Wi-Fi in Rail Station: হল্ট স্টেশন বাদে সারা দেশে ৬ হাজারেরও বেশি স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দিচ্ছে RailTel

Last Updated:

Free WiFi at Railway Station: RailTel জানিয়েছে, হল্ট স্টেশনগুলি বাদ দিয়ে ভারতের প্রায় সমস্ত রেলস্টেশনে Wi-Fi পরিষেবা (Wi-Fi in Rail Station) প্রদানের পথে এগিয়ে গিয়েছে তারা।

এর পরের স্ক্রিনে Other Payment Options এর অধীনে UPI লেখার উপরে ট্যাপ করে কপি করা নিজের UPI IP পেস্ট করে Pay অপশন সিলেক্ট করে নিন
এবার আপনার ফোনে একটি SMS আসবে। এই SMS এর মধ্যে থাকা লিঙ্কে ট্যাপ করলে UPI অ্যাপ পেমেন্টের অপশন চলে আসবে
UPI পিন দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করে IRCTC Rail Connect অ্যাপে ফিরে এলে আপনার টিকিট কাটার প্রক্রিয়া শেষ হবে। এর পরে আপনার কাছে টিকিটের ইমেল পাঠিয়ে দেওয়া হবে।
এর পরের স্ক্রিনে Other Payment Options এর অধীনে UPI লেখার উপরে ট্যাপ করে কপি করা নিজের UPI IP পেস্ট করে Pay অপশন সিলেক্ট করে নিন এবার আপনার ফোনে একটি SMS আসবে। এই SMS এর মধ্যে থাকা লিঙ্কে ট্যাপ করলে UPI অ্যাপ পেমেন্টের অপশন চলে আসবে UPI পিন দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করে IRCTC Rail Connect অ্যাপে ফিরে এলে আপনার টিকিট কাটার প্রক্রিয়া শেষ হবে। এর পরে আপনার কাছে টিকিটের ইমেল পাঠিয়ে দেওয়া হবে।
#নয়াদিল্লি: ভারতের ৬,০০০ টিরও বেশি রেলস্টেশনে হাইস্পিড Wi-Fi ইন্টারনেট (Wi-Fi in Rail Station) স্থাপন করেছে RailTel। বর্তমানে ৬,১০০ টি স্টেশনে Wi-Fi ইন্টারনেট সুবিধা প্রদান করে RailTel এবং এই তালিকায় সর্বশেষ যুক্ত হওয়া স্টেশনটি হল উত্তরপ্রদেশের রায়বেরেলি অঞ্চলের উবার্নি রেল স্টেশন। RailTel দেশের বিভিন্ন রেলস্টেশনে Wi-Fi বসানোর জন্য Google-এর দক্ষতা ব্যবহার করেছে। এখন অবশ্য সার্চ জায়ান্ট গুগল এই অংশীদারিত্ব থেকে সরে এসেছে। RailTel নিজেই ওয়াইফাই পরিষেবা (Wi-Fi in Rail Station) পরিচালনা করছে দেশজুড়ে। RailTel জানিয়েছে, হল্ট স্টেশনগুলি বাদ দিয়ে ভারতের প্রায় সমস্ত রেলস্টেশনে Wi-Fi পরিষেবা (Wi-Fi in Rail Station) প্রদানের পথে এগিয়ে গিয়েছে তারা।
PSU আরও জানিয়েছে, যে ৬,১০০ টি স্টেশনে এটি Wi-Fi পরিষেবা সরবরাহ করে তার ৫,০০০ টিরও বেশি স্টেশন দেশের গ্রামীণ অংশে অবস্থিত। রেল স্টেশনগুলিতে বিনামূল্যে Wi-Fi পরিষেবা (Wi-Fi in Rail Station) দেওয়ার বিষয়টি ২০১৫ সালে প্রথম ভাবা হয়েছিল। সেই সময় এই পরিষেবা সম্পর্কে বিপণন এবং যোগাযোগের ক্ষেত্রে Google-এর একটি শক্তিশালী ভূমিকা ছিল। নেপথ্যে থেকে, যাতে ব্যবহারকারীদের কোনও সমস্যা না হয়, সেই বিষয়টি দেখত RailTel।
advertisement
advertisement
দেশের গ্রামীণ অংশে প্রিমিয়াম ইন্টারনেট পরিষেবার বিলাসিতা নেই। কিন্তু মোবাইল কানেক্টিভিটি ইদানীং বেশ মজবুত এবং সাশ্রয়ীও। হাই স্পিড ইন্টারনেট থাকায় লক্ষ লক্ষ মানুষ স্টেশনে বসেই ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে যোগাযোগ রক্ষা করতে পারেন তো বটেই, মোবাইলে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করাও সম্ভব এই ওয়াইফাই (Wi-Fi in Rail Station) ব্যবহার করে।
advertisement
বিনামূল্যের Wi-Fi পরিষেবা ব্যবহার করতে ফোনে RailTel Wi-Fi নেটওয়ার্ক খুঁজে পেতে হবে। আপনার মোবাইল নম্বর ব্যবহার করে সাইন আপ করতে হবে। OTP পাসওয়ার্ডের মাধ্যমে এই সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন হবে৷ Wi-Fi নেটওয়ার্ক একটি ডিভাইসে ২০ Mbps পর্যন্ত গতি দিতে পারে। রেলস্টেশনে কতজন ব্যবহারকারী ওয়াইফাই (Wi-Fi in Rail Station) ব্যবহার করছেন তার উপরেও এই গতির বিষয়টি নির্ভর করে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Wi-Fi in Rail Station: হল্ট স্টেশন বাদে সারা দেশে ৬ হাজারেরও বেশি স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দিচ্ছে RailTel
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement