রাজকুমারের বিয়ের নেমন্তন্নে যাওয়ার আগে কী করছেন প্রিয়াঙ্কা?
Last Updated:
উইনসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে যেখানে চারহাত এক হবে মেগান-হ্যারির, সেখান থেকে ১০ মাইলেরই হয়েছে প্রিয়াঙ্কার থাকার ব্যবস্থা ।
#লন্ডন: আজ রাজবাড়িতে বিয়ের নেমন্তন্ন । একদিন আগেই লন্ডন এসে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া । উইনসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে যেখানে চারহাত এক হবে মেগান-হ্যারির, সেখান থেকে ১০ মাইলেরই হয়েছে প্রিয়াঙ্কার থাকার ব্যবস্থা ।
বন্ধু মেগানের বিয়ের নেমন্তন্নে গিয়েছেন প্রিয়াঙ্কা । তাই বেশ খোশমেজাজেই রয়েছে কোয়ান্টিকো স্টার । ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্টও করে ফেলেছেন এর মধ্যেই ।
advertisement
একটা ছবিতে লন্ডনের গ্রীষ্মকাল উপভোগ করছেন তিনি, অন্য ছবিতে হাসি, আড্ডায় নিজের টিমের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি ।
advertisement
ত মাসে বিয়ের নিমন্ত্রণ পাওয়ার পর প্রিয়াঙ্কা পিপল ম্যাগাজিনকে জানিয়েছিলেন, হ্যারি-মেগান দুজনেরই জীবন বদলে যেতে চলেছে । মেগানের মতো একজন শক্তিশালী ব্যক্তিত্বতে আইকন হিসেবে পেতে চলেছে বিশ্ব ।
কী পরে বিয়ে বাড়ি যাচ্ছেন প্রিয়াঙ্কা ? ইনস্টাগ্রাম পোস্টেই জানিয়েছেন এখনও এসে পৌঁছয়নি সেই পোশাক । তবে ব্রাইডসমেড না হলেও ফ্যাশনিস্তা প্রিয়াঙ্কার দিকে নজর থাকবেই ।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2018 11:05 AM IST