Anna Hazare on Arvind Kejriwal: অর্থ-ক্ষমতা-মদেই কেজরিওয়ালের পতন! দিল্লিতে আপ হারতেই মুখ খুললেন অন্না হাজারে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
দিল্লির বিধানসভা নির্বাচনে আপকে হারিয়ে ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি৷ দলের ভরাডুবির মধ্যে নিজেও নতুন দিল্লি কেন্দ্র থেকে হেরেছেন অরবিন্দ কেজরিওয়াল৷
নয়াদিল্লি: তাঁর শুরু করা দুর্নীতি বিরোধী আন্দোলনের সূত্রেই পরিচিতি পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷ একসঙ্গে মঞ্চে বসে আন্দোলন করলেও পরবর্তী সময়ে পথ আলাদা হয়ে যায় তাঁদের৷ এবার দিল্লিতে আম আদমি পার্টির বিপর্যয় এবং অরবিন্দ কেজরিওয়ালের হারের পরেই বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ সমাজকর্মী অন্না হাজারে৷ দাবি করলেন ক্ষমতা এবং অর্থই মাথা ঘুরিয়ে দিয়েছে কেজরিওয়ালের৷ এমন কি, আবগারি দুর্নীতিতে নাম জড়ানো নিয়েও কেজরিওয়ালকে খোঁচা দিতে ছাড়েননি অন্না হাজারে৷
দিল্লির বিধানসভা নির্বাচনে আপকে হারিয়ে ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি৷ দলের ভরাডুবির মধ্যে নিজেও নতুন দিল্লি কেন্দ্র থেকে হেরেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ এর পরেই কেজরিওয়ালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি৷
advertisement
অন্না হাজারে বলেন, ‘আমি সবসময় বলে এসেছি, একজন প্রার্থীর আচরণ এবং ভাবনা সৎ হওয়া উচিত৷ তাঁকে নিষ্কলঙ্ক থাকতে হবে এবং নিঃস্বার্থ হতে হবে৷ তাহলেই মানুষ সেই প্রার্থীর উপরে আস্থা রাখতে পারেন৷’ কেজরিওয়ালের নাম করে এর পর অন্না হাজারে বলেন, ‘আমি ওঁকেও (কেজরিওয়াল) এই পরামর্শ দিয়েছিলাম৷ কিন্তু উনি তা কানে তোলেননি৷ শেষ পর্যন্ত ওঁর নজর গিয়ে পড়ল মদে! এই বিতর্ক সামনে এল কেন?কারণ টাকা এবং ক্ষমতা ওঁর মাথা ঘুরিয়ে দিয়েছিল৷’
advertisement
অন্না হাজারে বলেন, ‘মানুষে দেখল যে কেজরিওয়াল মুখে নৈতিকতার কথা বলেন, অথচ নিজে মদ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন৷ রাজনীতিতে অভিযোগ উঠবেই৷ কিন্তু অভিযুক্তকেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়৷ সত্যিটা কখনও বদলায় না৷ আমার সঙ্গে ওঁর একবার বৈঠক হয়, সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই দলের অংশ হব না৷ সেদিন থেকেই ওঁর থেকে দূরত্ব তৈরি করেছি৷’
advertisement
দশ বছর ক্ষমতায় থাকার পর দিল্লিতে মুখ থুবড়ে পড়ল আম আদমি পার্টি৷ নতুন দিল্লি কেন্দ্র থেকে কেজরিওয়াল নিজে বিজেপি পরভেশ ভার্মার কাছে ৪০৭৯ ভোটে হেরেছেন৷ হার স্বীকার করে নিয়ে কেজরিওয়াল জানিয়েছেন, ক্ষমতায় না থাকলেও মানুষের পাশে থাকবে আপ৷ দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করবেন তাঁরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2025 5:44 PM IST