মু্ম্বইয়ের বস্তি থেকে হ্যারি-মেগানের বিয়েতে, এই তিন মেয়ের গল্প যেন রূপকথা !

Last Updated:

মুম্বইয়ের ঠিকানায় যখন নিমন্ত্রণের চিঠিটা এসে পৌঁছেছিল, তখন যে বিশ্বাসই করতে পারেননি বছর তেইশের সুহানি জলোটা ৷

#মুম্বই: মুম্বইয়ের ঠিকানায় যখন নিমন্ত্রণের চিঠিটা এসে পৌঁছেছিল, তখন যে বিশ্বাসই করতে পারেননি বছর তেইশের সুহানি জলোটা ৷ কিছুটা সময় থ হয়ে দাঁড়িয়ে থেকে এক ঝলকেই দেখে নিয়েছিল পুরো ফ্ল্যাশব্যাক ৷ সুহানির ছোট্ট এনজিও-র ঘরে অতিথি হয়ে এসেছিলেন রাজকুমার হ্যারির স্ত্রী মেগান ৷ সময়ও কাটিয়ে ছিলেন অনেকটাই ৷ কিন্তু সেই মেগানের রয়্যাল বিয়েতে যে নিমন্ত্রণের লিস্টে তাঁর নাম উঠে আসবে সে কথা যেন বিশ্বাসই করতে পারছিলেন সুহানি ৷ তবে রূপকথাও কখনও কখনও সত্যিই হয়, এনজিও-র আরও দু’জনকে সঙ্গে নিয়ে হ্যারি-সুহানির বিয়েতে উপস্থিত থাকবেন সুহানি ৷
advertisement
ins
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, সুহানি, অর্চনা ও দেবরা মু্ম্বইয়ের বস্তি এলাকায় স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করেন ৷ শুধু তাই নয়, তাঁদের স্বেচ্ছাসেবী সংস্থা মান্য মহিলা ফাউন্ডেশন তৈরি করে স্যানিটারি ন্যাপকিনও ৷ যা কিনা স্বল্প মূল্যে পৌঁছে যায় বস্তি এলাকার মহিলাদের কাছে ৷ কিছু বছর আগে এই সংস্থাতেই এসেছিলেন মেগান ৷ সেখান থেকেই সুহানির সঙ্গে তাঁর পরিচয় ৷ আর পরিচয়ের খাতিরেই রয়্যাল বিয়েতে অংশ নিতে লন্ডনে উড়ে গেলেন মুম্বইয়ের এই তিন মেয়ে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মু্ম্বইয়ের বস্তি থেকে হ্যারি-মেগানের বিয়েতে, এই তিন মেয়ের গল্প যেন রূপকথা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement