Operation Ganga in Ukraine Crisis: ফের জরুরি বৈঠকে মোদি, ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধারে যাচ্ছেন চার কেন্দ্রীয় মন্ত্রী

Last Updated:

ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরাতে চালু করা হয়েছে অপারেশন গঙ্গা। আজ ভোররাতেই একটি বিমানে দেশে ফেরানো হয়েছে দুশোর উপর পড়ুয়াকে (Operation Ganga)।

ইউক্রেনে আটক ভারতীয় নিয়ে ফিরেছে পাঁচটি বিমান৷
ইউক্রেনে আটক ভারতীয় নিয়ে ফিরেছে পাঁচটি বিমান৷
#নয়াদিল্লি: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে গতকাল রাতের পর আজ সকালেও উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই বৈঠকেই ইউক্রেনের (Ukraine Crisis) প্রতিবেশী দেশগুলিতে কেন্দ্রীয় মন্ত্রীদের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রতিনিধি দলে থাকছেন, নগরোন্নয়নমন্ত্রী হরদীপ সিং পুরি, অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আইনমন্ত্রী কিরেণ রিজিজু এবং আরেক কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে  নো ফ্লাইং জোন জারি হওয়ায় সোমালিয়া, রোমানিয়া, বুদাপেস্ট, বুচারেস্টের মতো দেশগুলির সীমা ব্যবহার করে ভারতীয়দের ফেরানোর কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরাতে চালু করা হয়েছে অপারেশন গঙ্গা (Operation Ganga in Ukraine Crisis)। আজ ভোররাতেই একটি বিমানে দেশে ফেরানো হয়েছে দুশোর উপর পড়ুয়াকে।
advertisement
advertisement
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের ফেরানো নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতে থাকা আত্মীয়দের। সসামাজিক মাধ্যম, আন্তর্জাতিক সংবাদমাধ্যম মারফৎ সেখানে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ভিডিও বার্তা এসে পৌঁছেছে। কেউ বোম্ব শেল্টার, কেউ অন্য কোনও নিরাপদ আশ্রয়ে রয়েছেন এবং সেখান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে ভারত সরকারের কাছে দ্রুত উদ্ধারের আবেদন করেছেন। কেউ কিভ শহরে, কেউ সেখান থেকে ৫০-৬০ কিলোমিটার বা তার বেশি দূরের কোনও শহরে রয়েছেন। বাঙ্কারে আশ্রয় নিয়ে তাঁরা দিনভর শুনেছেন বোমা, গুলির শব্দ।
advertisement
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উপরে চাপ বাড়ছে প্রতিমুহুর্তে। সামাজিক মাধ্যমে অনেক পরিবারের আত্মীয়ই পরিবারের সদস্যকে দ্রুত ফিরিয়ে আনার জন্য। গতকাল ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, "রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। সেখানে ভারতীয়দের নিয়ে উদ্বেগ জানিয়েছে। যে সমস্ত জায়গায় ভারতীয়রা আটকে আছেন সেই সমস্ত জায়গার নাম জানিয়েছি। দুই দেশের রাষ্ট্রদূত আমাদের উদ্বেগের কথা শুনেছেন এবং সে দেশে থাকা ভারতীয়দের সুরক্ষা নিয়ে আশ্বাস দিয়েছেন।"
advertisement
সীমান্তবর্তী এলাকায় যে ভারতীয়রা রয়েছেন, তাঁদের সংগঠিতভাবে সীমান্তের চেকপোস্টে গিয়ে ভারতের বিদেশমন্ত্রকের প্রতিনিধিদের কথা বলার আবেদন জানিয়েছেন। বুদাপেস্টে ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি জারি করে একই নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে বিশেষ করে পড়ুয়াদের নিজেদের সঙ্গে পাসপোর্ট, নগদ এবং জরুরি অবস্থায় খরচের জন্য মার্কিন ডলার, করোনার দু'টি ডোজ সম্পূর্ণ করার শংসাপত্র রাখতে বলার পাশাপাশি ভারতের জাতীয় পতাকার প্রিন্ট আউট গাড়িতে লাগিয়ে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Operation Ganga in Ukraine Crisis: ফের জরুরি বৈঠকে মোদি, ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধারে যাচ্ছেন চার কেন্দ্রীয় মন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement