Bihar Forest Guard : এক হাতে ব্যাগবন্দি তীব্র বিষধর ব্যান্ডেড ক্রেইট সাপ, গ্রামবাসীদের সচেতনতামূলক বক্তব্য রেখে ‘নায়ক’ এই বনরক্ষী

Last Updated:

Bihar Forest Guard : বিহারের (Bihar) বনরক্ষক অনিল কুমার এখন নায়ক৷ গ্রামবাসীদের চোখেও, বনবিভাগের কাছেও৷

কিষাণগঞ্জ : বিহারের (Bihar) বনরক্ষক অনিল কুমার এখন নায়ক৷ গ্রামবাসীদের চোখেও, বনবিভাগের কাছেও৷ সম্প্রতি কিষাণগঞ্জ জেলার তরাই অঞ্চলে ফড়িংগোলা গ্রাম থেকে তিনি উদ্ধার করেছেন তীব্র বিষধর ব্যান্ডেড ক্রেইট (banded krait) প্রজাতির সাপ৷ এখানেই শেষ নয় তাঁর কৃতিত্ব৷ গ্রামবাসীদের তিনি বুঝিয়েছেন মানুষ ও বন্যপ্রাণের শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব৷ সাপটিকে দেখার পর মেরে না ফেলে বন দফতরকে (forest department) খবর দেওয়া জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দাদের৷
সাপটি ধরার পর ঘটনাস্থলেই তিনি উপস্থিত গ্রামবাসীদের সামনে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷ বলেন, বন্যপ্রাণকে ভয় না পেয়ে, তাকে ধ্বংস না করে বরং সহাবস্থানে গুরুত্ব দিতে হবে৷ তাঁর বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷
ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বিহারের বন এবং জলবায়ু পরিবর্তন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি দীপককুমার সিং৷ ট্যুইটারে এখনও অবধি প্রায় ৭ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি৷ সেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একহাতে ধরে রয়েছেন বিষধরবন্দি ব্যাগ৷ সেই অবস্থায় উপস্থিত জনতাকে বুঝিয়ে চলেছেন বন্যপ্রাণের গুরুত্ব৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন-আরে এ তো মুখ্যমন্ত্রী!' বাসভর্তি যাত্রীর মধ্যে হঠাৎ আগমন তাঁর, গোটা দেশে ঘুরছে এই ভিডিও
হিন্দিতে অনিল বলেন, ‘‘যাঁরা এই সাপের বিষয়ে বন বিভাগকে খবর দিয়েছেন, তাঁরা খুব বড় কাজ করেছেন৷ সাপকে ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু একইসঙ্গে আমাদের সতর্ক থাকতে হবে৷ সাপও প্রকৃতির অঙ্গ৷ তাদের ছাড়া আমাদের পৃথিবী অসম্পূর্ণ৷ ঈশ্বর প্রত্যেক প্রাণীর জন্য কিছু কাজ নির্দিষ্ট করেছেন৷’’ তিনি জানান, সাপটিকে বনে ছেড়ে দেওয়া হবে৷ গ্রামবাসীদের কাছে তাঁর অনুরোধ, সাপকে মেরে না ফেলে যেন বন দফতরকে খবর দেওয়া হয়৷
advertisement
আরও পড়ুন-বয়স মাত্র ৬, তাকেও ছাড়ল না নৃশংস ধর্ষক! দিল্লির ভয়ঙ্কর ঘটনায় CCTV-তে বড় সূত্র
অনিলের কৃতিত্ব এবং সংক্ষিপ্ত বক্তব্যে মুগ্ধ নেটিজেন-সহ বন দফতরের কর্তারা৷ এমনকি একজন নেটিজেন যখন জানিয়েছেন তাঁর গ্রামে সাপ বার হলে মেরে ফেলা হয়, তাঁকে যোগাযোগের নাম্বার দিয়ে দিয়েছে বনবিভাগের উচ্চপদস্থ কর্তা৷ যেখানে তাঁরা সরাসরি যোগাযোগ করতে পারবেন৷
advertisement
কোনও কোনও নেটিজেনের মত, সচেতনতা বৃদ্ধিতে উচ্চপদস্থ আধিকারিকদের উচিত বনরক্ষীদের সঙ্গে কথা বলা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Forest Guard : এক হাতে ব্যাগবন্দি তীব্র বিষধর ব্যান্ডেড ক্রেইট সাপ, গ্রামবাসীদের সচেতনতামূলক বক্তব্য রেখে ‘নায়ক’ এই বনরক্ষী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement