নাছোড়বান্দা চর্বিকে বিদায় জানান পুজোর আগেই, দ্রুত ওজন কমাতে ডায়েটে দরকার এই ফলগুলির রস

Last Updated:

Weight Loss : ফলের মিষ্টত্ব তো থাকেই ৷ তাই চেষ্টা করুন চিনি না দিতে ৷ বা খুব কম চিনি দিতে

মেটাবলিজমের হার যদি দ্রুত হয় তাহলে ওজন বাড়ানো তুলনায় ওজন কমানো অনেক বেশি কষ্টসাধ্য ৷ চিকিৎসকের পরামর্শ মেনে ডায়েট ও কায়িক পরিশ্রম নিত্য রুটিনে না থাকলে বাড়তি ওজন কমবে না ৷ তবে ডায়েটে কিছু ফলের রস যোগ করলে কিন্তু দ্রুত ফলাফল পেতেও পারেন ৷ তবে খাবার কমিয়ে শুধু উলের রস পান করলে মোটেও চলবে না৷ সঠিক ডায়েট মেনে খেতে হবে ৷ সঙ্গে রাখতে হবে ফলের রস ৷ এবং সবথেকে ভাল হয় যদি এই রস আপনি চিনি ছাড়া পান করতে পারেন ৷ ফলের মিষ্টত্ব তো থাকেই ৷ তাই চেষ্টা করুন চিনি না দিতে ৷ বা খুব কম চিনি দিতে ৷
কমলালেবুর রস-
কমলালেবুতে আছে ভিটামিন সি ৷ মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে এই রস ৷ মেটাবলিজম বাড়লে চর্বি ঝরবে অনেক দ্রুত ৷ তাছাড়া এই রসে ক্যালরি অনেক কম ৷ তাই নাছোড়বান্দা চর্বিকে ঝরাতে কমলালেবুর রস বিকল্পহীন ৷ এ বার শীতকাল এলে কমলালেবুর এই গুণ ভুলে যাবেন না যেন৷
advertisement
advertisement
তরমুজের রস-
এখন সারা বছরই প্রায় তরমুজ পাওয়া যায় ৷ এতে থাকা অ্যামিনো অ্যাসিড দ্রুত ওজন কমাতে খুবই কার্যকরী ৷ পাশাপাশি এই রসের ভিটামিন এ, বি এবং সি মেটাবলিজমের হার বৃদ্ধি করে ৷ ত্বককে তরতাজা রাখে ৷ রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে ৷
advertisement
বেদানার রসে আছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট এবং নানা ভিটামিন ৷ ক্যালরি খুব কম হওয়ার কারণে বেদানার রস খিদে কমায়, চর্বি ঝরায় ও মেটাবলিজনের হার বাড়ায় ৷ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ৷
advertisement
বিটরুট রস-
অত্যন্ত পুষ্টিকর বিটের রসে আছে দরকারি ভিটামিন ও খনিজ ৷ ফাইবার খুব বেশি বলে ওজন কমাতে কার্যকর এই সব্জির রস ৷ ইচ্ছে হলে এর সঙ্গে মেশাতে পারেন গাজরের রস ৷
advertisement
লাউয়ের মতো শরীরকে সুশীতল করা সব্জিতে আছে ভিটামিন বি, ফাইবার ও খনিজ ৷ শরীরের মেটাবলিজম বাড়িয়ে মজবুত করে পরিপাক ক্রিয়াকে ৷ এতে স্যাচিওরেটেড ফ্যাট ও কোলেস্টেরল খুব কম ৷ তাই দ্রুত ওজন কমাতে চাইলে আপনার ডায়েটে থাকুক লাউয়ের রস ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নাছোড়বান্দা চর্বিকে বিদায় জানান পুজোর আগেই, দ্রুত ওজন কমাতে ডায়েটে দরকার এই ফলগুলির রস
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement