রাজকুমারের বিয়ের নেমন্তন্নে যাওয়ার আগে কী করছেন প্রিয়াঙ্কা?

Last Updated:

উইনসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে যেখানে চারহাত এক হবে মেগান-হ্যারির, সেখান থেকে ১০ মাইলেরই হয়েছে প্রিয়াঙ্কার থাকার ব্যবস্থা ।

#লন্ডন: আজ রাজবাড়িতে বিয়ের নেমন্তন্ন । একদিন আগেই লন্ডন এসে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া । উইনসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে যেখানে চারহাত এক হবে মেগান-হ্যারির, সেখান থেকে ১০ মাইলেরই হয়েছে প্রিয়াঙ্কার থাকার ব্যবস্থা ।
বন্ধু মেগানের বিয়ের নেমন্তন্নে গিয়েছেন প্রিয়াঙ্কা । তাই বেশ খোশমেজাজেই রয়েছে কোয়ান্টিকো স্টার । ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্টও করে ফেলেছেন এর মধ্যেই ।
advertisement
একটা ছবিতে লন্ডনের গ্রীষ্মকাল উপভোগ করছেন তিনি, অন্য ছবিতে হাসি, আড্ডায় নিজের টিমের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি ।
advertisement
ত মাসে বিয়ের নিমন্ত্রণ পাওয়ার পর প্রিয়াঙ্কা পিপল ম্যাগাজিনকে জানিয়েছিলেন, হ্যারি-মেগান দুজনেরই জীবন বদলে যেতে চলেছে । মেগানের মতো একজন শক্তিশালী ব্যক্তিত্বতে আইকন হিসেবে পেতে চলেছে বিশ্ব ।
কী পরে বিয়ে বাড়ি যাচ্ছেন প্রিয়াঙ্কা ? ইনস্টাগ্রাম পোস্টেই জানিয়েছেন এখনও এসে পৌঁছয়নি সেই পোশাক । তবে ব্রাইডসমেড না হলেও ফ্যাশনিস্তা প্রিয়াঙ্কার দিকে নজর থাকবেই ।
advertisement

Welcomed by the UK sun... #nomakeupnofilter

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
রাজকুমারের বিয়ের নেমন্তন্নে যাওয়ার আগে কী করছেন প্রিয়াঙ্কা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement