AAP: সাফাই নিয়ে গড়িমসির প্রতিবাদে নোংরা নর্দমায় ঝাঁপ দিলেন আপ কাউন্সিলর! দুধ দিয়ে স্নান করালেন সমর্থকরা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
AAP Councilor Jumps into Drain: বিগত পনেরো বছর ধরে এই পুরসভা নিজেদের দখলে রেখেছে বিজেপি।
#নয়াদিল্লি: রাজধানীর নিকাশি ব্যবস্থার (Delhi Sewage) দুর্দশার ছবি তুলে ধরতে গিয়ে উপচে পড়া নর্দমায় ঝাঁপিয়ে পড়লেন আম আদমি পার্টির (AAP) কাউন্সিলর হাসিব-উল-হাসান (AAP Councilor Haseeb-Ul-Hasan)। শাস্ত্রী পার্ক এলাকার এক নর্দমায় বুক সমান নোংরা জলে দাঁড়িয়ে কিছু জিনিসপত্র দিয়ে নর্দমা পরিষ্কার করতে দেখা যায় তাঁকে। তবে এখানেই শেষ না, নর্দমা থেকে উঠে আসার পরেই বলিউডের অনিল কাপুরের ‘নায়ক’ সিনেমার কায়দায় তাঁর সমর্থকরা (AAP) দুধ দিয়ে স্নান করিয়ে দেন কাউন্সিলর হাসিব-উল-হাসানকে! পরে তিনি জানিয়েছেন, নালা উপচে পড়ার সমস্যা নিয়ে বারেবারে স্থানীয় প্রশাসন, বিধায়ককে জানিয়েও কোনও লাভ না হওয়ায় নিজেই নোংরার মধ্যে ঝাঁপ দিতে বাধ্য হন তিনি।
नाले में https://t.co/apkG8A1Md5 pic.twitter.com/3ZfXcpeScS
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) March 22, 2022
advertisement
एमसीडी चुनावी ड्रामा ! पूर्वी दिल्ली से आप पार्षद हसीब उल हसन नाले की सफाई के लिए नाले में उतरे ,फिर उन्हें दूध से नहलाया गया pic.twitter.com/NAIjgdHpnH
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) March 22, 2022
advertisement
পূর্ব দিল্লির গান্ধিনগর বিধানসভায় বারেবারেই নালা উপচে যাওয়ার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে (MCD Election 2022) এবার বিজেপিকে হারিয়ে জিততে মরিয়া আম আদমি পার্টি (AAP)। বিজেপির বিরুদ্ধে পুরভোট পিছিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগও এনেছে আপ। এই বছরই এপ্রিল মাসে পুরসভার ভোট হওয়ার কথা ছিল কিন্তু কেন্দ্রীয় সরকার তা স্থগিত করে দেয়। কেন্দ্রের লক্ষ্য দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনকে একসঙ্গে মিলিয়ে দেওয়া হবে। মঙ্গলবার এই বিষয়ে কেন্দ্রীয় ক্যাবিনেটে একটি বিলও পাস হয়ে গিয়েছে।
advertisement
দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল লোকসভায় চলতি বাজেট অধিবেশনেই পেশ করা হবে বলে সূত্রের খবর। বিগত পনেরো বছর ধরে এই পুরসভা নিজেদের দখলে রেখেছে বিজেপি। আপের অভিযোগ, বিশেষ করে পঞ্জাবে আম আদমি পার্টির (AAP) বিপুল জয়ের পরে হেরে যাওয়ার ভয়েই পুরভোট পিছিয়ে দিতে চাইছে বিজেপি।
advertisement
অন্যদিকে, এই মাসের গোড়ার দিকেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে কর্পোরেশন নির্বাচন আয়োজনে দেরি না করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন জানিয়েছেন। “প্রধানমন্ত্রী, সরকার আসবে, সরকার যাবে, আপনিও থাকবেন না, আমিও না। কিন্তু দেশের প্রতিষ্ঠানগুলোকে আলগা হতে দেবেন না। দিল্লির মিউনিসিপাল নির্বাচন স্থগিত করবেন না,” একটি ভিডিওবার্তায় বলেছিলেন কেজরিওয়াল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2022 3:59 PM IST