শিবপুরী : কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়া উত্তাল ছিল অমেঠীর যুবক আরিফের সঙ্গে তাঁর পোষা সারসের বন্ধুত্ব ও বিচ্ছেদ নিয়ে৷ সেরকমই এক আখ্যান ফের ফিরে এল মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়৷ এই জেলার পোহরী বিকাশখণ্ড গ্রামের মালবর্বে শাশ্বত হল মানুষ বিহঙ্গ বন্ধুত্ব৷ গ্রামের এক বাসিন্দার সঙ্গে এক ময়ূরের বন্ধুত্ব বিস্মিত করেছে সকলকে৷ ময়ূরটি সারা দিন থাকে গ্রামবাসীর সঙ্গে৷ রাতে ফিরে যায় নিজের দলে৷
মালবর্বের বাসিন্দা দৌলতরাম ধাকড় জানিয়েছেন তিনি তিন বছর আগে জঙ্গলে একটি ময়ূর শাবককে পড়ে থাকতে দেখেন৷ তার আশেপাশে অন্য কোনও ময়ূরও ছিল না৷ যাতে কোনও বন্য পশু তাকে আক্রমণ না করে দৌলতরাম তাকে বাড়িতে নিয়ে আসেন৷
আরও পড়ুন : এই বিজ্ঞানীই পৃথিবীর একমাত্র মানুষ যাঁর অস্থিভস্ম মিশেছে চাঁদের মাটিতে
ময়ূর শাবকের নাম রাখেন রূবি৷ যথা সময়ে সে বড় হয়ে মিশে গেল ময়ূরের দলের সঙ্গে৷ কিন্তু ভুলতে পারেনি পালক পিতা দৌলতরামকে৷
আরও পড়ুন : স্ত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য নিয়োগ অভিনেত্রী, শেষে ভাড়াটে নকল বউকেই বিয়ে করতে মরিয়া যুবক
ময়ূরের সঙ্গে দৌলতরামের বন্ধুত্বের বয়স পেরিয়েছে ৩ বছর বয়স৷ রোজ তাঁর সঙ্গে দেখা করতে গ্রামে আসে ময়ূরটি৷ কিছু সময় কাটিয়ে ফিরে যায় ময়ূরের দলের কাছে৷ সেখানে রাত কাটিয়ে সকালে ফের চলে আসেন দৌলতরামের কাছে৷ ময়ূর রুবির সঙ্গে খেলা করে দৌলতরামের বাড়ির খুদে সদস্যরাও৷ আজ পর্যন্ত কোনওদিন কোনও বাচ্চার সমস্যা হয়নি৷ কাউকে আঘাত করেনি ময়ূরটি৷ গ্রাম ও সংলগ্ন এলাকায় চর্চিত দৌলতরাম ও রুবি ময়ূরের বন্ধুত্বের কাহিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Friendship, Madhya Pradesh, Peacock, Viral