ চিকিৎসকের পরামর্শ মেনে ডায়েট ও কায়িক পরিশ্রম নিত্য রুটিনে না থাকলে বাড়তি ওজন কমবে না ৷ তবে ডায়েটে কিছু ফলের রস যোগ করলে কিন্তু দ্রুত ফলাফল পেতেও পারেন ৷ তবে খাবার কমিয়ে শুধু উলের রস পান করলে মোটেও চলবে না৷ সঠিক ডায়েট মেনে খেতে হবে ৷ সঙ্গে রাখতে হবে ফলের রস ৷ এবং সবথেকে ভাল হয় যদি এই রস আপনি চিনি ছাড়া পান করতে পারেন ৷ ফলের মিষ্টত্ব তো থাকেই ৷ তাই চেষ্টা করুন চিনি না দিতে ৷ বা খুব কম চিনি দিতে ৷
কমলালেবুর রস-
কমলালেবুতে আছে ভিটামিন সি ৷ মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে এই রস ৷ মেটাবলিজম বাড়লে চর্বি ঝরবে অনেক দ্রুত ৷ তাছাড়া এই রসে ক্যালরি অনেক কম ৷ তাই নাছোড়বান্দা চর্বিকে ঝরাতে কমলালেবুর রস বিকল্পহীন ৷ এ বার শীতকাল এলে কমলালেবুর এই গুণ ভুলে যাবেন না যেন৷
advertisement
advertisement
তরমুজের রস-
এখন সারা বছরই প্রায় তরমুজ পাওয়া যায় ৷ এতে থাকা অ্যামিনো অ্যাসিড দ্রুত ওজন কমাতে খুবই কার্যকরী ৷ পাশাপাশি এই রসের ভিটামিন এ, বি এবং সি মেটাবলিজমের হার বৃদ্ধি করে ৷ ত্বককে তরতাজা রাখে ৷ রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে ৷

advertisement
আরও পড়ুন : পান করুন এই মশলা ভেজানো জল, আপনার থেকে শতহস্ত দূরে থাকবে ব্লাড শুগার ও কোলেস্টেরল
বেদানার রস-
বেদানার রসে আছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট এবং নানা ভিটামিন ৷ ক্যালরি খুব কম হওয়ার কারণে বেদানার রস খিদে কমায়, চর্বি ঝরায় ও মেটাবলিজনের হার বাড়ায় ৷ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ৷
advertisement
বিটরুট রস-
অত্যন্ত পুষ্টিকর বিটের রসে আছে দরকারি ভিটামিন ও খনিজ ৷ ফাইবার খুব বেশি বলে ওজন কমাতে কার্যকর এই সব্জির রস ৷ ইচ্ছে হলে এর সঙ্গে মেশাতে পারেন গাজরের রস ৷
advertisement
লাউয়ের মতো শরীরকে সুশীতল করা সব্জিতে আছে ভিটামিন বি, ফাইবার ও খনিজ ৷ শরীরের মেটাবলিজম বাড়িয়ে মজবুত করে পরিপাক ক্রিয়াকে ৷ এতে স্যাচিওরেটেড ফ্যাট ও কোলেস্টেরল খুব কম ৷ তাই দ্রুত ওজন কমাতে চাইলে আপনার ডায়েটে থাকুক লাউয়ের রস ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 1:00 PM IST