Fake Marriage Drama: স্ত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য নিয়োগ অভিনেত্রী, শেষে ভাড়াটে নকল বউকেই বিয়ে করতে মরিয়া যুবক

Last Updated:

Fake Marriage Drama:শেষ পর্যন্ত দেখা গেল নকল স্ত্রীর প্রেমে পড়েছেন ওই যুবক

পুলিশ ডেকে নিষ্পত্তি হল বিয়ের নাটক
পুলিশ ডেকে নিষ্পত্তি হল বিয়ের নাটক
মান্দসৌর: ছিলেন ভাড়া করা অভিনেত্রী বউ৷ হয়ে গেলেন সাতপাকে বাঁধা গিন্নি৷ সিনেমার চিত্রনাট্যকে হার মানানো ঘটনা ঘটল মধ্যপ্রদেশে৷ ২১ বছর বয়সি এক তরুণী অভিনেত্রীর কাছে প্রস্তাব আসে৷ অর্থের বিনিময়ে তাঁকে পাঁচ দিনের জন্য স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে হবে৷ কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল নকল স্ত্রীর প্রেমে পড়েছেন ওই যুবক৷ তার পর তাঁর সঙ্গেই বাঁধতে চাইলেন গাঁটছড়া৷ শেষ পর্যন্ত পুলিশ ডেকে নিষ্পত্তি হল বিয়ের নাটক৷
সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ওই তরুণী টেলিভিশন ধারাবাহিক এবং ছবিতে ছোটখাটো ভূমিকায় অভিনয় করেন৷ তাঁর বান্ধবী আয়েষার স্বামী করণের সূত্রে তিনি একটি প্রস্তাব পান৷ করণের বন্ধু মুকেশের স্ত্রীর ভূমিকায় তাঁকে ৫ দিনের জন্য অভিনয় করতে হবে৷ পারিশ্রমিক পাবেন ১ হাজার টাকা৷ এর পর তিনি করণের সঙ্গে পৌঁছন মধ্যপ্রদেশের মান্দসৌর গ্রামে৷ সেখানেই তাঁর সঙ্গে আলাপ হয় তৎকালীন নকল বর মুকেশের সঙ্গে৷ শুরু হয় নকল বর-বউয়ের ভূমিকায় অভিনয়৷ মুকেশের পরিবারের কাছে তিনিই পরিচিত হলেন স্ত্রী হিসেবে৷
advertisement
আরও পড়ুন :  এই বিজ্ঞানীই পৃথিবীর একমাত্র মানুষ যাঁর অস্থিভস্ম মিশেছে চাঁদের মাটিতে
এদিকে নকল স্ত্রীকে দেখে প্রথম দর্শনেই প্রেমে পড়েন মুকেশ৷ এদিকে চুক্তি মতো পাঁচ দিন কেটে যাওয়ার পর পারিশ্রমিক নিয়ে চলে যেতে চান ওই অভিনেত্রী৷ সেখানেই গল্পে ট্যুইস্ট৷ মুকেশ তাঁকে চলে যেতে দিতে নারাজ৷ তিনি জানান এটা আসল বিয়ে৷ এবং তার জন্যই করণকে টাকা দিয়েছেন৷ এ সময় করণকেও ফোন করেন ওই তরুণী৷ কিন্তু অভিযোগ তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান৷
advertisement
advertisement
আরও পড়ুন :  তীব্র গরম ও তাপপ্রবাহে দগ্ধ হতে চলেছে কলকাতা-সহ রাজ্য, জানুন আবহাওয়ার চরম পূর্বাভাস
ফাঁদে পড়েছেন বুঝতে পেরে ওই তরুণী মুম্বইয়ে তাঁর এক বান্ধবীকে ফোন করেন৷ সেই বান্ধবী ধরাভি থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ থানার সিনিয়র ইন্সপেক্টর বিজয় খণ্ডলগাঁওকর জানান তাঁরা যখন মান্দসৌর গ্রামে পৌঁছন, তত ক্ষণে করণ এবং মুকেশ পলাতক৷
advertisement
অভিযোগকারিণীকে মুম্বইয়ে এনেছে পুলিশ৷ তিনি জানিয়েছেন কোনও রকম যৌন হেনস্থার শিকার তিনি হননি৷ অভিযুক্ত করণ, আয়েষা এবং মুকেশের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Fake Marriage Drama: স্ত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য নিয়োগ অভিনেত্রী, শেষে ভাড়াটে নকল বউকেই বিয়ে করতে মরিয়া যুবক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement