মোদি নেই, বিশ্বের সেরা ৫০ লিডারের তালিকায় অরবিন্দ কেজরিওয়াল !
Last Updated:
প্রকাশ্যে এল ফরচুন ম্যাগাজিনের বিশ্বের সেরা লিডারের তালিকা ৷ বাণিজ্য, সরকার, রাজনীতি, শিল্পকলার এই সব ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মধ্যে থেকে বেছে নেওয়া হয় সেরাদের ৷
#নয়াদিল্লি: প্রকাশ্যে এল ফরচুন ম্যাগাজিনের বিশ্বের সেরা লিডারের তালিকা ৷ বাণিজ্য, সরকার, রাজনীতি, শিল্পকলার এই সব ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মধ্যে থেকে বেছে নেওয়া হয় সেরাদের ৷ তবে ফরচুনের এবারের লিস্টে রয়েছে চমক ! বিশ্বজুড়ে সেরা লিডারের তালিকা থেকে বাদ পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর তালিকায় যুক্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল !
ফরচুনের তালিকায় সেরার শিরোপা কেড়ে নিয়েছেন অ্যামাজনের কর্ণধার জেফ বিজোস ! আর কেজরিওয়াল ৪২-এর ঘরে ৷ ফরচুন ম্যাগাজিনের তরফ থেকে জানানো হয়েছে, দিল্লির দূষণ দূর করতে কেজরিওয়ালের জোড়-বিজোড় নীতিই তাঁকে সেরা নেতৃত্বের তালিকায় এনে দিয়েছে ৷ বিশ্বের সেরা হওয়ার খবর পেয়ে স্বভাবতই আপ্লুত কেজরিওয়াল !
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2016 1:10 PM IST