অর্থনৈতিক মন্দা কাটাতে নির্মলা সীতারমণের ১০ দাওয়াই

Last Updated:

অর্থনীতিতে মন্দার আশঙ্কা প্রকাশ করেছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। তারপরই অর্থনীতিতে গতি ফেরাতে একগুচ্ছ ঘোষণা অর্থমন্ত্রীর।

#নয়াদিল্লি: অর্থনীতিতে মন্দার আশঙ্কা প্রকাশ করেছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। তারপরই অর্থনীতিতে গতি ফেরাতে একগুচ্ছ ঘোষণা অর্থমন্ত্রীর।  কোনও আর্থিক প্যাকেজ ঘোষণা হল না। তবে বিদেশি বিনিয়োগ টানতে মূলধনী লাভে সারচার্জ তুলে নেওয়া হল। যদিও এতে সুবিধা পাবেন শেয়ার বাজারের বড় লগ্নিকারীরাই।
অর্থনীতিতে গতি ফেরাতে একাধিক ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থনীতি। সেইসব ঘোষণা দেখে আর্থিক বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, এর অনেকগুলোই অর্থমন্ত্রীর বাজেট ভাষণে ছিল। বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মূলধন, জিএসটির সরলীকরণ, সস্তার আবাসনে জোর দেওয়ার মতো ঘোষণা।
তবে বাড়ি, গাড়ির বাজার বাড়ানো ও জিএসটি নিয়ে উদ্বেগে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর। মিলল সুদে স্বস্তি, বাড়ি ও গাড়ির ঋণে সুদ কমানোর উদ্যোগ ৷ সুদ কমাতে ব্যাঙ্কগুলোতে নির্দেশিকা দেওয়া হবে ৷ গ্রাহকদেরও রেপো রেট কমার সুবিধা দেবে ব্যাঙ্ক ৷ ছোট ও মাঝারি সংস্থাকেও দেওয়া হবে বাড়তি ঋণ ৷
advertisement
advertisement
নজর গাড়ি শিল্পে ৷ ধুঁকতে থাকা অটোমাবাইল শিল্পে গতি আনতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দাওয়াই ৷ সরকারি দফতরে গাড়ি কেনায় নিষেধাজ্ঞা উঠল ৷ পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি কিনতে ছাড় সব মন্ত্রককে ৷ এককালীন রেজিস্ট্রেশন ফি এখনই চালু হচ্ছে না ৷ ২০২০ সালে মার্চ ভারত স্টেজ ৪ গাড়ি কেনা যাবে ৷ রেজিস্ট্রেশনের মেয়াদ পর্যন্ত সমস্ত গাড়ি থাকবে বৈধ ৷
advertisement
জিএসটি নিয়েও অর্থনৈতিক সংস্কার ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা, ৩০ দিনে বকেয়া জিএসটি ফেরত দেবে কেন্দ্র ৷ স্টার্ট আপে এঞ্জেল ট্যাক্স উঠছে ৷ ছোট সংস্থায় ৬০ দিনে জিএসটি ফেরত দেওয়া হবে ৷ অক্টোবর থেকে স্বেচ্ছায় কর মূল্যায়নের ব্যবস্থা ৷
ব্যবসায়িক ও কর্পোরেট সংস্থাগুলিকে সুবিধা দিতেও বেশ কিছু ঘোষণা হয়েছে ৷ শেয়ার বাজারে মূলধনী বিনিয়োগে সারচার্জ উঠল ৷ দীর্ঘমেয়াদি মূলধনী লাভেও বাড়তি সারচার্জ দিতে হবে না ৷ সামাজিক দায়বদ্ধতা খাতে খরচ না করলে ফৌজদারি মামলা নয় ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
অর্থনৈতিক মন্দা কাটাতে নির্মলা সীতারমণের ১০ দাওয়াই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement