Sandip Dikshit: মাকে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল, ১২ বছর পর সেই নতুন দিল্লিতেই 'হিসেব মেলালেন' শীলা পুত্র সন্দীপ

Last Updated:

একদিন যাঁকে হারিয়ে ক্ষমতা দখল করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তাঁর পরাজয়ে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপেরও অবদান থাকল৷

কেজরিওয়ালের হারে অবদান থাকল প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপেরও৷
কেজরিওয়ালের হারে অবদান থাকল প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপেরও৷
নয়াদিল্লি: ১২ বছর আগে এই নতুন দিল্লি কেন্দ্র থেকেই তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়ে মসনদে বসেছিলেন তিনি৷ দশ বছরের বেশি দিল্লি শাসনের পর সেই নতুন দিল্লি কেন্দ্র থেকে পরাজিত হতে হলে অরবিন্দ কেজরিওয়ালকে৷ একদিন যাঁকে হারিয়ে ক্ষমতা দখল করেছিলেন তিনি, কেজরিওয়ালের পরাজয়ে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপেরও অবদান থাকল৷
নতুন দিল্লি কেন্দ্র থেকে বিজেপির পরভেশ ভার্মার কাছে পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷ এই কেন্দ্র থেকেই শীলা দীক্ষিতের ছেলে সন্দীপকে প্রার্থী করেছিল কংগ্রেস৷ ভোটের ফল বেরোতে দেখা যায়, বিজেপি-র পরভেশ ভার্মার কাছে ৪০৮৯ ভোটে পরাজিত হয়েছেন কেজরিওয়াল৷ সেখানে কংগ্রেসের সন্দীপ দীক্ষিত পেয়েছেন ৪৫৬৮টি ভোট৷ ফলে শুধু দিল্লির ক্ষমতা হাতছাড়া নয়, কেজরিওয়ালের পরাজয়েও বড় ভূমিকা থাকল কংগ্রেসের৷ অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা সেরকমই দাবি করছেন৷ তাঁদের মতে, আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হলে এই নয়াদিল্লি কেন্দ্র থেকে কেজরিওয়ালের জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যেত৷
advertisement
advertisement
নতুন দিল্লি আসনটির আগে নাম ছিল গোল মার্কেট৷ ১৯৯৮ এবং ২০০৩ সালে এই কেন্দ্র থেকে জয় পান শীলা দীক্ষিত৷ সীমানা পুনর্বিন্যাসের পর আসনটির নাম হয় নতুন দিল্লি৷ ২০০৮ সালে ফের ওই কেন্দ্র থেকে জয় পান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত৷ ২০১৩ সালে অরবিন্দ কেজরিওয়ালের কাছে পরাজিত হন তিনি৷
advertisement
দিল্লির ফল বলছে, ৪৫ শতাংশ ভোট পেয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি৷ ৪৮টি আসনে জয় পেয়েছে তারা৷ অন্যদিকে আপ পেয়েছে মাত্র ২২টি আসন৷ আসন সংখ্যার নিরিখে বিজেপি-র সঙ্গে আপ-এর ব্যবধান অনেকটা বেশি হলেও ভোট শতাংশের নিরিখে পদ্ম শিবিরের তুলনায় মাত্র ২ শতাংশ ভোট কম পেয়েছে আপ৷ তাদের ঝুলিতে এসেছে ৪৩ শতাংশ ভোট৷ কংগ্রেস পেয়েছে ৬ শতাংশ ভোট৷ ফলে সার্বিক ভাবেও আপ-কংগ্রেস জোট হলে দিল্লির ভোটের ফলও অনেকটাই অন্যরকম হত, এমনটাই মত বিশেষজ্ঞদের৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sandip Dikshit: মাকে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল, ১২ বছর পর সেই নতুন দিল্লিতেই 'হিসেব মেলালেন' শীলা পুত্র সন্দীপ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement