Bihar Forest Guard : এক হাতে ব্যাগবন্দি তীব্র বিষধর ব্যান্ডেড ক্রেইট সাপ, গ্রামবাসীদের সচেতনতামূলক বক্তব্য রেখে ‘নায়ক’ এই বনরক্ষী

Last Updated:

Bihar Forest Guard : বিহারের (Bihar) বনরক্ষক অনিল কুমার এখন নায়ক৷ গ্রামবাসীদের চোখেও, বনবিভাগের কাছেও৷

কিষাণগঞ্জ : বিহারের (Bihar) বনরক্ষক অনিল কুমার এখন নায়ক৷ গ্রামবাসীদের চোখেও, বনবিভাগের কাছেও৷ সম্প্রতি কিষাণগঞ্জ জেলার তরাই অঞ্চলে ফড়িংগোলা গ্রাম থেকে তিনি উদ্ধার করেছেন তীব্র বিষধর ব্যান্ডেড ক্রেইট (banded krait) প্রজাতির সাপ৷ এখানেই শেষ নয় তাঁর কৃতিত্ব৷ গ্রামবাসীদের তিনি বুঝিয়েছেন মানুষ ও বন্যপ্রাণের শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব৷ সাপটিকে দেখার পর মেরে না ফেলে বন দফতরকে (forest department) খবর দেওয়া জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দাদের৷
সাপটি ধরার পর ঘটনাস্থলেই তিনি উপস্থিত গ্রামবাসীদের সামনে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷ বলেন, বন্যপ্রাণকে ভয় না পেয়ে, তাকে ধ্বংস না করে বরং সহাবস্থানে গুরুত্ব দিতে হবে৷ তাঁর বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷
ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বিহারের বন এবং জলবায়ু পরিবর্তন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি দীপককুমার সিং৷ ট্যুইটারে এখনও অবধি প্রায় ৭ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি৷ সেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একহাতে ধরে রয়েছেন বিষধরবন্দি ব্যাগ৷ সেই অবস্থায় উপস্থিত জনতাকে বুঝিয়ে চলেছেন বন্যপ্রাণের গুরুত্ব৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন-আরে এ তো মুখ্যমন্ত্রী!' বাসভর্তি যাত্রীর মধ্যে হঠাৎ আগমন তাঁর, গোটা দেশে ঘুরছে এই ভিডিও
হিন্দিতে অনিল বলেন, ‘‘যাঁরা এই সাপের বিষয়ে বন বিভাগকে খবর দিয়েছেন, তাঁরা খুব বড় কাজ করেছেন৷ সাপকে ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু একইসঙ্গে আমাদের সতর্ক থাকতে হবে৷ সাপও প্রকৃতির অঙ্গ৷ তাদের ছাড়া আমাদের পৃথিবী অসম্পূর্ণ৷ ঈশ্বর প্রত্যেক প্রাণীর জন্য কিছু কাজ নির্দিষ্ট করেছেন৷’’ তিনি জানান, সাপটিকে বনে ছেড়ে দেওয়া হবে৷ গ্রামবাসীদের কাছে তাঁর অনুরোধ, সাপকে মেরে না ফেলে যেন বন দফতরকে খবর দেওয়া হয়৷
advertisement
আরও পড়ুন-বয়স মাত্র ৬, তাকেও ছাড়ল না নৃশংস ধর্ষক! দিল্লির ভয়ঙ্কর ঘটনায় CCTV-তে বড় সূত্র
অনিলের কৃতিত্ব এবং সংক্ষিপ্ত বক্তব্যে মুগ্ধ নেটিজেন-সহ বন দফতরের কর্তারা৷ এমনকি একজন নেটিজেন যখন জানিয়েছেন তাঁর গ্রামে সাপ বার হলে মেরে ফেলা হয়, তাঁকে যোগাযোগের নাম্বার দিয়ে দিয়েছে বনবিভাগের উচ্চপদস্থ কর্তা৷ যেখানে তাঁরা সরাসরি যোগাযোগ করতে পারবেন৷
advertisement
কোনও কোনও নেটিজেনের মত, সচেতনতা বৃদ্ধিতে উচ্চপদস্থ আধিকারিকদের উচিত বনরক্ষীদের সঙ্গে কথা বলা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Forest Guard : এক হাতে ব্যাগবন্দি তীব্র বিষধর ব্যান্ডেড ক্রেইট সাপ, গ্রামবাসীদের সচেতনতামূলক বক্তব্য রেখে ‘নায়ক’ এই বনরক্ষী
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement