Fake Marriage Drama: স্ত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য নিয়োগ অভিনেত্রী, শেষে ভাড়াটে নকল বউকেই বিয়ে করতে মরিয়া যুবক

Last Updated:

Fake Marriage Drama:শেষ পর্যন্ত দেখা গেল নকল স্ত্রীর প্রেমে পড়েছেন ওই যুবক

পুলিশ ডেকে নিষ্পত্তি হল বিয়ের নাটক
পুলিশ ডেকে নিষ্পত্তি হল বিয়ের নাটক
মান্দসৌর: ছিলেন ভাড়া করা অভিনেত্রী বউ৷ হয়ে গেলেন সাতপাকে বাঁধা গিন্নি৷ সিনেমার চিত্রনাট্যকে হার মানানো ঘটনা ঘটল মধ্যপ্রদেশে৷ ২১ বছর বয়সি এক তরুণী অভিনেত্রীর কাছে প্রস্তাব আসে৷ অর্থের বিনিময়ে তাঁকে পাঁচ দিনের জন্য স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে হবে৷ কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল নকল স্ত্রীর প্রেমে পড়েছেন ওই যুবক৷ তার পর তাঁর সঙ্গেই বাঁধতে চাইলেন গাঁটছড়া৷ শেষ পর্যন্ত পুলিশ ডেকে নিষ্পত্তি হল বিয়ের নাটক৷
সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ওই তরুণী টেলিভিশন ধারাবাহিক এবং ছবিতে ছোটখাটো ভূমিকায় অভিনয় করেন৷ তাঁর বান্ধবী আয়েষার স্বামী করণের সূত্রে তিনি একটি প্রস্তাব পান৷ করণের বন্ধু মুকেশের স্ত্রীর ভূমিকায় তাঁকে ৫ দিনের জন্য অভিনয় করতে হবে৷ পারিশ্রমিক পাবেন ১ হাজার টাকা৷ এর পর তিনি করণের সঙ্গে পৌঁছন মধ্যপ্রদেশের মান্দসৌর গ্রামে৷ সেখানেই তাঁর সঙ্গে আলাপ হয় তৎকালীন নকল বর মুকেশের সঙ্গে৷ শুরু হয় নকল বর-বউয়ের ভূমিকায় অভিনয়৷ মুকেশের পরিবারের কাছে তিনিই পরিচিত হলেন স্ত্রী হিসেবে৷
advertisement
আরও পড়ুন :  এই বিজ্ঞানীই পৃথিবীর একমাত্র মানুষ যাঁর অস্থিভস্ম মিশেছে চাঁদের মাটিতে
এদিকে নকল স্ত্রীকে দেখে প্রথম দর্শনেই প্রেমে পড়েন মুকেশ৷ এদিকে চুক্তি মতো পাঁচ দিন কেটে যাওয়ার পর পারিশ্রমিক নিয়ে চলে যেতে চান ওই অভিনেত্রী৷ সেখানেই গল্পে ট্যুইস্ট৷ মুকেশ তাঁকে চলে যেতে দিতে নারাজ৷ তিনি জানান এটা আসল বিয়ে৷ এবং তার জন্যই করণকে টাকা দিয়েছেন৷ এ সময় করণকেও ফোন করেন ওই তরুণী৷ কিন্তু অভিযোগ তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান৷
advertisement
advertisement
আরও পড়ুন :  তীব্র গরম ও তাপপ্রবাহে দগ্ধ হতে চলেছে কলকাতা-সহ রাজ্য, জানুন আবহাওয়ার চরম পূর্বাভাস
ফাঁদে পড়েছেন বুঝতে পেরে ওই তরুণী মুম্বইয়ে তাঁর এক বান্ধবীকে ফোন করেন৷ সেই বান্ধবী ধরাভি থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ থানার সিনিয়র ইন্সপেক্টর বিজয় খণ্ডলগাঁওকর জানান তাঁরা যখন মান্দসৌর গ্রামে পৌঁছন, তত ক্ষণে করণ এবং মুকেশ পলাতক৷
advertisement
অভিযোগকারিণীকে মুম্বইয়ে এনেছে পুলিশ৷ তিনি জানিয়েছেন কোনও রকম যৌন হেনস্থার শিকার তিনি হননি৷ অভিযুক্ত করণ, আয়েষা এবং মুকেশের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Fake Marriage Drama: স্ত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য নিয়োগ অভিনেত্রী, শেষে ভাড়াটে নকল বউকেই বিয়ে করতে মরিয়া যুবক
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement