Digha Jagannath Temple: পুরীর আদলেই দিঘায় জগন্নাথ মন্দির গড়ছে রাজ্য সরকার, ১২৮ কোটি টাকার চোখ ধাঁধানো নকশা মন্দিরের

Last Updated:

CM Mamata Banerjee: ইতিমধ্যেই এই মন্দিরের জন্য ৮ কোটি টাকা দিয়ে জমি কিনেও নেওয়া হয়েছে। রাজ্য সরকার এই মন্দির তৈরির জন্য ১২৮ কোটি টাকা বরাদ্দ করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়. File Photo
মমতা বন্দ্যোপাধ্যায়. File Photo
#দিঘা: পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) আদলে এবার দিঘাতেও জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) নির্মাণের পরিকল্পনা রাজ্য সরকারের। ইতিমধ্যেই একাধিকবার একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, "সবাই পুরী যায় জগন্নাথ মন্দির দর্শন করতে। দিঘায় কেন এরকম মন্দির হবে না? সমুদ্রের ধারে একটা মন্দির থাকা ভালো।" রাজ্য সরকার সূত্রে খবর, ইতিমধ্যেই এই মন্দিরের জন্য ৮ কোটি টাকা দিয়ে জমি কিনেও নেওয়া হয়েছে। রাজ্য সরকার এই মন্দির তৈরির জন্য ১২৮ কোটি টাকা বরাদ্দ করেছে।
পুরীর জগন্নাথ মন্দিরের মতো অত বড় না হলেও ওই মন্দিরের আদলেই দিঘায় জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) হবে। বর্তমানে দিঘা-মন্দারমণি-তাজপুর মিলিয়ে একটি ট্যুরিজম সার্কিট গঠিত হয়েছে। দিঘায় (Digha Tourism) সমুদ্র তীরে এই মন্দির তৈরি হয়ে গেলে, সমুদ্র ও মন্দির দু'টিই একসঙ্গে মিলবে। একদিকে সমুদ্র সৈকত। অন্যদিকে জগন্নাথ মন্দির। সুতরাং পুরী যেতে না পারলেও চটজলদি দিঘায় আসতে পারবেন পর্যটকরা। এই বিষয়টি ভেবেই পরিকল্পনা করছে রাজ্য সরকার।
advertisement
advertisement
ইতিমধ্যেই ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। তাই নিয়েও মুখ্যমন্ত্রী অত্যন্ত আনন্দিত। এবার দিঘায় জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) হয়ে গেলে বাইরে থেকেও তা দেখতে পর্যটকরা রাজ্যে আসবেন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "সারা পৃথিবীতে বন্দিত হবে বাংলা। দিঘায় জগন্নায় মন্দির বাইরে থেকে মানুষ দেখতে এলে সেখানে পর্যটনের বিকাশ হবে।" এখানে পর্যটকরা এলে তাঁরা পুজো দেবেন, নানা জিনিসপত্র কিনবেন। ফলে অর্থের জোগান বাড়বে। যা স্থানীয় স্তরের অর্থনীতিকেও শক্তিশালী করবে বলেও মনে করে প্রশাসনিক মহল। তাছাড়া স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে। তৃতীয়বার ক্ষমতায় এসে কর্মসংস্থান এখন পাখির চোখ মুখ্যমন্ত্রীর।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, দিঘার জগন্নাথ মন্দিরকে নতুন করে গড়ে পুরীর ধাঁচেই ধর্মীয় পর্যটন ক্ষেত্র গড়ে তোলা হবে।
advertisement
প্রায় দু’একর জমিতে ওই মন্দির (Digha Jagannath Temple) গড়ে উঠবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। হিডকোর তরফে মন্দির তৈরির জন্য টেন্ডার ডাকা হয়েছে। জগন্নাথ ধাম ও সংস্কৃতি চর্চা গঠন করা হবে। মন্দিরের যে প্রস্তাবিত নকশা চূড়ান্ত হয়েছে তা চোখ ধাঁধানো। রাজ্যের লক্ষ্য দ্রুত সেই কাজ শেষ করা। ঘূর্ণিঝড় ইয়াসের পরে দিঘার একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। দিঘাকে ফের সাজানো হয়েছে। মন্দির তৈরি হয়ে গেলে দিঘায় আরও বেশি পর্যটক আসবে বলে আশাবাদী রাজ্য।
advertisement
Abir Ghoshal
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Digha Jagannath Temple: পুরীর আদলেই দিঘায় জগন্নাথ মন্দির গড়ছে রাজ্য সরকার, ১২৮ কোটি টাকার চোখ ধাঁধানো নকশা মন্দিরের
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement