#নয়াদিল্লি: পাহাড়ে তুষারপাতের জেরে দেশের একাধিক অঞ্চল কনকনে ঠান্ডায় কাঁপছে ৷ সোমবার দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে কুয়াশার সঙ্গে বেড়েছে শীত ৷ মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার অর্থাৎ আজও দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, রাজস্থান, বিহার ও ওড়িশা ঘন কুয়াশায় ঢেকে থাকবে ৷ মৌসম বিভাগের তরফে এটাও জানানো হয়েছে যে ২১ জানুয়ারি পর্যন্ত অবশ্য ধীরে ধীরে কমবে কুয়াশা ৷
আইএমডি-র তরফে জানানো হয়েছে, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারে আগামী দু’দিন বাড়বে শীত ৷ ২১ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারতের অধিকাংশ এলাকায় ন্যূনতম তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে ৷ এরপর আগামী ৩ দিন বাড়বে তাপমাত্রা ৷
Significant Weather Features are: ♦ Conditions are becoming favourable for cessation of Northeast Monsoon rains over Tamilnadu, Puducherry & Karaikal, Kerala & Mahe
— India Meteorological Department (@Indiametdept) January 18, 2021
মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী, রাজস্থানে আগামী ৫দিন পর্যন্ত ঘন কুয়াশা থাকবে এবং বাড়তে পারে ঠান্ডা ৷ শৈত্যপ্রবাহ ও শীতল দিনের পরিস্থিতি হতে পারে আগামী দু-তিন দিনের পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশে। বিহারেও শীতল দিনের পরিস্থিতি হতে পারে। লাদাখে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছে ৷ জম্মু-কাশ্মীরেও ঠান্ডা বেড়ে গিয়েছে ৷ এক সপ্তাহ পর ঠান্ডা কিছুটা হলেও কমবে ৷
দিল্লিতে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত চলবে ঠান্ডা ৷ ২২ থেকে ২৪ জানুয়ারি ঠান্ডার প্রকোপ কিছুটা কমলেও ২৬ জানুয়ারির পর ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Weather Forecast